নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আদালত হাজী সেলিমকে জেলে পাঠিয়েছে

২২ শে মে, ২০২২ বিকাল ৫:১৭

ফেসবুক থেকে - কেন শুয়ে পড়লেন জানা যায়নি ।






আজ আদালতে হাজী সেলিম এসেছিলেন জামিন নিতে । কিন্তু আদালত তার জামিন আবেদন নাকচ করে ১০ বছরের জেলদণ্ড বহাল রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন । এই জেলদণ্ডে পুরাতন ঢাকার ইতিহাস নতুন ভাবে লেখা হবে । তালা হাজী নাম পেয়েছিলেন যত গোলমেলে জমি দালান দখলের কারনে । লীগ সরকার কারো কাছে মাথা নত করেনা এই আদেশে তা প্রমানিত হল ।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় পুরান ঢাকার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গত ৯ মার্চ এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকারী বিচারকদের স্বাক্ষরের মধ্যদিয়ে রায়টি আজ বুধবার প্রকাশ করা হয়।

রায়ে জরিমানার টাকা অনাদায়ে হাজী সেলিমকে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। আত্মসমর্পণ না করলে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে রায়ে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ মামলার রায়ে হাজী সেলিমের জব্দকৃত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে বলা হয়। তবে সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিচারিক আদালতের ৩ বছরের কারাদণ্ড থেকে তাকে খালাস দেন হাইকোর্ট।

বনিক বার্তা

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:



সঠিক পদক্ষেপ।

২২ শে মে, ২০২২ বিকাল ৫:২৮

শাহ আজিজ বলেছেন: ঠিক কাজ করেছে আদালত ।

২| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:৫৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দু-একজনকে পাঠানো জরুরি হয়ে পড়েছে।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

শাহ আজিজ বলেছেন: হুম , সময় ফুরুলে আবার ছেড়ে দেবে ।

৩| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

জোবাইর বলেছেন: "লীগ সরকার কারো কাছে মাথা নত করেনা এই আদেশে তা প্রমাণিত হল।" -সহমত।
লীগ সরকার দুর্নীতিবাজ আমলাদেরকেও শাস্তির আওতায় আনতে পারলে দেশ, জনগণ এবং খোদ আওয়ামী লীগও উপকৃত হতো।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

শাহ আজিজ বলেছেন: নির্বাচনের সিজন আগত । অনেকেই জেলে যাবে ।

৪| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

উনি দেশ থেকে উড়াল দিয়েছিলো না?

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১২

শাহ আজিজ বলেছেন: হ্যা গিয়েছিল বটে কিন্তু আবার ফেরত এসেছে । এই ফেরত আসা নিয়ে অনেক কাহিনী প্রচার পেয়েছে । কিছুকাল জেল খেটে নির্বাচনের আগে বেরিয়ে আসবে বলে আমার ধারনা ।

৫| ২২ শে মে, ২০২২ রাত ৮:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপিলের সুযোগ কি শেষ হয়ে গেছে?

কয়দিন থাকবেন কারাগারে?

২২ শে মে, ২০২২ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: ১০ বছর । আমি জানিনা আপিল করেছে কিনা সুযোগ আছে কিনা । আগামি বছর ইলেকশনের আগেই সবাই ছাড়া পাইব ।

৬| ২২ শে মে, ২০২২ রাত ৯:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগামি বছর ইলেকশনের আগেই সবাই ছাড়া পাইব। এতদিন কারাগারে থাকাটা মেনে নেয়া যায় না।

তবে আশা করা যায়, যথাযথ আইনি প্রক্রিয়ায়ই তিনি মুক্তি পাবেন ইন শা'আল্লাহ। ফুলের মালা গলায় পরিয়ে, পথে পথে ফুল বিছিয়ে তাকে অভ্যর্থনা জানানো হবে। তিনি বিদেশে গিয়েছিলেন, সেটাও যথাযথ আইনি প্রক্রিয়ায়ই গিয়েছিলেন বলে জানা যায়। এতবড়ো নেতা কোনোদিন আইন ভঙ্গ করতে পারেন না। আইনের প্রতি সম্মান দেখিয়ে তিনি আত্মসমর্পণও করেছেন।

দেশে আইনের শাসন আছে, তা আবারও প্রমাণিত।

নেতার জন্য ফুলেল শুভেচ্ছা।

২২ শে মে, ২০২২ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: =p~ B-)) :`> =p~ B-)) :`> =p~ B-)) :`> =p~ B-)) :`>



পেটে টান পড়ছে হাসতে হাসতে

৭| ২৩ শে মে, ২০২২ সকাল ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সাপোর্ট হারায়েছে এই ডাকাত।

২৩ শে মে, ২০২২ সকাল ৯:১৫

শাহ আজিজ বলেছেন: হুম, এই ব্যাপারে মন্তব্য করা দুস্কর বটে ।

৮| ২৩ শে মে, ২০২২ সকাল ১০:৪৯

খাঁজা বাবা বলেছেন: এই রায় কি নিম্ন আদালতের?
হাইকোর্ট জামিন দেবে না?

২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: এটি হাইকোর্টের রায় । জামিন চেয়েছিল , মেলেনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.