নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুতে টেকা দায় এখন । এই পরিস্থিতির মুখোমুখি সব সামু ব্লগার । সামুকে বলি সাইড পপ আপের জন্য বিজ্ঞাপন দাতাদের বলুন প্লিজ জ জ জ জ জ জ জ জ জ, দোহাই । প্রতিবারেই এই নিচ থেকে পপ আপ আর উপরে আপনার ট্যাব এরিয়া আর নোটিশ মিলে তিন ভাগের দুই ভাগ খেয়ে এক ভাগ আপনাকে দয়া করে দিচ্ছে যেন ।
একটা কমন সেন্স থাকা উচিত বিজ্ঞাপন দাতাদের ।
০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৪২
শাহ আজিজ বলেছেন: আপনার পেজে বিজ্ঞাপন আসে না ?
২| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৫৩
অপু তানভীর বলেছেন: আপনি যেভাবে বলছেন, আমার তো এতো বিজ্ঞাপন দেখাচ্ছে না।
আপনার বেশি বেশি আসার কারণ কী?
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০০
শাহ আজিজ বলেছেন: ক্রোম ব্যাবহারের ফল এটি । দেখি অ্যাড ব্লকার দিয়ে দূর করা যায় কিনা ।
৩| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৫৮
রশিদ ফারহান বলেছেন: Google Chrome পরিবর্তন করে Brave ব্রাউজার টি ব্যবহার করে দেখতে পারেন, ডিফল্ট ভাবে অ্যাড অনেক কম দেখায়।
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০১
শাহ আজিজ বলেছেন: তাই করতে হবে , ধন্যবাদ ।
৪| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুম নয়! এটাই সামুর টিকে থাকার একমাত্র
অবলম্বন। যত বেশী বিজ্ঞাপন আসবে সামু
আমাদের তত বেশী ভালো সেবা দিতে
সক্ষম হবে। তবে ইচ্ছা কফ্লে আপনি
এই বিজ্ঞাপন এড়াতে পারেন! কিন্তু
তা কি শোভনীয় হবে?
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০২
শাহ আজিজ বলেছেন: যে যেমনি বোঝে -----------------------
৫| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:০৫
জুল ভার্ন বলেছেন: আমি এড ব্লকার সফটওয়্যার ব্যবহার করে বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে মুক্ত।
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০৩
শাহ আজিজ বলেছেন: আমাকেও তাই করতে হবে দেখছি ।
৬| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:১৮
রানার ব্লগ বলেছেন: এ্যাড ব্লকার ব্যাবহার করেন
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০৪
শাহ আজিজ বলেছেন: তাই করব আজ সন্ধ্যায় জামাই বাবা এলে । ধন্যবাদ রানার ।
৭| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:২৩
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: বিজ্ঞাপন ভালো জিনিস।
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫
শাহ আজিজ বলেছেন: পুরো কন্টেন্ট ঢেকে কি ভাল পেতে পারি??
৮| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:৩৭
শামছুল ইসলাম বলেছেন: একদম মনের কথাটা বলেছেন।
বিজ্ঞাপনের ঠেলায় ব্লগার একদম কোণঠাসা।
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫
শাহ আজিজ বলেছেন: সহমত ।
৯| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:৩৯
খাঁজা বাবা বলেছেন: গত বেশ কয়েকদিন যাবত আমি সামু খুললে ব্রা প্যান্টির বিজ্ঞাপন এসে ভরে যায়।
আসে পাশে লোকজন থাকলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
কি কি টাইপের বিজ্ঞাপন আসবে তা নির্ধারন করে দিতে পারলে ভাল হত।
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০৬
শাহ আজিজ বলেছেন: কনডমের বিজ্ঞাপন চাই
১০| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:৪২
নজসু বলেছেন:
কঠিন যন্ত্রণায় আছি।
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০৭
শাহ আজিজ বলেছেন: আহা , কি কষ্ট ।
১১| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
অপেরা থেকে ফোনে ব্যবহার করছি,কোনো এড নেই।
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০৮
শাহ আজিজ বলেছেন: ভাল করেছেন ।
১২| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিজ্ঞাপন অনেক।
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৬
শাহ আজিজ বলেছেন: নিচের থেইকা ঠেইলা ওঠা বিজ্ঞাপন ম্যালা ।
১৩| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:১৮
খাঁজা বাবা বলেছেন: লেখক বলেছেন: কনডমের বিজ্ঞাপন চাই
সেটা হলেও ব্যপার ছিল
যা আসে তা আমার কোন কাজের না
০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৩
শাহ আজিজ বলেছেন: প্যানটি দিয়া আমরা কি করুম ?
প্যানটি খোলার সিস্টেম থাকলে একটা কাজের কাজ হইত
১৪| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: প্যানটি দিয়া আমরা কি করুম ?
প্যানটি খোলার সিস্টেম থাকলে একটা কাজের কাজ হইত :`<
আজিজ ভাই এই বয়সে প্যান্টি খুলতে যাইয়েন না।
এখন ওরা ডিজিটাল প্যান্টি৷ ব্যবহার করে খুলতে
গেলে পুরো দেশ জেনে যাবে। তার চেয়ে ভালো
কন্ডম নিয়াই থাকেন
০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৪২
শাহ আজিজ বলেছেন: আমিতো গনতান্ত্রিক ভাবনা নিয়া কইছিলাম - আপনিতো সেই লাইনে হাঁটলেন না -----------------------
১৫| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: বিজ্ঞাপনে যন্ত্রণা হয় ঠিকাছে। কিন্তু মার্কেটাররা এই ধরণের পোষ্ট দেখলে অনেক বেশী ব্যথিত হয়।
০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৪
শাহ আজিজ বলেছেন: ব্লগিং করতে আইছি বিজ্ঞাপন দেখতে না
১৬| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এড ব্লক কইরায়ালছি
০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৫
শাহ আজিজ বলেছেন: ভাল করছ , আসো দোয়া পড়ি একলগে --------------------------------
১৭| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:০৩
সোনাগাজী বলেছেন:
শীঘ্রই পদ্মাসেতুর এড আসবে।
০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৫
শাহ আজিজ বলেছেন: অ্যাড ব্লকার দিয়ে সব দাবিয়ে দিয়েছি । ছবি কাজীকে ধন্যবাদ ।
১৮| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমারটায় টপ টু বটম কোনো বিজ্ঞাপন নেই।
০৯ ই জুন, ২০২২ রাত ১০:২১
শাহ আজিজ বলেছেন: অ্যাড ব্লকার ডাউনলোড করার পরে আমারও এখন ক্লিন ।
১৯| ১০ ই জুন, ২০২২ রাত ১২:০২
নূর আলম হিরণ বলেছেন: আমার এড ব্লকে সমস্যা হয়, সাম্প্রতিক মন্তব্য ও আলোচিত পাতা দেখায় না। সেগুলোকেও বিজ্ঞাপন হিসেবে দেখায়। তবে এড ব্লক করলে সামুর রেভিনিউ কমে যাবে তাই এড ব্লক করা থেকে বিরত আছি তবে আগের থেকে অতিরিক্ত এড আসে এখন।
১০ ই জুন, ২০২২ রাত ১২:৩২
শাহ আজিজ বলেছেন: এই অতিরিক্ত বিজ্ঞাপনের জন্যই ক্ষেপেছি । অ্যাড ব্লক করে শান্তিতে আছি । সামু সাজেশন দিতে পারে যে বিজ্ঞাপন কিভাবে দেখাবে কোন যন্ত্রনা ছাড়াই ।
২০| ১০ ই জুন, ২০২২ সকাল ৯:৩০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মাঝে মাঝে মনে হয় ব্লগিং ছেড়ে দেই। এড এর কারণে বিরক্ত হয়ে লেখা কমিয়ে দিয়েছি। আশা করি কর্তৃপক্ষ বিষয়টা ভেবে দেখবে।
১০ ই জুন, ২০২২ সকাল ১১:১২
শাহ আজিজ বলেছেন: অ্যাড ব্লকার গুগল করে ইন্সটল করুন ------------------------ দেখবেন সব গায়েব । ছবি কাজী কাল আমায় বুদ্ধিটা দিল , কাল রাত থেকেই বিজ্ঞাপন নেই আর । আগে মজিলার সাথেই অ্যাড ব্লকার থাকত , ভুলেই গেছি একদম ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: গুম!! ব্লগ আবার গুম হয় নাকি!!!!