নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগ দ্বারা ছাত্রদ্লকে ধোলাইয়ের ছবি ব্লগ

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২৬

এই ধোলাইয়ের সম্পূর্ণ কৃতিত্ব ছাত্র লীগের । ছবির কৃতিত্ব সাথে দেওয়া নাম গুলো ।



ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রলীগের

হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। হকিস্টিক, রড, চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে হামলা

চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল জানিয়েছে।হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক

কমিটির সদস্য মানসুরা আলমসহ অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে ছাত্রদল জানিয়েছে।

ছাত্রলীগ বলছে, এ হামলা 'প্রগতিশীল শিক্ষার্থীদের প্রতিবাদ'। প্র আ






















প্রথম আলো

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী বলিব, বুঝিতে পারিতেছি না। এগুলো বোধহয় পত্রপত্রিকায় দেখেছি।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩২

শাহ আজিজ বলেছেন: হ্যা আজকের টপ নিউজ এইটা ।

২| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩১

বিটপি বলেছেন: পিটার সাথে আবার পিটি লিখেছেন কেন? ছাত্রদল আবার পিটাতে পারে নাকি? আমি আশ্চর্য হচ্ছি যে ছাত্রদল করার মত পোলাপাইন এখনো ক্যাম্পাসে আছে! এরা মুখ তুলে ঘুরে বেড়ায় কি করে? লজ্জা করেনা?

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩৩

শাহ আজিজ বলেছেন: এটা ওদের জিজ্ঞাসা করে দেখা যেতে পারে ।

২৫ শে মে, ২০২২ সকাল ১১:২০

শাহ আজিজ বলেছেন: রাতে খুব ঠাণ্ডা মাথায় দিনের ঘটে যাওয়া খবর দেখছিলাম , ছাত্রদল লাঠিসোটা হাতে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে লীগের ছেলেরা পিছু হটে । তাহলে পিটি শব্দটা ভুল ব্যাবহার হয়নি ।

৩| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩৪

খাঁজা বাবা বলেছেন: সবাই অলস হয়ে যাচ্ছে, হালকা শরীর নাড়াচাড়া করা স্বাস্থ্যের জন্য ভাল।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩৯

শাহ আজিজ বলেছেন: হা হা হা , ভাল বলেছেন

৪| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



কিভাবে, কি কারণে মুখোমুখি?

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৪১

শাহ আজিজ বলেছেন: নানা দাবি দাওয়া ছিল , ছিল বিক্ষোভ দিবস ।

৫| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৪৪

রানার ব্লগ বলেছেন: যারা মাইর খাইলো তারাও বেচারা যারা দিলো তারাও বেচারা মাঝখান দিয়া লাভবান লীগ আর দলের না খাওয়া নেতারা !!!

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৪৬

শাহ আজিজ বলেছেন: আহা , বেচারা ছাত্র দল

৬| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: বলার কিছু নাই :( শুধু দেখে যাওয়া ব্যতীত ।
এ বড়ই লজ্জার , এ শুধুই বেদনার।


সাথে সাথে শুধু এই চাওয়া, দয়াময় যেন আমাদের ক্ষমা করে দেন এবং উদয় করেন শুভ বুদ্ধির ।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৫২

শাহ আজিজ বলেছেন: বড় নেতাদের আস্কারা পেয়ে মাথায় উঠেছে ।

৭| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০০

জুন বলেছেন: এই সমস্ত নোংরামী দেখতে আর ভালোলাগে না শাহ আজিজ । এর অবসান কি আদৌ হবে ? আদব-কায়দা, ভদ্রতা-সৌজন্যতা আমাদের মাঝে আর ফিরে আসবে কি ?

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৫

শাহ আজিজ বলেছেন: বি এন পি এখন আক্রমণাত্মক পজিশনে যাচ্ছে আর ছাত্রলীগে তো দা কুড়ালের অভাব নেই ব্যাস আন্দোলনের খেলা শুরু হয়ে গেল ।

৮| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪০

নতুন বলেছেন: কলেজের ছাত্র ছাত্রীদের দলীয় লাঠিয়াল বাহিনি হিসেবে ব্যবহার করছে সকল দল। এটা বন্ধ হউও উচিত। :|

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

শাহ আজিজ বলেছেন: সবাই বলে বন্ধ হওয়া উচিত কিন্তু ক্ষমতায় গিয়ে শুরু করে মারপিট ।

৯| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: পুলিশ চাচারা তখন নিশ্চই দেশউদ্ধারের কাজে ব্যস্ত ছিলো।

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

শাহ আজিজ বলেছেন: পুলিশ বাতাস বোঝে । লীগের শেষসময় কাউকে সে চটাতে চাইছে না ।

১০| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

ঢাবিয়ান বলেছেন: নেত্রী যদি ডঃ ইউনুসকে পদ্মায় চুবানি দিতে চান বা খালেদা জিয়াকে টুস করে সেতু ত্থেকে ফেলে দেয়ার হুমকি দেন তাহলে তার শিষ্যদেরতো এমনটাই করা স্বাভাবিক!!!

২৪ শে মে, ২০২২ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: এমন ছেলে খেলা বাক্য একজন প্রধানমন্ত্রীর মুখে বেমানান , লজ্জিত ।

১১| ২৪ শে মে, ২০২২ রাত ৯:১০

জগতারন বলেছেন:
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কী বলিব, বুঝিতে পারিতেছি না। এগুলো বোধহয় পত্রপত্রিকায় দেখেছি।

সাধু ও চলতি ভাষার মিশ্রন অন্তঃত একজন বাংলা ভাষার কবি-এর কাছথেকে আশা করা যায় নয়া।

২৫ শে মে, ২০২২ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: ;)

১২| ২৪ শে মে, ২০২২ রাত ৯:১০

জগতারন বলেছেন:
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কী বলিব, বুঝিতে পারিতেছি না। এগুলো বোধহয় পত্রপত্রিকায় দেখেছি।

সাধু ও চলতি ভাষার মিশ্রন অন্তঃত একজন বাংলা ভাষার কবি-এর কাছথেকে আশা করা যায় নয়া।

১৩| ২৪ শে মে, ২০২২ রাত ৯:১২

জগতারন বলেছেন:
এই সমস্ত গুন্ডারা তাঁহাদের পূর্বকর্ম ফল ভোগ করিবে-বই-কি।।

২৫ শে মে, ২০২২ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: ভুগিতেছে এবং ভুগিবে

১৪| ২৪ শে মে, ২০২২ রাত ৯:১৫

জগতারন বলেছেন:
বি-এন-পি সরকারের আমলে এই ব্লগ পাঠকদের কি মনে আছে চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা ?

২৪ শে মে, ২০২২ রাত ১০:২৬

শাহ আজিজ বলেছেন: এত হইছে যে তালগোল পাকাইয়া ফেলছি । ৮০ সালে শীতের রাতে বি এন পি ছাত্র গুণ্ডারা আমাদের ১৬ জনকে মেরে রক্তাক্ত করে । জেনারেল মিটিঙে তাদের স্থায়ী বহিস্কার আদেশ আমিই খণ্ডন করে শর্তাধীনে মাফ করি । শরীরের দাগগুলো এখনো যায়নি । ছাত্রদল মুলত সন্ত্রাস নির্ভর দল , লীগের ছেলেরা বংশানুক্রমে তা পেয়েছে ।

১৫| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৩৭

গরল বলেছেন: গুন্ডা নির্ভর ছাত্র রাজনীতি থেকে কবে যে মুক্তি পাবে বিশ্ববিদ্যালয় গুলো কে জানে। হাসিনার ক্ষমতায় আসতে ছাত্রলীগের কোন ভূমিকা নাই, তাহলে হাসিনা কেন এসব সহ্য করে বুঝি না।

২৪ শে মে, ২০২২ রাত ১০:২১

শাহ আজিজ বলেছেন: পক্ষে মারামারি করলে জিদ খায়েশ পুরন হয় ।

১৬| ২৪ শে মে, ২০২২ রাত ১০:২৮

জুল ভার্ন বলেছেন: পোস্টের শিরোনাম অসম্মানজনক। ছাত্রলীগ একটি রাস্ট্রীয় সন্ত্রাসী সংগঠন।

২৪ শে মে, ২০২২ রাত ১০:৩০

শাহ আজিজ বলেছেন: তা বললে গভীর রাতে দরজায় খট খট B-)

১৭| ২৫ শে মে, ২০২২ রাত ১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বহু বছর যাবৎ বিশ্ববিদ্যালয়গুলো শান্ত ছিল। গোলাগুলি অস্ত্রবাজি সেশনজটের অভিশাপ থেকে মুক্ত হয়েছিল।
ময়দানের রাজনীতিতে হালে পানি না পেয়ে। বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার অপচেষ্টা কি কারনে?

আফটার অল। পদ্মার পানিতে চুবানি দেয়ার কথা কাজে লেগেছে।
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম কর্মচারীদের মামলায় দাবি করা ৪৩৭ কোটি টাকা দিয়ে দিতে রাজি হয়েছে৷
আদালতের বাইরেই নিস্পত্তি হয়েছে। পুরো টাকা দিয়ে দেয়াতে ইউনূসের বিরুদ্ধে ১১০ মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

২৫ শে মে, ২০২২ সকাল ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: একজন নোবেল লরিয়েট কে আমরা নুন্যতম সন্মান দিতে পারিনি । ছিঃ ।

১৮| ২৫ শে মে, ২০২২ সকাল ৮:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এগুলো বাড়াবাড়ি। পাপ বাপকে ছাড়েনা। আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই ইহার ফল ভোগ করিবে।

২৫ শে মে, ২০২২ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: বি এন পির ভোগ চলমান ।

১৯| ২৫ শে মে, ২০২২ সকাল ৯:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: তের চোদ্দ বছরের ক্ষমতার ফসল আমরা এখনও সেই জায়গায় পরে আছি
মাঝ খানে যত সব ভণ্ডামি কথা বার্তা--- এভাবেই দেশ এগে যাক!

২৫ শে মে, ২০২২ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: সহমত

২০| ২৫ শে মে, ২০২২ সকাল ৯:৫৭

নতুন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
বহু বছর যাবৎ বিশ্ববিদ্যালয়গুলো শান্ত ছিল। গোলাগুলি অস্ত্রবাজি সেশনজটের অভিশাপ থেকে মুক্ত হয়েছিল।
ময়দানের রাজনীতিতে হালে পানি না পেয়ে। বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার অপচেষ্টা কি কারনে?

আফটার অল। পদ্মার পানিতে চুবানি দেয়ার কথা কাজে লেগেছে।
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম কর্মচারীদের মামলায় দাবি করা ৪৩৭ কোটি টাকা দিয়ে দিতে রাজি হয়েছে৷
আদালতের বাইরেই নিস্পত্তি হয়েছে। পুরো টাকা দিয়ে দেয়াতে ইউনূসের বিরুদ্ধে ১১০ মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে।


এই গুলি যদি রাজনিতি হয় তবে যখন ক্ষমতা বদল হবে তখন অন্যরা এই ভাবেই ছাত্রলীগের কর্মীদের পেটাবে....

জঘন্য ভন্ডামী আমাদের রাজনিতিকরা করে কিন্তু কিচ্ছুই করার নাই।

২৫ শে মে, ২০২২ সকাল ১১:২২

শাহ আজিজ বলেছেন: সহমত । আমরাও ৮০ সালে অভিদের অভিযানে রক্ত দিয়েছি শরীরের ।

২১| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:১২

আমি ব্লগার হইছি! বলেছেন: এইটা কোনো মারামারি হলো? বোম আর গোলাগুলি না হলে মারামারি জমে? আজকালকার ছেলেপেলে কেমন যেন ভীতু হয়ে গিয়েছে।

২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৪০

শাহ আজিজ বলেছেন: নেক্সট আপনারে জানায়া দিমু , সাপলাই দিয়েন বোমা আর কাটা বন্দুক ।

২২| ২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৫৭

নতুন বলেছেন: আমাদের দেশের রাজনিতিকদের শরীরে জমিদারী রক্ত বয়। তাদের পূর্বপুরুষ লাঠিয়াল বাহিনি পুশতো, চর দখলের সময় মারামারি হইলে কয়েকটা লাশ না পড়লে শক্ত মামলা হইতো না।

আমাদের সেই কালচার খুব বেশি পুরানো না।

এখনো রাজনিতিকরা অস্র, পেশী শক্তির জোরে ক্ষমতায় থাকতে চায়।

এখন জনগন একটু সচেতন হইছে তাই আগের মতন জমিদারী কায়দায় জনগনকে শাসন করা যায়না। তাই নতুন তরিকায় করতে চায়। এই আরকি।

২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৭

শাহ আজিজ বলেছেন: মোটেও না , এদের শরীরে লাঠিয়ালের রক্ত বয় । গনতান্ত্রিক সিস্টেমকে বিসর্জন দিয়ে এরা কত্রিত্তবাদী সরকারী সিস্টেম চালু করেছে । আমৃত্যু ক্ষমতায় থাকার স্বপ্ন নিয়ে একটি সুস্থ ব্যাবস্থাকে অসুস্থ করে তুলছে । রাস্তা ঘাট সেতু গুলো ব্যাসিক উন্নয়ন , কলকারখানা আর টেকনোলজি হচ্ছে আকাংখিত উন্নয়ন । টেক থাকলে আপনাকে বাজার দর গ্যাসের মুল্য বৃদ্ধি নিয়ে চিন্তা করতে হবে না । চীন গত ৪০ বছরে টেকনোলজির উন্নয়ন ঘটিয়ে এখন খাদ্য কিনে খায় । এক্সপোর্ট বেশি বলে তার বাজার নষ্ট হওয়ার ভয় নেই । দেশী বাজারই বিশাল । আছে আমাদের এরকম চিন্তা ভাবনা ?

নেই , নেই বলেই আমরা সতর্ক ভাবে সরকারের পিণ্ডি চটকাই ।

২৩| ২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২১

নতুন বলেছেন: দেশ পরিচালনায় নেতারা কি দেশের ভবিষ্যত নিয়ে চিন্তা করে?

তারা তাদের এলাকার জমিদারী চালায়, ঠিকাদারী, ব্যবসা করে নিজের সম্পদ বাড়ায়।

আর জনগনও আছে শুধুই আরেকজনের ট্রল আর সমালোচনায় ব্যস্ত।

২৫ শে মে, ২০২২ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: দেশ পরিচালনায় নিবিষ্ট হলে কি দেশে এই অবস্থা হয় । কামলাদের রেমিটেন্স আর পোশাক কারখানার আয় দিয়ে কতদিন ঠেকা দেবেন । আপনার ব্যাসিক কি আছে , নেই কিসসু নেই । পাট খাত শেষ , পাট দিয়েও যে ব্যাসিক অনেক কিছুই করা যায় তা রাজনিতিকরা বুঝতে চান না , এই না বুঝতে পারাটা এক ধরনের শয়তানী । আমি চীনের উন্নয়ন নিবিড়ভাবে দেখেছি , আমার ক্ষোভ যে ওদের মত করে আমরা কেন করিনি ?? আমাদের চীনা পন্থী নেতারা উৎপাদন বোঝেনা কিন্তু মিছিল আর ফালতু সংগ্রাম বোঝে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.