নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ত্রান কাজে সামুর অংশগ্রহন

২১ শে জুন, ২০২২ দুপুর ১:১৬




সিলেট থেকে ব্লগার সৈয়দ তাজুল ইসলামের আহবানে অনেক ব্লগার দেশে ও বিদেশ থেকে আর্থিক সাহায্য দিয়েছেন যার ফলশ্রুতিতে ব্লগ অ্যাডমিন কাল্পনিক ভালোবাসা আজ বিকালেই ত্রান কার্যক্রম শুরু করতে সিলেট যাচ্ছেন ।

ফান্ড আশারও বেশি জমেছে বলে আপাতত ফান্ড পাঠাতে নিষেধ করেছে জাদিদ । কুড়িগ্রাম , নীলফামারীতে বন্যা পরিস্থিতি বিপজ্জনক টার্ন নিচ্ছে । এসব এলাকার দরিদ্র মানুষের সংখ্যা বেশি । আমি বলি ফান্ড ফিরিয়ে না দিয়ে তা অপেক্ষায় থাকুক । বাংলাদেশ এবার আরেকটি ভয়াবহ বন্যার মুখোমুখি হতে যাচ্ছে । নীলফামারী আর কুড়িগ্রামে কি আমাদের ব্লগারদের কেউ থাকেন , তাহলে তারা সামুর অস্থায়ী ত্রান কক্ষ যা জাদিদের নেতৃত্বে চলছে একত্রে দুর্গত এলাকায় শিশু বৃদ্ধদের মুখে সামান্য খাবার তুলে দিতে পারবেন ।

সামুর ব্লগাররা সকল সময় দুর্গতদের পাশে আছে , থাকবে ।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২২ দুপুর ১:৩৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ তাদের যারা অর্থিক সাহায্য পাঠিয়েছেন এবং যারা সাহায্য করার চেষ্টা করছেন !!

২১ শে জুন, ২০২২ দুপুর ২:৪২

শাহ আজিজ বলেছেন: আমরা অংশ নিতে পেরে খুব স্বস্তিতে আছি যদিও তা খুব সামান্য ।

২| ২১ শে জুন, ২০২২ দুপুর ১:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার একটি কথা - সামুর ব্লগাররা সকল সময় দূর্গতদের পাশে আছে, থাকবে।

২১ শে জুন, ২০২২ দুপুর ২:৪৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৩| ২১ শে জুন, ২০২২ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ থাকবে

২১ শে জুন, ২০২২ দুপুর ২:৪৩

শাহ আজিজ বলেছেন: ইনশাল্লাহ ।

৪| ২১ শে জুন, ২০২২ দুপুর ২:৫৮

বিবেকহীন জ্ঞানি বলেছেন: চট্টগ্রাম থেকে সামুর কোন ব্লগার বা টিম যাচ্ছে??আমরা ৩/৪ জন যেতে চাচ্ছি কিন্তু কোন টিম পাচ্ছি নাহ।

৫| ২১ শে জুন, ২০২২ দুপুর ২:৫৯

বিবেকহীন জ্ঞানি বলেছেন: অনুগ্রহ করে জানান প্লিজ।

২১ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৭

শাহ আজিজ বলেছেন: দৃষ্টি আকর্ষণ নোটিশ পোস্টে কাল্পনিক ভালোবাসাকে নক করুন ।

৬| ২১ শে জুন, ২০২২ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:



দরকারী সময়ে, একটি দরকারী পদক্ষেপ। অংশ গ্রহনকরাীদের অভিনন্দন।

২১ শে জুন, ২০২২ বিকাল ৫:১৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৭| ২১ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৪

জুন বলেছেন: সামু সব সময় এধরণের কাজে এগিয়ে আসে। অভিনন্দন জানাই সব ব্লগার সহ কতৃপক্ষকে।

২১ শে জুন, ২০২২ বিকাল ৫:১৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৮| ২১ শে জুন, ২০২২ রাত ৮:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বন্যার্ত অনেক মানুষ পথে বসে গেছে। আগের অবস্থায় আসতে এদের অনেক সময় লাগবে। তাই টাকা অনেক লাগবে।

২১ শে জুন, ২০২২ রাত ৮:২৬

শাহ আজিজ বলেছেন: হুম , অনেকে পুঁজি পাট্টা হারিয়ে নিঃস্ব প্রায় । ব্যাঙ্কগুলোর এগিয়ে আসা উচিত । এক লোকের দুটি গোডাউনের চা পাতা ভেসে গেছে । সরকারী লোণ , ভাতা খুবই জরুরি ।

৯| ২১ শে জুন, ২০২২ রাত ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: ব্লগারদের এই মানবিকতা টুকু, সব সময় প্রশংসার দাবীদার।

২১ শে জুন, ২০২২ রাত ১০:১০

শাহ আজিজ বলেছেন: আশা করি ব্লগাররা এই হাত বাড়িয়ে দেওয়ার পদ্ধতিটি ধরে রাখবেন ।

১০| ২২ শে জুন, ২০২২ রাত ১২:২৬

আমিনুর রহমান বলেছেন: সাধারণত বন্যা পরবর্তী সময়ে আরো বেশী হাহাকার পড়ে যায় বন্যার্ত এলাকাগুলোতে; বন্যার সময় যত ত্রান যায়, বন্যা শেষ হয়ে যাবার পর তত ত্রান যায় না কিন্তু ক্ষতিগ্রস্থ মানুষগুলোর তখন কাজের অভাবে পড়ে, দুবেলা দুমুঠোর ভাত জোটাতে খুব কষ্ট হয়। এছাড়া ঘর-বাড়ি ঠিকঠাক করতেও তাদের তখন অনেক অর্থের প্রয়োজন হয়। সিলেট অঞ্চলের মানুষদের জন্য হয়ত খুব বেশী লাগবে এই দুর্যোগ কাটিয়ে উঠতে, নিজ অভিজ্ঞতা থেকে যতখানি তাদের চিনেছি তাদের প্রবাসীরা আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব তাদের এই বিপদে পাশে এসে দাঁড়াবে।

সমস্যা হয়ে দাঁড়াবে সেটা হলো বন্যাকালীন সময় এবং তার পরবর্তী সময়ে উত্তরাঞ্চলের বন্যার্ত মানুষগুলোর। তারা সব সময়ই এবং সবক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে একটু বেশী অবহেলিত। তাই কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা অঞ্চলের মানুষগুলোর জন্য আমাদের এগিয়ে আসা উচিত। আর এখনই উদ্যোগ নেয়া উচিত।

২২ শে জুন, ২০২২ সকাল ১০:১২

শাহ আজিজ বলেছেন: আমার নিত্য অভ্যাস অনুযায়ী নতুন প্লাবিত জায়গার খোজ নিয়ে তা আপডেট করি । এবার দেশ এক বড় ধরনের বন্যা ঝুকিতে আছে । আমাদের সীমিত ক্ষমতায় যদি ১০ টি পরিবারও টিকে যায় তাতেই আমরা খুশী । সিলেটে ধনবান লোকেরা থাকেন , আশা করি সিলেটীরা নিরাপদ হবেন । সমস্যা হবে কুড়িগ্রাম , নীলফামারী এলাকা নিয়ে । আমি পরবর্তী ত্রান কুড়িগ্রাম নীলফামারিতে যাক চাইছি ।

ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.