নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজ - সম্রাট জামিনে মুক্ত

১১ ই মে, ২০২২ বিকাল ৫:৩৮



একসময়ের তোলপাড় সৃষ্টিকারী ক্যাসিনো মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জামিনে মুক্ত হয়েছেন । একটু আগে তার পাহারায় থাকা কারারক্ষীরা পাহারা তুলে নিয়েছে । বেশ সাড়া জাগিয়েছিল সম্রাটের গ্রেফতার পর্বে । রাষ্ট্রের নাকের ডগায় বসে জুয়ার বোর্ড বসিয়ে কোটি টাকার দানে চলত জুয়া খেলা । ক্যাসিনো ফ্যাসিনো কিচ্ছু না শুধু জুয়াই খেলা হতো । যারা ক্যাসিনোতে গেছেন তারা সম্রাটের খেলার জায়গাটিকে পর্ণ কুটিরে কাচ্চু খেলা বলবেন । সরকারী দল যুবলীগ , নামের একটা বাহবা আছে । সবার প্রশ্ন ছিল এতদিন এসব হল কিভাবে , পুলিশ , গোয়েন্দা ছিল কোথায় ? এখন সম্রাট মুক্ত । খবরের কাগজগুলো ঝাপিয়ে পড়েছে পি জি তে খবর সংগ্রহে । আমরা আরও অনেক গল্প শুনতে পারব , বলব সবাইকে নিয়ে ছাদে গোল হয়ে বসে , উপরে চাদের আলো , নিচে ভীষণ অন্ধকার । শ্রীলঙ্কাকে নিয়ে অনেকে ভয় করছেন । এতো গুরুত্ব দেইনি , এখন এদের মুক্তিতে মনে হচ্ছে সরকার বসে নেই , লঙ্কা কাণ্ড ঘটার আগেই সম্রাট , সেলিমরা ঠেকিয়ে দেবে সব । লীগ তৈরি হচ্ছে মাত্র ।

ছবিঃবাংলা নিউজ ২৪

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: সবাই ছাড়া পাবে, কিছু সময়ের বিষয় মাত্র।

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই ঘটবে । সামনে নির্বাচনের বছর ।

২| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে হয়না কোন প্রভাব ফেলতে পারবে। ফেস ভ্যালু আর নেই। যুবলীগ বা আওয়ামী লীগে শূণ্যস্থান পূরণ হয়ে গিয়েছে...

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

শাহ আজিজ বলেছেন: আমরা দেখব ঠিক কি হয় বা ঘটে ।

৩| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


টাকা দিয়ে বাংলাদেশ কেনা যায়।

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

শাহ আজিজ বলেছেন: হয়ত সম্ভব নয় ।

৪| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাজার অপরাধী ছাড়া পাক, তবে
কোন নিরপরাধ যেন শাস্তি না পায়।

এই কথা কে বলেছিলেন মনে নাই,
কেউ সূত্র চাইলে কইতে পারুম না।

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

শাহ আজিজ বলেছেন: সুত্র মুত্রের দরকার নাই ।

৫| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কে গ্রেফতার হবে আর কে ছাড়া পাবে তাহা টাকা ও ক্ষমতা নির্ধারণ করে এদেশে।

১১ ই মে, ২০২২ রাত ৮:০৪

শাহ আজিজ বলেছেন: এটি নতুন কিছু নয় এদেশে , এভাবেই চলেছে এবং চলবে ।

৬| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: সুত্র মুত্রের দরকার নাই ।

আপনিতো কইয়াই খালাস,
ব্লগে সুত্রপাত মুত্র দিয়া
ভিজাইয়া দিলো খবরতো
রাখেন না। আছেনতো কেবল
নিজেকে নিয়া!

১১ ই মে, ২০২২ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: ভাল আছি নিজেরে নিয়া ।



যত মাথা ব্যাথা আপ্নাগো =p~

৭| ১১ ই মে, ২০২২ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: সকল বিরোধি দলের উচিত সামনের নির্বাচনে অংশ নেয়া। এবারো যদি জনগনকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়া না হয় , তাহলে জনগনকে ঠেকিয়ে রাখা কঠিন হবে। শ্রীলংকা এখন একটা বড় উদাহরন হয়ে গেছে।

১১ ই মে, ২০২২ রাত ৯:২৭

শাহ আজিজ বলেছেন: লংকা কাণ্ড সবার জন্য শিক্ষা হয়ে থাকবে । একবার ভাবুন নৈশ ভোটের আয়োজনকারীদের নেংটু করে পানিতে চুবাচ্ছে । আর সবাই মোবাইল ক্যামে তা তুলছে , ইয়াহু ।

৮| ১১ ই মে, ২০২২ রাত ১০:১৯

বিজন রয় বলেছেন: বিরাট খবর!! দেখলাম চেলা-চামুন্ডারা ফুল দিয়ে ছবি তুরছে।
যেন এক মহান ব্যক্তি মহার কাজ করে সামনে এসছে!!!

ছিই, ছেউ, ছেউ।

লজ্জা আর কোথায় রাখি।

১১ ই মে, ২০২২ রাত ১০:২৮

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশের তরুণদের স্ট্যান্ডার্ড এটাই - একজন সমাজ বিরোধীকে ফুল্লেল শুভেচ্ছা জানানো ।

৯| ১১ ই মে, ২০২২ রাত ১১:২৬

জ্যাকেল বলেছেন: লীগ রেডি হইতেছে। সামনে ইলেকশান আছে না?

১২ ই মে, ২০২২ রাত ১২:১৬

শাহ আজিজ বলেছেন: হ , সেরাম রেডি হচ্ছে । তবে লীগ আবার আসবে ।

১০| ১২ ই মে, ২০২২ সকাল ৯:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সামনে ইলেকশন এদের না ছাড়লে কেন্দ্র কন্ট্রোল হবে ক্যামনে?

১২ ই মে, ২০২২ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: সেটাই তো কথা ভাই ।

১১| ১২ ই মে, ২০২২ সকাল ৯:৪৩

খাঁজা বাবা বলেছেন: সব চোর বাটপার লুটেরা, আওয়ামীলিগে ঢুকেছে, আর তিনি এদের পৃষ্ঠপোষকতা করছেন।

১২ ই মে, ২০২২ সকাল ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: এই কথাটি চেচিয়ে বলতে নেই ডিজিটাল আইনের ভয়ে ।

১২| ১২ ই মে, ২০২২ দুপুর ১২:৪৮

নীল আকাশ বলেছেন: নির্বাচনের আগে এদের সবাইকেই বের করে আনা হবে।
এতদিন যা হইয়েছিল সবই আই ওয়াশ। এর কিছুই হবে না। সব ধামাচাপা পড়ে যাবে।

১২ ই মে, ২০২২ দুপুর ১:৩০

শাহ আজিজ বলেছেন: হুম , সহমত ।

১৩| ১২ ই মে, ২০২২ দুপুর ১:০৬

বিটপি বলেছেন: পাপিয়া কি এখনও জেলে আছে? নাকি আপনি আমি জানার আগেই ফুড়ুৎ? এই ব্যাপারে হাসান কালবৈশাখীর মন্তব্য কি?

১২ ই মে, ২০২২ দুপুর ১:৩১

শাহ আজিজ বলেছেন: পাপিয়া সম্ভবত মুক্ত । ( মোটকু পাপিয়া )????

১৪| ১২ ই মে, ২০২২ দুপুর ১:২৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: আজ যাকে ধরবে (পরিস্থিতির চাপে) কাল তাকে ছেড়ে দিবে (সময়ের প্রয়োজনে)।

ক্ষমতাশীনদের আর্শীবাদের এই 'ধরা ছাড়া'র (আইওয়াশ) খেলা চলবে চলতে থাকবে তাদের প্রয়োজনে। এতে আম জনতার (দেশের সাধারন মানুষের ) কিইবা বলার আছে ।

কারন - কিছু বললেই হেলমেট বাহিনী কিংবা আরও অনেক সমস্যা। কি দরকার ভাই , ঝামেলার।

১২ ই মে, ২০২২ দুপুর ১:৩৩

শাহ আজিজ বলেছেন: ডিজিটাল আইনে আরও তিন ধারা যোগ করে এখন ব্লগিং বিপজ্জনক হয়ে যাচ্ছে ।

১৫| ১২ ই মে, ২০২২ বিকাল ৩:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ভাল আছি নিজেরে নিয়া ।
যত মাথা ব্যাথা আপ্নাগো


নিজের গন্ডিতে থাকলে নিরাপদই
থাকা যায়!

১২ ই মে, ২০২২ বিকাল ৪:২১

শাহ আজিজ বলেছেন: বরিহাইল্যারা হজ্ঞল সময় জিততে চায় , কি জ্বালা

১৬| ১২ ই মে, ২০২২ বিকাল ৪:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা আবার সমাজটাকে দুষিত করবে।

১২ ই মে, ২০২২ বিকাল ৫:৩০

শাহ আজিজ বলেছেন: ও জেলে যাবার পর বাকিরা কি বসে ছিল ? নষ্টামির যা করার দরকার চালিয়ে গেছে সাগরেদরা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.