নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

তারা মন্ত্রীর আত্মীয় --------------------

০৭ ই মে, ২০২২ রাত ১০:২২





টি টি ই যাদের জরিমানা করার জন্য বরখাস্ত হয়েছেন তারা মন্ত্রীর স্ত্রীর আত্মীয় । মন্ত্রীর স্ত্রী শাম্মির মামাত বোন নিপার ছেলে এবং নিপার দুই চাচাত ভাই ট্রেনের নন এ সি বগির টিকেট কেটে এ সি তে ফাকা সিটে বসেছিলেন । টি টি ই তাদের এই আচরনে ক্ষুব্ধ হয়ে রেল বিধি অনুযায়ী জরিমানা করেন । নিপার ছেলে তার মাকে টেলিফোনে ঘটনা জানালে নিপা শাম্মিকে তা জানান এবং শাস্তি দিতে বলেন । শাম্মির ফোনে রেল ঊর্ধ্বতম কর্মকর্তা টি টি ইকে একেবারে বরখাস্ত করে দেন । বরখাস্তের জন্য শাম্মিই উপদেশ দেন । এই বিষয় নিয়ে টি আই বি মন্ত্রীকে পদত্যাগের আহবান জানায় ।

সমকাল

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২২ রাত ১০:২৮

নিমো বলেছেন: খাঁটি বিনোদন!এতদিন জানতাম সূর্যের চেয়ে বালি গরম।এখনতো দেখছি মন্ত্রীর চেয়ে...

০৭ ই মে, ২০২২ রাত ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: এই মাত্র পেলাম আসল অর্ডার দাতা এবং তারা কি হয় মন্ত্রীর ।

২| ০৭ ই মে, ২০২২ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:


টিআইবি'র লোকদের বেতন কি পরিমাণ ও কাহারা দেয়?

০৭ ই মে, ২০২২ রাত ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: এইটা জানিনা , তবে কামায় ভাল ।

৩| ০৭ ই মে, ২০২২ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



টিকিট কেটে উঠলে, এবং এসি রুম খালি থাকলেও, সেখা বসা পুরোপুরি ঠিক নয়; তাদেরকে সরায়ে দিলে ব্যাপারটা ঠিক হতো; কথায় কথায় জরিমানা করা ঠিক নয়।

০৭ ই মে, ২০২২ রাত ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: হুম , এটাই বোধহয় ঠিক ছিল ।

৪| ০৭ ই মে, ২০২২ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



নিপার ছেলে বেঠিক যায়গায় বসে আবার মাকে ফোন করেছে; দেখছেন, কি রকমের লিলিপুটিয়ান ছেলেপেলে?

০৭ ই মে, ২০২২ রাত ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: পুরাই লিলিপুটিয়ান ।

৫| ০৭ ই মে, ২০২২ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:




লেখক বলেছেন: এইটা জানিনা , তবে কামায় ভাল ।

-এরা সুবিধাবাদী, সুযোগ সন্ধানী

০৭ ই মে, ২০২২ রাত ১০:৪১

শাহ আজিজ বলেছেন: এরা ঝোপ বুঝে কোপ মারে ।

৬| ০৭ ই মে, ২০২২ রাত ১০:৫৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সয়াবিন এর পরিবর্তে বাদাম তৈল খাওয়ার পরামর্শ নাকি আসছে শোনলাম।

০৮ ই মে, ২০২২ রাত ১২:২০

শাহ আজিজ বলেছেন: ওয়েট অ্যান্ড সি

৭| ০৮ ই মে, ২০২২ রাত ১২:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
পুরো ব্যাপারটি এখনো ক্লিয়ার না। অনেক কিছুই হতে পারে।
ওরা রেলমন্ত্রীর আত্নীয় না রেলওয়ের কোন বড় কর্তার আত্নীয় এই ব্যাপারটিও এখনো নিশ্চিত না।
এজাৎ প্রাপ্ত সংবাদে যা যানা যায় - রেলওয়ের দেয়া একটি টিরকুটে হাতে লেখা অনুমোদন নিয়ে ওরা ট্রেনে উঠেন। যদিও এটি কোনভাবেই সিস্টেমের ভেতর পরে না। বা হয়তো ওনারা এভাবে আগেও ভ্রমণ করেছেন। বা রেলওয়ে কতৃপক্ষ ব্যস্ততার কারনে বা ভিন্ন কারনে সিস্টেম না মেনে তারহুড়া করে হাতে লেখা চিরকুটে লিখে ট্রেনে উঠিয়ে দিয়েছেন। আমার জানা মতেও রেলওয়ে পরিবারের সদস্যরা এভাবেই ভ্রমন আসছেন।

আমি আবারো বলছি - বাংলাদেশের বাস্তবতায় এটি কোন বড় অনিয়ম নয়। বরং বিশাল অনিয়ম দেখলাম গতকাল নিউইয়র্কে বাংলাদেশ কনসার্টে। মন্ত্রির সাথে ৪০-৫০ জন আমলা কর্তাগন রাষ্ট্রের অর্থে পরিবার সদস্যদের নিয়ে ফুর্তি করতেছে। এটা ভয়াবহ অনিয়ম। কঠিন শাস্তি দাবি করি। কিন্তু এসব নিয়ে কোন পত্রিকা বা টিভিতে কিছু দেখলাম না।
আমি যা বলতে চাচ্ছে নিয়ম মেনে একজন রেলওয়ে স্টাফ নিয়মমাফিক বছরে ৪-৫টি টিকেট ফ্রি পাওয়ার অধিকার থাকলে একজন রেলওয়ে মন্ত্রীও ১০-১২ টি এসি ক্লাসের টিকেট পাওয়ার অধিকার রাখেন।

০৮ ই মে, ২০২২ রাত ১২:২২

শাহ আজিজ বলেছেন: আমিতো পত্রিকার রেফারেন্স , কপি সবই দিলাম । কাল দেখি আরও কি কি খবর বের হয় ।

৮| ০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রেল মন্ত্রীর বউয়ের আত্নীয়র কাছে
রেল গাড়ির ভাড়া চায়!!
ব্যডা কামডা হরছে কি! অরে
বরখাস্ত করলেই হবেনা, অরে
দেশ ছাড়া করতে হবে।

০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

শাহ আজিজ বলেছেন: দেশ ছাইর‍্যা কম্মে যাবে মনু ? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.