নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

তালেবান টি ভি তে খুশ আমদেদ

২২ শে মে, ২০২২ রাত ১০:৫৭






তালেবান এক এলানে টি ভিতে জাবর কাটা বেগানা আওরতদের খবর পড়া নিষিদ্ধ করেছে । এই যে ছবির জেনানাকে দেখছেন তিনি হুকুম হওয়ার পর নতুন শরিয়তি লেবাসে চোখ খোলা মুখ ঢাকা অবস্থায় খবর পড়ছেন । এর চেয়ে একটা বান্দরের ছবি টাঙাইয়া শুধু স্পিকারে খবর পড়লে ব্যাপারটা আরও সহি হতো । কাবুলের মেয়েরা বসে নেই তারা গোপন স্কুলে ক্লাস করছে নিয়মিত । বাজারঘাটে বুরকা পরে যাচ্ছে এবং তালেবানদের গুষ্ঠি উদ্ধার করছে । পিপলস পাওয়ার এমন জিনিষ যাকে অবজ্ঞা করলে শাস্তি পেতে হয় । আপনাদের জীবদ্দশায় একটি রাষ্ট্রে পাগ্লামির কি পরিনতি হয় তা দেখতে পাবেন । একসময় ক্রুদ্ধ জনতা তালেবানের পাগড়ি ছিনিয়ে তা দিয়ে ফাসির দড়ি বানিয়ে ঝুলিয়ে দেবে শয়তানদের ।

এইটা বেটার আছিল :P সব ছবি ফেসবুক থেকে ।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২২ রাত ১১:৪০

গরল বলেছেন: আল্লাই রক্ষা করবে তালেবানদের, আর কাউকে রক্ষা করতে পারুক বা না পারুক তালেবানদের রক্ষা করতেই হবে।

২৩ শে মে, ২০২২ রাত ১২:১৭

শাহ আজিজ বলেছেন: বহুত খুব , বহুত খুব


আগামি দিনগুলোতে আরও দেখবে ।

২| ২২ শে মে, ২০২২ রাত ১১:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: তালেবান তো তালেবান। তারা তাদের আইন মত দেশ চালাবে। ভারতের আইন সেখানে অকার্যকর।

ধিক! এদের।

২৩ শে মে, ২০২২ রাত ১২:২০

শাহ আজিজ বলেছেন: কেউ তো না করেনি ক্ষিপ্ত আফগান জনগন নিজেরাই । বিদেশী মুদ্রা খয়রাতিতে নামলে দাতার কথা শুনতে হয় ।


কাকে ধিক দিলেন ?

৩| ২৩ শে মে, ২০২২ রাত ১২:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: তালেবান ছাগুদের।

২৩ শে মে, ২০২২ রাত ১২:৩২

শাহ আজিজ বলেছেন: আমি ভাবলাম আমরা কিনা B-)

৪| ২৩ শে মে, ২০২২ রাত ১২:২৮

নূর আলম হিরণ বলেছেন: তালেবানরা বেশিদূর আগাতে পারবে না। আবার ক্ষমতা হারাবে।

২৩ শে মে, ২০২২ রাত ১২:৩৪

শাহ আজিজ বলেছেন: সেটাই বলেছি এই প্রজন্মকে যে এটা একটা চমৎকার সুযোগ তালেবানের রাষ্ট্র গঠন , পরিচালনে এবং আস্তাকুড়ে নিক্ষিপ্ত হওয়া ।

৫| ২৩ শে মে, ২০২২ ভোর ৫:২২

সোনাগাজী বলেছেন:


অশিক্ষা ও কুশিক্ষা মানুষকে বানরে পরিণত কর।

২৩ শে মে, ২০২২ সকাল ৯:১০

শাহ আজিজ বলেছেন: শুওরে পরিনত করে । বানর তো ভাল জিনিষ ।

৬| ২৩ শে মে, ২০২২ ভোর ৬:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কতগুলো আদিম গুহাবাসীকে একটি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলো বিশ্বমোড়লরা ! বানরের গলায় মুক্ত ঝুলালে যা হয় আর কি ?

২৩ শে মে, ২০২২ সকাল ৯:১২

শাহ আজিজ বলেছেন: পশ্চিমাদের মুল লক্ষ্য গোঁড়া মুসলিমদের এই অংশ আদিবাসী হিসাবেই থাক যাতে তাদের মাটির নিচে সহায় সম্পদ দখলে আনতে পারে ।

৭| ২৩ শে মে, ২০২২ সকাল ৯:৪৯

খাঁজা বাবা বলেছেন: আমাদের বোঝা উচিত এক এক দেশের সমাজিক ব্যবস্থা এক এক রকম।
একে৪৭ নিয়ে খালি পায়ে তালেবান কাবুলে চলে এসেছে।
আমেরিকান ট্রেইনিং আর অস্ত্রে সজ্জিত বাহিনী তাদের বাধা দেয় নি বা দিতে পারেনি।
আমাদের বোঝা উচিত, আফগানিস্তানের বেশির ভাল জনগন তালেবানের পক্ষে।
কিছু ব্যতিক্রম থাকবে, পশ্চিমা মিডিয়া ব্যতিক্রম ই তুলে ধরে।

তালেবান ভাল বা খারাপ, আমি সেই বিষয়ে বলছি না।
ধন্যবাদ।

২৩ শে মে, ২০২২ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: প্রচলিত সমাজব্যাবস্থা , আচার আচরন , সংস্কৃতি ইত্যাদি পরিবর্তন খুব ঝুঁকিপূর্ণ বিষয় । আজ থেকে ৩০ বছর আগে এই আফগানিস্তান কেমন ছিল , আমরা দেখেছি । প্রত্থম দোষ ক্রেমলিনের যারা কমিউনিজম আনতে চেয়েছিল কাবুলে । সেই শুরু এই ভয়াবহ পতনশীল অবস্থার । পাকিস্তানী মাওলানা ফজলুর রহমান এই তালেবান তত্ত্ব প্রচার করে পরে তা ছিনতাই হয়ে মুল্লাহ ওমর এর হাত ধরে আফগানের মত বহুবিধ ছোট ছোট গোত্রের মধ্যে প্রসার লাভ করে । গোত্র দন্ধ আরও কিছুদিন বাদে প্রচণ্ড হবে আর সেই সুযোগের অপেক্ষায় পশ্চিমা শক্তি । বাস্তব বোঝার চেষ্টা করুন । তালেবান বিভক্তির উপাদান মাত্র ।

৮| ২৩ শে মে, ২০২২ সকাল ৯:৫১

খাঁজা বাবা বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কতগুলো আদিম গুহাবাসীকে একটি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলো বিশ্বমোড়লরা ! বানরের গলায় মুক্ত ঝুলালে যা হয় আর কি ? [/sb

আদিম মানুষ উলংগ থাকত।
পোষাক সভ্যতার অংশ।
আমাদের মাথা পরিষ্কার করা উচিত।

২৩ শে মে, ২০২২ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: আজকাল পোশাকি আদিম দেখতে পাচ্ছেন যেমন পুতিন । কাজ কাম নেই আশপাশে জমি দখল কর । বাংলাদেশে অনেকেই পুতিনকে সরবচ্চ মর্যাদা দিয়ে মাথায় তুলে নাচছে , কেন আমিও বুঝি না । উলংগপনা ছাড়াও পোশাকি সন্ত্রাস আরও বীভৎস ।

৯| ২৩ শে মে, ২০২২ সকাল ১০:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @খাঁজা বাবা
মানুষকে ভয় দেখিয়ে ও বেত্রাঘাত করে পোশাক পড়তে বাধ্য করাকে কোন সভ্যতার সংজ্ঞায় ফেলতে চান আপনি ?
মেয়েদের পড়াশুনার বিষয়ে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা দেশকে কোন যুগে নিয়ে যেতে চাইছে ?

১০| ২৩ শে মে, ২০২২ সকাল ১০:২৩

খাঁজা বাবা বলেছেন: @স্বামী বিশুদ্ধানন্দ
যেকোনো আইন ই মানুষকে ভয় দেখাবার জন্যই, ভয় দেখিয়ে প্রচলিত সিষ্টেমের মধ্যে রাখার জন্য।
সে ব্রিটিশ আইন হোক বা বাংলাদেশের আইন।

তালেবান আইন ভাল বা খারাপ সে ভিন্ন আলোচনা।

১১| ২৩ শে মে, ২০২২ সকাল ১০:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @খাঁজা বাবা
তালেবানরা ভয় দেখিয়ে কোন ধরণের প্রচলিত সিস্টেমের মধ্যে জনগণকে রাখতে চাচ্ছে ? তালেবানরা ক্ষমতায় আসার আগে আফগান জনগণের কোন অপ্রচলিত সিস্টেমের প্রতি ঝুকছিলো ? তালেবানদের আসার পূর্বে নারীরা কি উলঙ্গ থাকতো ?

আফগানদের পিঠিয়ে বা বেতিয়ে পোশাক পরানোকে আপনি সমর্থন করেন কিনা ?

২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: ;)

১২| ২৩ শে মে, ২০২২ দুপুর ১:০২

রানার ব্লগ বলেছেন: কি বলেন !!! বাংলাদেশের কিছু আমদানীকৃত ছাগল তো এখনি স্বপ্ন দেখছে তারাও এমন শাসন কায়েম করবে এই দলে আমাদের ব্লগ সাম্রাজ্যের কিছু নিপাট ভদ্রলোক ব্লগারও আছে !!!!

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২৩

শাহ আজিজ বলেছেন: =p~ =p~

হাসালেন খুব । সবাই ক্ষমতা পেতে চায় হাতে কিন্তু কেউই বলেন না সৃষ্টির কথা গঠনের কথা ।

১৩| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ছাগলগুলো নারীদেরকে শিক্ষিত হতে না দিয়ে বড় রকমের ভুল করছে।

২৩ শে মে, ২০২২ রাত ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: নিজ জনতার সমর্থনহীন একদল ডাকাত কতদিন টিকবে আর ----------------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.