নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত সাড়ে দশটার আপডেট
নরসিংদী রেল ষ্টেশনে জিন্স আর টপ পরা এক তরুণীকে একজন মহিলা এবং বেশ কিছু স্থানীয় লোক মিলে শারীরিকভাবে হয়রানির চেষ্টা করে । তরুণী বুদ্ধি করে সামনে থাকা স্টেশন মাষ্টারের রুমে দৌড়ে আশ্রয় নেয় । তরুণীর সাথের দুই তরুন একই ভাবে মাষ্টারের রুমে আশ্রয় নেয় । ছোট পোশাক পরার অপরাধে তাদের ঐ মহিলা বকাঝকা করছিল । সাথে যোগ দেওয়া নরসিংদী ওয়ালারা মেয়েটির গায়ে হাত দেবার সাথে সাথেই সে পালিয়ে স্টেশন মাষ্টারের রুমে আশ্রয় নেয় । মাস্টার পুলিশ ডাকলে লোকজন সরে পড়ে । তাদের কাংখিত চট্টগ্রাম মেইল এসে পড়লে মাস্টার ওদের তিনজনকেই ট্রেনে তুলে দেন । কারা এই মহিলা ? কি তাদের উদ্দেশ্য ? অশান্তি সৃষ্টির পায়তারা কি?
ঢাকা সহ কয়েক জায়গায় একদল মহিলা বিবিধ টার্গেটেড পরিবারে গিয়ে নসিহত করছে যে তোমার স্বামীকে আরও ৩ টি বিয়ে করাও । সেই পুরুষটির কি আর্থিক ক্ষমতা আছে চার বিবি পালনের । এরা সংঘবদ্ধ । এরা নিজেরাও কি অন্য পুরুষের বাহু ডোরে আটক হয়ে মজা পেয়েছে কিনা তা জানা যায়নি তবে ভেতরে ভেতরে একটা কিছু চলছে এটা বোঝা যায় ।
আপনারা কি কিছু জানেন এইসব বিষয়ে -তাহলে লিখুন মনখুলে ।
২০ শে মে, ২০২২ রাত ১১:০৯
শাহ আজিজ বলেছেন: আমারও সেইরকম মনে হচ্ছে কিন্তু সরকার নিশ্চুপ , আশ্চর্যজনক ভাবে ।
২| ২০ শে মে, ২০২২ রাত ১১:২০
সোনাগাজী বলেছেন:
দেশের ৪৫ ভাগ মানুষ অসৎ, মনে হয়; ফলে, অনেক দিক থেকে এগুলো ঘটতে পারে।
২০ শে মে, ২০২২ রাত ১১:২২
শাহ আজিজ বলেছেন: এখন ৯৯% অসৎ ।
যেমন ?
৩| ২০ শে মে, ২০২২ রাত ১১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোল্লাদের ইস্যু, ছোট পোষাক ইস্যু
এসব হলো ঘোলা তেলে আলু পোড়া
খাবার পায়তারা!
২১ শে মে, ২০২২ রাত ১:১৩
শাহ আজিজ বলেছেন: আলু পোড়া হোক রান্না হোক সব সময় খাওয়া মানায় না । বদ হজম হলে খবর আছে ।
৪| ২১ শে মে, ২০২২ রাত ১২:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষ পুরুষ হউক বা মহিলা হউক সবাই নিজেদের পছন্দের মানানসই পোষাক পরিধান করতে চায়'।
যদি না পরিবার থেকে সমাজ থেকে বাধা না আসে।
পুরুষ নারী সবাই সুন্দর নিজের পছন্দের পোষাক কেন পড়তে চায় কেন পড়ে?
নারী বা পুরুষ যেই হোক মানুষের মনস্তত্ত হচ্ছে নিজেকে যেকোন ভাবে পরিবারের কাছে, অফিসে, বন্ধুদের কাছে বা অন্যের কাছে নিজেকে সুন্দর ফ্রেস পরিচ্ছন্ন ও গুরুত্বপুর্ন করে উপস্থাপন করে নিজের ভাবমুর্তি তুলে ধরা। শুধু সুন্দর পোষাক না, সুন্দর জুতো দামী ঘড়ি, পারফিউম ইত্যাদি।
বস্ত্রটি ছোট না বড় সেটা নির্ভর করে যুগের স্টাইল। কোথায় যাচ্ছে, কোন পরিবেশে যাচ্ছে। যার যার অভিরুচি।
যৌনতা প্রদর্শন তার অতি সামান্য একটি অংশ মাত্র।
হিজাব বোর্খা না পড়া হলে নারীকে যদি বেশ্যা বলা হয় তাহলে পুরুষ কেন সুন্দর দামী আকর্ষনীয় পোষাক পড়ে ঘড়ি দামি ব্রান্ডের জুতো পরে? পু*কি বিক্রি করার জন্য?
২১ শে মে, ২০২২ রাত ১:১৪
শাহ আজিজ বলেছেন: কে বোঝাবে ওদের ?
৫| ২১ শে মে, ২০২২ রাত ১২:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মেয়েদের ছোট পোশাক অনেক ছেলে কেন মেয়েরাও মেনে নিতে পারে। তবে সব ক্ষেত্রে যৌনতা প্রাধান্য পায়না। দেখা যাচ্ছে পরিবেশ পরিস্থিতির সাথে ঐ ধরনের পোশাক যায়না। আবার সবাই কে আবার মানাও না। কেউ কেউ আছে আবার যাদের দেখে চোখ ফেরানো যায় না। আমি আবার চোখ ফিরিয়ে নিই। গোনাহ হয়।
কিসের পায়তারা বুঝতে পারছি না। আপনি যদি ধর্ম কিংবা মোল্লাদের দোহাই দেন তাহলে ভুল হবে। যারা তুখোর মোল্লা বিদ্বেষী তারাও কিন্তু ছোট পোষাকের মেয়েদের ছাড় দেয়না।
২১ শে মে, ২০২২ রাত ১:১৫
শাহ আজিজ বলেছেন: ড্রেসের ঝামেলা নয় , এদের টার্গেট অন্য কিছু ।
৬| ২১ শে মে, ২০২২ রাত ১২:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: এটি খ্রবই খারাপ লক্ষ্যণ আমার বিবেচনায়।
২১ শে মে, ২০২২ রাত ১:১৬
শাহ আজিজ বলেছেন: দ্রুতই খারাপের দিকে যাবে এটি ।
৭| ২১ শে মে, ২০২২ সকাল ৭:৩১
ঋণাত্মক শূণ্য বলেছেন: বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজে মেয়েদের বোরকা পরতে দেওয়া হয় না। এ নিয়ে নানান ঘটনা ঘটেছে, ঘটছে। এগুলি বিশ্লেষণ করেছেন কখনও?
দুই দিকই বিশ্লেষণ করবার মত।
নরসিংদির ঘটনায় ছোট্ট একটা ক্লিপ প্রকাশ পেয়েছে। সেটা দেখেই আমাদের হই হই রই রই করবার কিছু নেই। এই ঘটনার পুরাটা আগে জানা দরকার। কেউ সেটা করছে না।
২১ শে মে, ২০২২ সকাল ৮:৫৩
শাহ আজিজ বলেছেন: আপনার ইচ্ছে না হলে হৈ হৈ রই রই করবেন না , কিন্তু আমি করব ।
এই ধর্মীয় মৌলবাদিদের নিয়ে আমার জানার দরকার নেই কারন আমি এসবের খুব কাছেই থাকি বলেই বুঝি ।
৮| ২১ শে মে, ২০২২ সকাল ১০:২৮
জুল ভার্ন বলেছেন: সর্বগ্রাসী অস্থিরতার আলামত!
২১ শে মে, ২০২২ সকাল ১০:৪৩
শাহ আজিজ বলেছেন: আফগানিস্তান তালেবানের দখলে আসার পর এদেশি কাঠ মোল্লা মাতম দিয়ে উঠেছে এবং বেশ নীরবে কাজ শুরু করেছে ।
৯| ২১ শে মে, ২০২২ সকাল ১১:০৬
জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন: আফগানিস্তান তালেবানের দখলে আসার পর এদেশি কাঠ মোল্লা মাতম দিয়ে উঠেছে এবং বেশ নীরবে কাজ শুরু করেছে ।
অবস্থা খারাপ। পশ্চিমাদের দেখাতে হবে- বাংলাদেশে মৌলবাদীরা আবারও জংগীবাদীতা শুরু করেছে এবং সেই জংগীবাদ দমনে আমাদের বিকল্প নাই।
২১ শে মে, ২০২২ সকাল ১১:২০
শাহ আজিজ বলেছেন: হুম , ওরকমি কিছু হবে ।
১০| ২১ শে মে, ২০২২ দুপুর ১২:০০
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: বাংলাদেশের মানুষ সবসময় নিজের থেকে অন্যের দিকে মনো্যোগী বেশি। কে কি পড়ল, কে কই গেল, কার পেট পিঠ দেখা গেল, কার মেয়েরে সেদিন রিকশায় দেখছে, কার ছেলে সেদিন রাস্তায় ফোনে কথা বলতেছিল, কোন মেয়ে সেদিন রাস্তার পাশে কার সাথে ফুসকা খেয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলাপ করে তারা মহানন্দ পান। মোটকথা, এদেশের মানুষের নিজের ইচ্ছা কম, মানুষের কথা বেশি শুনে চলতে হয়/ চলে। অথচ কে কি পড়বে সেটা তার ইচ্ছা, তোমার ভালো না লাগলে ইগ্নোর ইট, তারচেয়েও বড় কথা জনসম্মুখে এইভাবে হেনস্তা করার অধিকার তোমারে কেউ ই দেয়নাই।
আজকাল এই রিলেটেড ভিডিও প্রায়ই দেখতেছি, একদল লোক রাস্তাঘাটে, পার্কে দলবেধেঁ কাউকে তথাকথিত নসিহতের নামে র্যাগিং করছে। সেগুলো আবার ফলাও করে ভিডিও হিসেবে প্রচার করতেছে। আরেকদল লোক তাদেরকে বাহবা দিচ্ছে। যা কখনই কাম্য নয়। এখানে একজন মহিলা মেয়েটিকে হেনস্তা করেছে বলে যেন পার না পেয়ে যাক। তাকে বিচারের আওতায় আনা হোক।
ধর্ম একটি নিজস্ব বিশ্বাস। কিন্তু এইটাকে জোর করে অন্যের উপর চাপিয়ে দেয়া হয়। যে আমি বিশ্বাস করি, তোমারেও বিশ্বাস করাই লাগবে।
২১ শে মে, ২০২২ দুপুর ১২:৩৭
শাহ আজিজ বলেছেন: সহমত ।
১১| ২২ শে মে, ২০২২ দুপুর ১:২২
নতুন বলেছেন: দেশের অনেক মানুষকি বোঝে না, খারাপ কথা, গায়ে হাত দেওয়া, জোর করার কোন ধর্মীয় হুকুম বা ঠিক কাজ না। এটাও অন্যায়।
২২ শে মে, ২০২২ দুপুর ১:৫৮
শাহ আজিজ বলেছেন: হতাশ এসব জামাতি ছাগু ক্ষমতা দেখাতেই অভ্যস্ত ।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০২২ রাত ১১:০৬
সোনাগাজী বলেছেন:
দেশে গোলযোগ সৃষ্টির পঁয়তারা?