নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

পিকে হালদারকে ভারত থেকে গ্রেপ্তার করা হয়েছে

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:০৮


আপডেটঃ ভারতের পশ্চিমবঙ্গে আটক দেশের আর্থিক খাতের অন্যতম বড় কেলেঙ্কারির নায়ক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আজ শনিবার উত্তর চব্বিশ পরগনার একটি আদালতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার এ আবেদন জানানো হয়।

এর আগে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পি কে হালদার ও তাঁর কিছু সহযোগীর পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।রাত ১০,৫০ মিনিট


আপডেটঃ পি কে হালদার , তার ভাই এবং মোট ৬ জনকে পুলিশ আটক করেছে বর্ধমান জেলার কাটোয়া থেকে । বাকি সবাই পি কের পরিবারের সদস্য । ৭,৫৫ মিনিট ।

ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে বহুল আলোচিত রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে । এই খবরটুকু ডেইলি স্টার থেকে নেয়া । খবর নিশ্চিত করতে স্টার কলকাতায় বাংলাদেশ উপদুতাবাসে ফোন করে হ্যা সুচক জবাব পেয়েছে । সিভিল পোশাকের লোকেরা তাকে গ্রেফতার করলে বোঝা যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা এই গ্রেফতারে লিড দিয়েছে । অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরুর পরে পিকে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ২০১৯ সালে দুদক মামলা দায়ের করে।


হালদার বাবুকে ধরতে ইন্টারপোল ওয়ারেন্ট জারি করেছিল । বাবুকে ঢাকায় আনতে পারলে লীগ সরকারের টুপিতে পালক লাগবে ।

আপাতত এটুকুই খবর আমার হাতে । আপডেটে বাকি খবর পেতে থাকলে জানিয়ে দেব ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:১৩

জ্যাকেল বলেছেন: এই ধরনের দেশ_ঘাতক চোর বাটপার এক দুইটা ধরা খাইলে ভালই লাগে।

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:১৮

শাহ আজিজ বলেছেন: এখন ইমেজ ক্লিন করতে সরকার আরও কিছু যাদুর খেলা দেখাবে ।

২| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:২২

শেরজা তপন বলেছেন: আমিও টিভি স্ক্রলিং এ দেখলাম! বেগম পাড়ায় কয়েকজনকে ধরতে পারলে শান্তি পেতাম

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:২৪

শাহ আজিজ বলেছেন: কানাডার সাথে আমাদের বন্দী /আসামি প্রত্যারপন চুক্তি নেই ।

৩| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ব্যাটা পালানোর আর জায়গা পেলোনা ?

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৪৯

শাহ আজিজ বলেছেন: ভেবেছিল ভারত তাকে আশ্রয় দেবে । কিন্তু বিধি বাম -------------------

৪| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩২

খাঁজা বাবা বলেছেন: ব্যাটা বলির পাঠা হয়েছে।

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

শাহ আজিজ বলেছেন: হওয়াই দরকার । এতো টাকা মেরে দেশ থেকে পালিয়ে যাবার অর্থই একটা দুর্ঘটনা ঘটানো ।

৫| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৫

জুল ভার্ন বলেছেন: এগুলো সবই "ইদুর বিড়াল খেলা"!

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

শাহ আজিজ বলেছেন: দেখি ইন্ডিয়া তাকে গ্রেফতার করল কি নিরাপদ করার জন্য না বাংলাদেশের হাতে তুলে দেবার জন্য । বেআইনি অবস্থানের জন্য জেল হলে বাংলাদেশ আম ছালা দুটোই হারাবে ।

৬| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: শোনছি রিজার্ভ ফান্ডে টাকা নাই। পিকের টাকা গুলো দিয়ে কয়েকমাস চললে খারাপ কি ?

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

শাহ আজিজ বলেছেন: ঝামেলা আছে ঐ টাকা আদায়ে । তাকে কি অপরাধে ধরা হয়েছে এখনো ক্লিয়ার না ।

৭| ১৪ ই মে, ২০২২ রাত ৯:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
বোঝা যাচ্ছে সরকারের হাতে যথেষ্ট ভালো ইকুপমেন্ট আছে।
ইসরাইল অবশ্য বলেছে তারা বাংলাদেশের কাছে কিছু বিক্রি করেনি। বাংলাদেশ হয়তো ভিন্নভাবে সংগ্রহ করেছে।

আর ভারত থেকে ধরে আনা নতুন কিছু নয়।
বঙ্গবন্ধুর খুনী এক মেজর কে কয়দিন আগেই ধরে আনলো। তার ফাঁসিও হয়ে গেছে।
বঙ্গবন্ধুর আর এক খুনি রিসালদার মোসলেম উদ্দিনের খবর পেয়ে গেছিল বাসা পর্যন্ত গেছিল। হিন্দু নামে বসবাস করত। কিন্তু সে কিছুদিন আগে মারা যেয়ে চিতায় ভষ্য।

একজন সাংবাদিক নামটা ভুলে গেছি, সে সরকারি দলের একজন কে ফাসাতে যেয়ে গূমের গুজব ছড়িয়ে গা-ঢাকা দেয় এক সময় ভারতে আশ্রয় নেয়। তাকেও ধরে আনা হয়েছিল।

১৪ ই মে, ২০২২ রাত ৯:২৪

শাহ আজিজ বলেছেন: পি কে বাবুকে অবৈধ বসবাসের মামলায় ফেলে দিলে বাংলাদেশ কিছুই করতে পারবে না । হাতছাড়া হয়ে যাবে ।

৮| ১৫ ই মে, ২০২২ সকাল ৭:৫৮

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের টাকা নিয়ে কোন হিন্দু ভারতে পালালে, দেশের হিন্দুদের বদনাম হয়।

১৫ ই মে, ২০২২ সকাল ১০:৪৭

শাহ আজিজ বলেছেন: বদনাম ঝুড়ি ঝুড়ি আছে বাজারে । হিন্দুদের কেউই নির্দোষ নেই টাকা পাচারে ।

৯| ১৫ ই মে, ২০২২ সকাল ৮:৪৭

বিটপি বলেছেন: ধরেছে এটা কোন খবর নয়, কবে জামিনে মুক্ত হবে আর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা মার্কিন মুল্লুকে যেতে পারবে - এটা হল আসল খবর।

১৫ ই মে, ২০২২ সকাল ১০:৪৫

শাহ আজিজ বলেছেন: দাদা বাবুর জন্য ওটা একটা দুঃস্বপ্ন । পুলিশি রিমান্ড শেষ হলে আরও গল্প গজাবে । কিন্তু বাবুকে বাংলাদেশের হাতে সমর্পণ করবে কিনা আমার সন্দেহ , অবৈধ অবস্থান আইনে জেল হয়ে গেলে আমরা ফস্কে ফেলব দাদাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.