নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রানীর রাজত্বের ৭০ বছর হল । এত দীর্ঘসময় কেউ ব্রিটেনের রাজ সিংহাসনে আসীন থাকেননি ।
৯৬ বছর বয়সে রানী দ্বিতীয় এলিজাবেথ টানা ৭০ বছর মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন। কত জন গেল বয়ে গেলো, কত জন এলো আর গেলো কিন্তু রানী ছিলেন একমাত্র স্থির ।
বাকিংহাম প্যালেসের এই সেই বিখ্যাত ব্যালকনি যেখানে জাতীয় আনন্দে তিনি তাঁর পরিবার নিয়ে দাঁড়ান। নিচে সেই বহুশ্রুত জনসমুদ্র যা ৭০ বছর ধরে নিচে এসে দাঁড়ায়।
আজও তার অন্যথা হলো না কিন্তু দু’জন অনুপস্থিত। একজন তাঁর দীর্ঘদিনের জীবন সংগী প্রিন্স ফিলিপ ও প্রিয় পৌত্র হ্যারি। এঁদের একজনের মাত্র কদিন আগে প্রয়াণ হয়েছে আর অন্যজনের প্রবেশ হয়েছে নিষিদ্ধ!
যাক সে সব কথা,তিনিই যে বৃটেনের সর্বোকালের রাজ প্রতিনিধিদের মধ্যে এক মাত্র রানী যিনি সব চেয়ে দীর্ঘ সময় কমনওয়েলথ প্রধান ও বৃটেনের শীর্ষস্থান অলংকৃত করে ছিলেন- আছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করি।
ছবি সৌজন্য - রয়াল ফ্যামিলি ।।
ফেসবুক
০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৯
শাহ আজিজ বলেছেন: আমি রাজকীয় এই নিয়ম সন্মন্ধে জানিনা তবে মনে হচ্ছে খুব শিঘ্রিই রানী ক্ষমতা হস্তান্তর করবেন চার্লসের হাতে ।
০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
শাহ আজিজ বলেছেন: রাজত্ব ব্রিটিশদের একটা আইকন । অনেকে টিকিয়ে রাখতে পারেনি কিন্তু ব্রিটিশরা পেরেছে । আমার ব্রিটিশ বন্ধুরা বলত তারা পছন্দ করে রাজারা টিকে থাক ।
২| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রানী ২য় এলিজাবেথ ও লেডি ডায়না
উভয়েই খুব সুন্দরী ছিলেন দুঃভাগ্য
ডায়নার ভাগ্যে এই সম্মান জুটলো না।
বড়ই আফসোস!
০২ রা জুন, ২০২২ রাত ৮:১৫
শাহ আজিজ বলেছেন: আপনার কি ডায়নার জন্য মন পোড়ে ?
দোয়া দরুদ পড়েন ।
৩| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: আজিকে রানীর জন্মদিন উপলক্ষে আমাদের ছুটি! তবুও অফিস করতে হচ্ছে, কারণ বিজনেস নিড! এই উপলক্ষে রানীর প্রজাগন আমাদের ওভারটাইমও দিবেন না। তাহারা বলিয়াছেন অন্য কোন একদিন ছুটি লইয়া লইয়ো।
০২ রা জুন, ২০২২ রাত ৮:১৬
শাহ আজিজ বলেছেন: হ্যাপি হলিডে ।
রাতে জম্পেশ ডিনার খাবেন সাথে তরল ----------------- ।
৪| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর পোস্ট ভাল লাগল।
০২ রা জুন, ২০২২ রাত ৮:১৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৫| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
সোনাগাজী বলেছেন:
এই রাণী আমাদেরও রাণী ছিলো।
০২ রা জুন, ২০২২ রাত ৮:১৮
শাহ আজিজ বলেছেন: উনি ১৯৫২ সালে সিঙ্ঘাসনে বসেন ।
৬| ০২ রা জুন, ২০২২ রাত ৮:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ বুড়া হয়,
মন নয়!
পোড়ায় যদি
দোষ কি তায়!
০২ রা জুন, ২০২২ রাত ৯:০৩
শাহ আজিজ বলেছেন: এখন আপনার আল্লা আল্লা করার টাইম । শয়তানকে মনে প্রশ্রয় দেবেন না ।
৭| ০২ রা জুন, ২০২২ রাত ৯:৪৮
সোনাগাজী বলেছেন:
আমরা যখন কমনওলেথ'এ ছিলাম, তিনি আমাদের রাণী ছিলেন।
০২ রা জুন, ২০২২ রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: আমরা কি এখন কমনওয়েলথ এর বাইরে ?
৮| ০২ রা জুন, ২০২২ রাত ১০:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগ নড়াচড়া করেনা কেন ?
০২ রা জুন, ২০২২ রাত ১০:৫৩
শাহ আজিজ বলেছেন: গাঞ্জার কেক খাইয়া ঘুমাইতাছে ।
৯| ০২ রা জুন, ২০২২ রাত ১০:২৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: হ্যাপি হলিডে । রাতে জম্পেশ ডিনার খাবেন সাথে তরল -----------------।
ছুটি দেয় নাই, আর খাওন দাওন! খাওন দাওনের সম্ভাবনা থাকলেও বলতো বাসা থেকে নিয়ে আসতে হবে!
তরল বলতে কি অ্যালকোহল জাতীয় কিছু বুঝিয়েছেন? যদি তাই বুঝিয়ে থাকেন তাহলে ভুল লোককে বলেছেন। এই ধরনের জিনিস গুলো প্রতি কোন আগ্রহ নাই।
০২ রা জুন, ২০২২ রাত ১০:৫২
শাহ আজিজ বলেছেন: আপনি খান না ? আমিও স্ট্রোকের পর বাদ দিছি , ২২ বছর খাইনা । আমি মুক্ত উদার মানুষ ।
১০| ০২ রা জুন, ২০২২ রাত ১০:৩৪
ভুয়া মফিজ বলেছেন: সোনাগাজী বলেছেন: আমরা যখন কমনওলেথ'এ ছিলাম, তিনি আমাদের রাণী ছিলেন। ১৯৭২ সালে কমনওয়েলথে যোগ দেয়ার পরে বাংলাদেশ বের হলো কবে, জানা নাই। আউলিয়া সাব যদি দয়া করে জানাতেন, তাহলে আমার জ্ঞানের ভান্ডার আরেকটু সমৃদ্ধ করতে পারতাম!!
০২ রা জুন, ২০২২ রাত ১০:৫৪
শাহ আজিজ বলেছেন: হুম আমিও তাই কই বাইরাইলাম কবে ??
১১| ০২ রা জুন, ২০২২ রাত ১১:২৩
সোনাগাজী বলেছেন:
আপনি জানেন না, বাংলাদেশের ভুয়া লোকজন সাঁতরায়ে ইংলিশ চ্যানেল পার হয়ে লন্ডনে যাবার পর, রাণী বলেছেন যে, তিনি আর বাংলাদেশের রাণী থাকবেন না।
০২ রা জুন, ২০২২ রাত ১১:৩২
শাহ আজিজ বলেছেন:
হাসাইলেন গাজী সাব ।
১২| ০২ রা জুন, ২০২২ রাত ১১:৩৫
ভুয়া মফিজ বলেছেন: বাঙ্গালীদের মধ্যে সাতরায়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল একমাত্র ব্রজেন দাস, কোন ভুয়া টুয়া না। যাক, আপনের জ্ঞানের বহর দেইখা আমি পুলকিত!! চালায়া যান আউলিয়া সাব!!!
আমেরিকাতে গান্জা বেশ সহজলভ্য এখন, বোঝা যায়!!!
০২ রা জুন, ২০২২ রাত ১১:৪৪
শাহ আজিজ বলেছেন: আম্রিকাতে গাঞ্জা আগের থেইকা সহজলভ্য ।
১৩| ০২ রা জুন, ২০২২ রাত ১১:৪১
সোনাগাজী বলেছেন:
@ভুয়া মফিজ ,
ব্রজেন দাস ছিলেন পাকিস্তানী নাগরিক। তিনি সাঁতার প্রতিযোগীতায় ছিলেন। আমি বলছি, যারা বোটে মোটে করে চ্যানেলে অবস্হান নিয়ে রাতে সাঁতার দিয়ে পার হয়, সেসবদের কথা; আপনি আবার নিজের উপর নিচ্ছেন নাকি?
০২ রা জুন, ২০২২ রাত ১১:৪৬
শাহ আজিজ বলেছেন: ভুইয়া সাব , কন চাই দেহি -------------------------------------
১৪| ০২ রা জুন, ২০২২ রাত ১১:৪৭
ভুয়া মফিজ বলেছেন: নিজের উপ্রে নিলাম কই, ভুয়া লোকজনের কথা তো আপনেই কইলেন!! তয় অনুরোধ, গান্জা খাওয়া কমায়া দেন। এই বয়সে বেশী সহ্য করতে পারবেন না। আর গান্জা খায়া ব্লগে রাজা-উজীর মারাও বন্ধ করেন।
০৩ রা জুন, ২০২২ রাত ১২:৫৭
শাহ আজিজ বলেছেন: কৈ যাই এখন । রানীর লগে শ্যাম্পেন খাইয়া আসি হে হে হে
১৫| ০২ রা জুন, ২০২২ রাত ১১:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: তাই নাকি? কেমনে কি ?
০৩ রা জুন, ২০২২ রাত ১২:৫৯
শাহ আজিজ বলেছেন: ঘুমান যাইয়া
১৬| ০২ রা জুন, ২০২২ রাত ১১:৫৭
ভুয়া মফিজ বলেছেন: গান্জুটিদের বড় সমস্যা হইলো, এগো টাইমের অভাব নাই। গান্জায় দম দেয়, আর লুঙ্গি উচা কইরা বাংলাদেশ কমনওয়েলথের বাইরে জাতীয় জ্ঞান বিতরণ করে; আর ভাব ধরে, বিশাল গেয়ানী!!
আমার অবশ্য কোন গান্জাখোরের লগে আনলিমিটেড বা্ৎচিৎ করনের টাইম নাই।
আজিজভাই, এর লগে বেশী মাইতেন না। জঙ্গলের গান্জা খাওয়া ওই বান্দরের গল্পটা জানেন তো!! আপনেরে কইলাম হাইকোর্ট-জজকোর্ট বহুকিছু ঘুরায়া আনবো। শ্যাষে কইবো, দুই পুরিয়ার দাম দ্যান!!!
বিদায় সোনামনি গান্জাখোর!!!!
০৩ রা জুন, ২০২২ রাত ১২:৫৫
শাহ আজিজ বলেছেন: নাহ মাতার বয়স নাই
১৭| ০৩ রা জুন, ২০২২ রাত ১:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: এদের চৌদ্দ গোষ্ঠীর কাউকেই আমি পছন্দ করি না। যত বারই দেখি তত বারই রক্তচুষে ফুলে থাকা জোঁকের কথা মনে পড়ে। ইতিহাসের ছাত্র আমি, যতটুকু জেনেছি আর বুঝেছি তাতে এদের অতীত ভুলে যাওয়া আমার পক্ষে এই জীবনে সম্ভব হবে না। ১৯৪৩ এর দুর্ভিক্ষ ছাড়াও বাংলার অগণিত মানুষের মৃত্যুর কারণ এরা। ধিক্কার জানাই।
০৩ রা জুন, ২০২২ সকাল ১১:০০
শাহ আজিজ বলেছেন: তারপরেও তারা আমাগো শাসন করত । আমাগো উচ্চ শিক্ষার ব্যাপারে তারা উদার আছিল । আমার একটা আলাদা ইচ্ছা আছে এদের প্রতি তা হচ্ছে এরা ঠিক কিভাবে বছর কাটায় , কি কাজ করে ইত্যাদি বিষয়ে । পুত্রবধু আগে একটারে খেদাইছিল আর মেঘানরে প্রবেশ নিষিদ্ধ করছে রাজবাড়িতে । এসব ক্ষেত্রে রাজবিদ্রোহ পরিলক্ষিত হয় । এক বিতাড়িত রাজপুত্র হ্যারির কি হইব , তাদের সন্তানদের ভবিষ্যৎ ??????????
অনেক প্রশ্ন ।।
১৮| ০৩ রা জুন, ২০২২ রাত ১:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: মেয়াদোত্তীর্ণ গঞ্জিকা সেবনের পর বেশী করে দুধ পান করছি। এখনো খিদা পেটে। খালি পেটে ঘুম আসেনা।
০৩ রা জুন, ২০২২ সকাল ১০:৫১
শাহ আজিজ বলেছেন: ডাইল পুরি খান ।
১৯| ০৩ রা জুন, ২০২২ রাত ৩:০৬
সৈকতসৈকত বলেছেন: পোস্টের সাথে গাঞ্জর সম্পর্ক কি
তয় বুজবার পারসি
কেঠায় গাঞ্জা খাইসে
০৩ রা জুন, ২০২২ সকাল ১০:৫০
শাহ আজিজ বলেছেন: বুঝবার পারলে অফ যান ।
২০| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:২০
শেরজা তপন বলেছেন: রাণীর এ্যালবাম দেকে ভাল লাগল। বেশ কিউট ছিলেন উনি- সেজন্য এক্সট্রা কদর পেয়েছেন
* শেষের ছবিটা দু'বার এসেছে।
০৩ রা জুন, ২০২২ সকাল ১১:০৪
শাহ আজিজ বলেছেন: হুম , ভাল লাগা ভাল । এমন স্মার্ট মহিলা আমি দুইটা দেখি নাই । বয়স ৯৬ , অনেকেই পাগল হইয়া যায় এই বয়েসে , বিছানায় পইড়া থাকে , ইনি সজীব , উজ্জ্বল । জয় রাজরানীর ।
২১| ০৩ রা জুন, ২০২২ সকাল ১০:০০
ইমরোজ৭৫ বলেছেন: শাসন ক্ষমতা প্রধানমন্ত্রী এর হাতে। শাসন ভার রাজ দরবারে হলে রাণী এতদিন ক্ষমতায় থাকতে পারতো না।
০৩ রা জুন, ২০২২ সকাল ১১:০৬
শাহ আজিজ বলেছেন: তবুও ব্রিটেনের জনগন রাজতন্ত্র টিকিয়ে রেখেছে এটাই বড় কথা ।
২২| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:১৪
জুল ভার্ন বলেছেন: অনেক গণপ্রজাতন্ত্রী দেশেও এখন রাজা রানীর আবির্ভাব হয়েছে।
০৩ রা জুন, ২০২২ সকাল ১১:২১
শাহ আজিজ বলেছেন: হুম , সেটাই কম্পেয়ার করি আর দেখি ছাগলে কিভাবে জমিতে চাষ দেয় ।
২৩| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১২:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাজা-রানির সিস্টেমটা ভালো - বেশ রাজকীয় কিছু ভাবসাব তাতে দেখা যায়, যাতে মন আন্দোলিত ও আনন্দিত হয়।
আমার অনেকদিন ধরে জানার ইচ্ছে ছিল, রয়্যাল ফ্যামিলি কীভাবে চলে, টাকাপয়সা কে দেয়? ব্রিটিশরা সত্যিই খুব ভদ্র ও উদার জাতি, তাই নিজেদের গাঁটের পয়সা দিয়ে রয়্যাল ফ্যামিলি টিকিয়ে রাখছে। এ দেশ থেকে রাজতন্ত্র, বা রাজা-রানি সিস্টেম উঠে যাওয়ার সম্ভাবনা নাই। উঠে গেলে নাম পাল্টাইতে হবে দেশের Kingdom মানেই তো King's or Queen's Dom রাজা-রানি সিস্টেম উঠে গেলে এই নামও পাল্টাইতে হবে বৈকি!
আমাদের দেশেও পুরোনো অনেক রাজা বা জমিদার বাড়ি আছে। ওগুলোকে পুনর্বাসন করে আমরাও রাজা-রানির অলঙ্কার পোস্ট তৈরি করতে পারি রাজকীয় ভাবটা বেশ জোশ লাগে আমার কাছে
ঘোড়ায় আসীন ছবিটার নীচে ডাবল রানির এক ছবি - ওখানে রানি কোনটা?
শেরজা তপন ভাই বললেন - রানি অনে কিউট ছিলেন। আমার চক্ষু গেছে আমার কাছে রানিকে অতো সুন্দরী মন হচ্ছে না কেন? সুন্দরী বলতে তো খালাত বোন ডায়ানাকেই বুঝি।
পোস্টে ভালো লাগা রহিল। শুভেচ্ছা নিয়েন।
০৩ রা জুন, ২০২২ দুপুর ১২:৫৯
শাহ আজিজ বলেছেন: হ সোনা , ডায়ানার মত সুন্দরী কেউ রাজবাড়িতে নেই এইটা আমিও বিশ্বাস করি ।
আমাগো টিকে থাকা রাজবাড়ীগুলা সংস্কার কইরা রাজা রানিগো বসবাসের ব্যাবস্থা করা যায় । মাইনসে দল বাইন্ধা টিকেট কাইটা প্রাসাদ দেখতে যাইব । সমস্যা হইল উত্তরপাড়া আর কাউয়ারে নিয়া । এরা কখন ক্যু কইরা রাজবাড়ির থালা বাসন লইয়া আসে গ্যারান্টি নাই ।
গভীর চিন্তায় আছি বন্দু ।
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:০৩
শাহ আজিজ বলেছেন: ১৯৫২ সালে এলিজাবেথ সিঙ্ঘাসনে আরোহন করেন , ঘোড়াতে চড়া ছবি সেই দিনের ।
দুই জনের বা দিকে এলিজাবেথ , ডাইনে কে চিনিনা ।
২৪| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১:০৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: আপনি খান না ? আমিও স্ট্রোকের পর বাদ দিছি , ২২ বছর খাইনা । আমি মুক্ত উদার মানুষ ।
আমি খাই না, কখনও আগ্রহও হয়নি।
তবে পান করার সাথে মুক্ত উদার মনের মানুষ হওয়ার সম্পর্ক বুঝলাম না। উদার মনের হতে হলে পান করা লাগে? নাকি পান করলে উদার মনের হওয়া যায়? আমার কাছেতো দুইটার কোনটাই সত্য মানে হয় না। বরং উল্টা লাগে!
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:৩২
শাহ আজিজ বলেছেন: কেউ আমার সামনে খেলে মাইন্ড করি না । উদারতা হচ্ছে প্রতিটি আলাদা মানুষের মুল্যায়ন করা এবং তাদের কাউন্ত করা । ধর্ম, গোত্র , সমাজ নিয়ে বিভাজন করি না । তবে আমি সিনথেটিক ড্রাগস এর বিপক্ষে এবং তীব্র প্রতিবাদী ।
এনিয়ে আজ আর আলাপ নয় ।
২৫| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১:১৪
ভুয়া মফিজ বলেছেন: আমরা আমাগো রাজপরিবার নিয়া গর্বিত।
Long live the queen! God save the queen!!
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:৩৩
শাহ আজিজ বলেছেন: উ হ হু , এইটা ভুইলা গেসিলাম । লং লিভ কুইন ।
২৬| ০৩ রা জুন, ২০২২ রাত ৮:০৩
ভুয়া মফিজ বলেছেন: রানীর প্রতি আপনের ভালোবাসা দেইখা আমি মুগ্ধ! লন.......আপনের লাইগা একটা স্মৃতি-কাতর উপহার!!!https://www.youtube.com/watch?v=uvAJuhcTLdY
২৭| ০৩ রা জুন, ২০২২ রাত ৮:০৫
ভুয়া মফিজ বলেছেন: আহা........লিঙ্কটা কাইটা গ্যাছে গা! এই লন, আবার দিলামview this link
০৩ রা জুন, ২০২২ রাত ৮:২৯
শাহ আজিজ বলেছেন: ডিনার খাওয়ার ডাক পড়ছে , খাইয়া দেখুমনে ।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:২০
শূন্য সারমর্ম বলেছেন:
ব্রিটেন রাণীর আসন ধরে রাখলো কেন?