নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা ???

২৩ শে জুলাই, ২০২২ রাত ৯:০৬

এই হারামজাদাদের সাহস দেওয়া হয়েছে বলেই পাকি পতাকার সাথে মিলিয়ে দিয়েছে বাংলার পতাকা । ঐ চানতারা ছুড়ে ফেলেছিলাম ৮ই মার্চ ১৯৭১ সালে । কারা সেই মদতদাতা যারা পাকিস্তানকে ভুলতে পারে না !! পিটিয়ে পাছা লাল করে দাও হে বাংলার ব্লগার ।

পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়।

পতাকার ছবিটি পোস্ট করার পর পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে সমালোচনা শুরু হয়ে যায়। পরে পাকিস্তান হাইকমিশন কমেন্টস অপশন বন্ধ করে দেয়। এখন সেখানে কেউ কমেন্ট করতে পারছেন না।

শুধু তোলপাড় করলে হবে না দাদা রামদাওটা নিয়ে বের হও রাস্তায় ।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২২ রাত ৯:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: এদেশীয় পাকিস্তানি দের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। ওরা দেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন এখনো দেখেই চলেছে।

২৩ শে জুলাই, ২০২২ রাত ৯:১৯

শাহ আজিজ বলেছেন: ওদের নিজের অস্তিত্ব নিয়ে টানাটানি আর পতাকার ইশারা দেখায় সাহস কত । পাকিস্তান ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে সেখানে আমরা দুবেলা খেতে পারছি এটাই আল্লাহর হাজার শোকর ।

২| ২৩ শে জুলাই, ২০২২ রাত ৯:১৭

মোগল সম্রাট বলেছেন: ফাকিস্তানের হাই কমিশনে কি রামছাগলের চাষ হইতেছে?

২৩ শে জুলাই, ২০২২ রাত ৯:২০

শাহ আজিজ বলেছেন: তাইতো মনে হয় । কাল থেকে যেখানে পাকিস্তানী সেখানেই মাইর ।

৩| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১০:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশে অবস্থানকারী পাকি এবং ভারতীয় দালাদের আমি অপছন্দ করি, তবে বিশেষ করে পাকি দালাল। ইউটিউবে এ ধরনের দালাল কিছু চোখে পড়ে। তবে বলতে দ্বিধা নেই যে আমি পাকি কিছু সঙ্গীত শিল্পীর গান পছন্দ করি, কিন্তু ওতটুকুই। ব্যক্তি প্রতিভার সাথে রাষ্ট্রীয় সম্পর্ক বা স্বার্থকে এক করে দেখার অবকাশ নেই বলেই আমার মনে হয়।

বাংলাদেশে কিছু পাকি বীজ রয়ে গেছে, এদের সমূলে উৎপাটন জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে চিহ্নিত করা প্রয়োজন। আমি যতদূর জানি বাংলাদেশে আই.এস.আই. কাজ করে দূতাবাসের মাধ্যমে। দেশের রাষ্ট্রপ্রধান হতে পারলে আমি তাদের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতাম।

২৩ শে জুলাই, ২০২২ রাত ১০:২৯

শাহ আজিজ বলেছেন: তবে এই উস্কানিমুলক কার্যকলাপের শাস্তি অবশ্যই হওয়া উচিত । গান বাজনা সাহিত্য ভিন্ন বিষয় । দুই পতাকার মিলন দিয়ে কি বোঝাতে চাইল । এদের বহিস্কার করা জরুরি ।

৪| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা এখনো আছে? এখনো কীভাবে থাকে? প্রথমত, হাই কমিশনারকে ডেকে শীঘ্র এটা রিমুভ করাসহ ব্যাখ্যা চাওয়া উচিত। অন্যভাবে, বাংলাদেশের টেলি-কমিউনিকেশনস বা আইটি অথোরিটিও এটা রিমুভ করতে পারে।

সাহস দেখানোর সীমা ছাড়াইয়া ফেলছে।

২৪ শে জুলাই, ২০২২ রাত ১২:০৭

শাহ আজিজ বলেছেন: আস্কারা পাচ্ছে বলেই থাকছে ।

৫| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৬

কামাল৮০ বলেছেন: শেখ সাহেব যখন ওআইসি সম্মেলনে যায় তখন থেকেই শুরু।পাকা পোক্ত হয় ৭৫ এর পর থেকে।রামদা নিয়ে বের হবার সময় এখন আর নাই।তার পরও আশা জিইয়ে রাখতে হবে।

২৪ শে জুলাই, ২০২২ রাত ১২:০৭

শাহ আজিজ বলেছেন: তাহলে কি একে ৪৭ ????????

৬| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১২:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: ফেসবুকে বাংলাদেশী যাদের একাউন্ট আছে তারা সবাই গিয়ে তাদের মেসেজ দিন ছবিটি রিমুভ করার জন্য, অবশ্যই ভদ্রতা বজায় রেখে। তাদের বোঝানো দরকার যে বাংলাদেশী জনগণ বিষয়টা ভালোভাবে দেখছে না। পররাষ্ট্র মন্ত্রনালয় বলার পরেও তাদের এটা না সরানো এক ধরনের ধৃষ্টতা। কবিতাটা মনে আছে নিশ্চয়ই... "কুকুরের কাজ কুকুর করেছে..."

২৪ শে জুলাই, ২০২২ রাত ১২:০৯

শাহ আজিজ বলেছেন: কমেন্টস অফ করে রেখেছে ।

৭| ২৪ শে জুলাই, ২০২২ রাত ২:৫১

কালো যাদুকর বলেছেন: এগুলো কিসের আলামত? কোন বড় পরিবর্তন কিআসছে?

২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৩

শাহ আজিজ বলেছেন: হুম আমার মনেও শঙ্কা জেগেছে । নাকি একটু খুচিয়ে দেখল ।

৮| ২৪ শে জুলাই, ২০২২ রাত ৩:৪৪

জি এইস মেহেদী বলেছেন: পুর্ব বাংলা আর পশ্চিম বাংলার মধ্যে পার্থক্য সুর্য আমাদের দিকে উঠে আগে আর সন্ধ্যায় পশ্চিমে আপনি চাদ দেখতে পারেন -- বিষয়টা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই +++ পররাষ্ট্রমন্ত্রী সেদিন নিজেই বললেন পাকিস্তানের সাথে সুসম্পর্কে আরো এগিয়ে যাওয়া দরকার -- আপনার ভাষায় দালাল টা তাইলে কে এখন বুঝেন - বালের আলাপচারিতা করেন পাকিস্তানের কিছু হেটার্সের কমেন্ট পাওয়ার জন্য -- সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে - জাপান আর আমেরিকার দিকে তাকালে তো বুঝতে পারেন তাদের পুর্বের ইতিহাস আর বর্তমান ইতিহাস -- আমাদের শিক্ষা নেওয়া উচিত -- ইন্ডিয়ার দালালি করতে আইসেন না -- Fuck India

২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৮

শাহ আজিজ বলেছেন: দুঃখিত এবং ধন্যবাদ গালাগালের জন্য ।

৯| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:৫১

গফুর মিয়া১৯১ বলেছেন: দেশে অনেক সত্যিকারের সাদা মনের মানুষের অভাব। অনেকে আছে সাদা মনের উপর দাগ লাগার ভয়ে এই দেশ ছেড়ে চলে গেছেন অনেকে । নিচের ছবিটা দেখলে কিছু অনুমান করতে পারবেনদেশে অনেক সত্যিকারের সাদা মনের মানুষের অভাব। অনেকে আছে সাদা মনের উপর দাগ লাগার ভয়ে এই দেশ ছেড়ে চলে গেছেন অনেকে । নিচের ছবিটা দেখলে কিছু অনুমান করতে পারবেন

২৪ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২১

শাহ আজিজ বলেছেন: রাষ্ট্রটাকে জুয়ার টেবিল বানানোর একজন ।



পোস্টারটা প্রথম দেখলাম ।

১০| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৫

খাঁজা বাবা বলেছেন: বিশ্বরাজনীতিতে এমন হবেই, তারা আমাদের বন্ধুত্ব চায়। এটা এখন তাদের জন্য লাভজনক।
আমাদের জন্য লাভের না হলে আমরা নেব না। এতে এত হইচই এর কিছু নেই।
ব্রিটিশরা কম্পানি দিয়ে আমাদের ১০০ বছর শাসন করেছে, তাদের সাথে বন্ধুত্ব হতে পারলে, ভারত আমাদের সাথে যা করছে, তাদের সাথে বন্ধুত্ব হতে পারলে পাকিস্তানের সাথে বাধা কি?
বর্তমানটাই আসল। বর্তমানে যদি সম্পর্ক উইন উইন হয়, সামনে আগানো যেতেই পারে। যুদ্ধের পরে শেখ মুজিব ও তো পাকিস্তানে গিয়ে ভুট্টোর সাথে কোলাকুলি করেছিল। তখন সেটা আমাদের প্রয়োজন ছিল।
আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু কেউ নেই।

২৪ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৯

শাহ আজিজ বলেছেন: না , পারলাম না মানতে ।


একজন পরাজিত ফকিরের সাথে হাটতে রাজী নই আমি , যার কাছে দোয়া দরুদ আর তাব্লিগ ছাড়া আর কিছু নেই । পাকিস্তানের পাশে আরেক আগুন এসে গেছে -আফগানিস্তান অতএব আমাদের আর দুর্ভাবনা নেই । পাকিস্তান ঘণ্টা বাজিয়ে দেখল আমরা ঘুমিয়ে আছি কিনা । অনেকের সাথে বন্ধুত্ব হতে পারে শুধু পাকিস্তানের সাথে নয় , কক্ষনো ।

১১| ২৪ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৫

নতুন বলেছেন: পাকিরা আমাদের সাথে সম্র্পক ভালো করতে চাইছে তাই এইসব করছে। কিন্তু এই রকমের প্রচারনার প্রতিবাদ করা উচিত।

একটা দেশের সাথে ব্যবসায়ীক সম্পর্ক প্রফেসনাল ভাবে রাখা যেতে পারে কিন্তু পাকিস্তানের সাথে কোন বন্ধুত্ব নয়।

২৪ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫১

শাহ আজিজ বলেছেন: একটা দেশের সাথে ব্যবসায়ীক সম্পর্ক প্রফেসনাল ভাবে রাখা যেতে পারে কিন্তু পাকিস্তানের সাথে কোন বন্ধুত্ব নয়।





সহমত ।

১২| ২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৫

রানার ব্লগ বলেছেন: এটা একধরনের প্রচারনা !! বাংলাদেশের যে সকল প্রেতাত্মা রয়ে গেছে তাদেরকে সাহস দেয়ার অপচেষ্টা । পাকিস্থান আর সাপ কাউকেই বিশ্বাস করা উচিৎ না ।

২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৪

শাহ আজিজ বলেছেন: পাকি আত্মাদের দুচারটাকে দু চার ঘা না দিলে মনে শান্তি পাচ্ছি না ।


অফ দি ট্রাক ---- রিজার্ভ নিয়ে মাথা না ঘামানোর চাল কিনা ?

১৩| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খবরে দেখলাম (চ্যানেল আই), প্রতিবাদের মুখে ওটা রিমুভ করা হয়েছে।

২৪ শে জুলাই, ২০২২ রাত ৯:২৯

শাহ আজিজ বলেছেন: বিদেশ মন্ত্রী তাদের মানে পাকিদের জানালে পর পাকিরা রিমুভ করেছে । কিছু একটা ঘাপলা আছে পেছনে ।

১৪| ২৫ শে জুলাই, ২০২২ ভোর ৫:৫৬

স্প্যানকড বলেছেন: একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ।

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৮

শাহ আজিজ বলেছেন: গর্জে ওঠার আগেই ওরা কাল দুপুরে নামিয়ে নিয়েছে ।


পাকিরা আমগোরে বাজায় দেখল বাজে কিনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.