নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

উমম , পালিয়ে যাবেন না , সাড়া দিন

০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৫



‘বাবা মারা গেছে, তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি। পাত্র ঢাকার আশপাশের বাসিন্দা হলে ভালো। ব্যবসায়ী বা জব হোল্ডার, শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই। নামাজি হতে হবে। মানে একদম সাদামাটা একজন যে আম্মুর জীবনের বাকি চলার পথগুলোর সঙ্গী হবেন। বয়স ৪২-৫০ বছর হলে ভালো হয়। পাত্রীর নাম ডলি আক্তার। ২ ছেলে রয়েছে, বড় ছেলের পেশা ব্যবসা এবং ছোট ছেলের পেশা অনলাইনে ব্যবসা। পাত্রীর বয়স ৪২ বছর। পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। স্থায়ী ঠিকানা: কেরাণীগঞ্জ, ঢাকা। পারিবারিকভাবেই বিয়ে দিতে ইচ্ছুক।’

এটি ফেসবুক থেকে আহরিত । খুব কাতর স্বরে ছেলে আহবান জানাচ্ছে উপযুক্ত কাউকে বাবা ডাকবে । মাকে সে একা দেখতে বা একাকীত্বে ভুগতে দিতে রাজী নয় । কি মহান হৃদয়ের সন্তান , বাংলাদেশ এসব ছেলেকেই খুজছে ।

সামাজিক মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। নেটিজেনরা নানারকম আলোচনা করছেন সামাজিক মাধ‌্যমে। কেউ কেউ ছেলেকে প্রশংসা করে স‌্যালুট জানিয়েছেন। Bengali Sarcasm নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘এই ছেলেটিকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। এমন ছেলে প্রতিটি মায়ের কোলে জন্মাক যে তার মাকে শ্রেফ মা হিসেবে না দেখে একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হিসেবে দেখতে শিখবে। মায়ের ভালোলাগা মন্দলাগা, ইচ্ছে অনিচ্ছা, স্বাধীনতা, একাকীত্বকে যে সন্তান উপলব্ধি করতে শিখবে৷ আমি চাই সমস্ত দেশ সমস্বরে একযোগে এই ছেলেকে স‌্যালুট জানাক। এরাই আসলে সোনার ছেলে। চেইঞ্জ মেকার। যারা পরিবর্তন নিয়ে আসে। ’

তানজিনা আফরিন নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘সাধুবাদ জানাই। আমাদেরও মানসিকতা পরিবর্তন করা দরকার। সবার জীবনেই সঙ্গী দরকার। এটাই চিরন্তন, এটাই সুন্দর।’



সাদমান সাবের লিখেছেন, ‘সুন্দর সিদ্ধান্ত। বয়সকালে একজন সঙ্গীর প্রয়োজন। এটা অনেকেই বোঝে না। এরকম অনেকে একাকীত্ব জীবনযাপন করছে কিন্তু পরিবারের সদস্যরা বুঝতে পারে না তাদের কষ্ট। এজন্য মনোভাবের পরিবর্তন হওয়া দরকার। স‌্যালুট ছেলেটিকে।’

সাইফুল্লাহ আল মামুন লিখেছেন, ‘সামাজিক কুসংস্কার ধ্বংস হলো তোমার পোষ্ট থেকে। তোমার মা এমন ছেলের জন্য গর্ব করতে পারেন।’

মনজুর হোসেইন লিখেছেন, ‘ভাই তোমার জন্য হাজার কোটি সালাম জানাই।’

চমৎকার বিষয় , ব্লগারদের কেউ থাকলে সাড়া দিন , দেরি করবেন না ।

রাইজিং বি ডি থেকে

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২২ রাত ৮:২০

সাসুম বলেছেন: এমন চমৎকার পোস্টের জন্য সাধুবাদ জানাই আপনাকে।

আমাদের ব্লগে প্রচুর বহু বিবাহ লাভার এবং পলিম্যারাজ হুজুর রয়েছেন, আশা করি উনারা এগিয়ে আসবেন এমন পবিত্র কাজে।

তবে এই পোস্ট নিয়ে আমার ২ টা বিশেষ বিশ্লেষণ আছে।

১। একজন সিংগেল রমনী হিসেবে উপরোক্ত ভদ্রমহিলা হিজাব, নিকাব ছাড়া ছবি দিয়েছেন এবং লাখো নন মাহরাম উনার এই ছবি দেখে পাপের ভাগীদার হয়েছেন। এটা ইসলামের চমৎকার বরখেলাফ। উনার উচিত ছিল পরিপূর্ন আফগানিস্তানীয় স্টাইলে ছবি দেয়ার জন্য। এটা একটা অপরাধ এবং হারাম কাজ করেছেন উনি।

২। এই পয়েন্ট টা বেশ মজার। আমাদের দেশের মানুষ রা বেশি ধার্মিক কম ভাল মানুষ। এই পোস্টে লিখা পটেনশিয়াল বর কে নামাজি হতে হবে বাট পোস্টের কোথাও লিখা নেই ভাল মানুষ হতে হবে কিংবা করাপ্টেড হওয়া যাবেনা কিংবা চোর ডাকাত হওয়া যাবেনা। এই পাত্র চাই বিজ্ঞাপন হতে পারে- বাংলাদেশের বক ধার্মিক জনসাধারণের সাইকোলজি বুঝার একটা জটিল উপায়।

০২ রা আগস্ট, ২০২২ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: :P উত্তর চমৎকার ।

খোমা না দেইখা কেউ বিবাহ করে না ।

একটা জামাই কাম পোলাদের বাবা গোছাইতে একটু খোলামেলা ঠিকই আছে ।


সবাই নামাজি চায় কিন্তু সৎ মানুষ চায় না । =p~

২| ০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:০১

কামাল৮০ বলেছেন: আমরাও ভাবছি এমন একটা বিজ্ঞাপন দিব।তাহলে মেয়েটার কষ্ট কম হবে।আপনার মতামত কি।এমন বিজ্ঞান যখন খুঁজে বেড়ান।

০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:১১

শাহ আজিজ বলেছেন: নাহ , আমি খুঁজি না । তয় গার্ল ফ্রেন্ড খুজতাছি শুধু বাতচিত করনের লাইগা ।

৩| ০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:২২

মেহেদি_হাসান. বলেছেন: পাত্র খুঁজছে ভালো কথা কিন্তু তা কি পারিবারিক ভাবে করা যেতনা? এভাবে সোসাইল মিডিয়ায় আনার কি দরকার ছিল? নাকি ভাইরাল হওয়ার নেশায় চেপেছে?

০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: পোলাটার মাথায় ঘিলু কম । মিডিয়াকে দিলেই ভাল হতো । ভাইরাল অলরেডি হইয়া গেছে ।

৪| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:০২

শূন্য সারমর্ম বলেছেন:


ভাইরালের লোভ ছিলো নাকি?

০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:০৬

শাহ আজিজ বলেছেন: তাতো ছিল , আছে , থাকবে ।


আসলেই ঘটনা কি জানতে চাই ।

৫| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:১৮

অপু তানভীর বলেছেন: আমাদের সমাজে এই ব্যাপারটাকে বড় ভয়ংকর চোখে দেখা হয় ! ছেলে মেয়েরা এটা মেনেই নিতে পারে না । স্বামী/স্ত্রী মারা গেলে ছেলে মেয়েরা আশা করে বাকি জীবন যে তারা যেন একাই থাকে । অথচ একাকীত্ব কী ভয়ংকর হতে পারে সেটা কেউ বুঝতে পারে না । এটা অবশ্যই ছেলে মেয়েদের স্বাভাবিক ভাবে নেওয়া উচিৎ ।

তবে এই পোস্ট ফেসবুকে দেওয়াটা ভাল মনে হল না । মাকে বিয়ে করাতে চায়, পারিবারিক ভাবে, ঘটকের মাধ্যমে করাই শ্রেয় ছিল ! আমি বিয়ে করতে চাইলে এখন যদি ফেসবুক পাব্লিক গ্রুপে বিয়ে করতে চাই পাত্রী চাই এই টাইপের পোস্ট দেওয়াটা কি সমীচীন মনে হবে?

০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:২৮

শাহ আজিজ বলেছেন: পোলারা যে জিঞ্জিরার ওভারস্মার্ট তাই বুঝাইল । ওরা নতুন কিছু একটা করতে চাইছে । ওদের ব্যাবসা ফুলে ফেপে উঠবে , পরিচিতি বাড়বে ।

৬| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ফেসবুকে দেখেছি, পড়িনি।

০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:৩১

শাহ আজিজ বলেছেন: এইখানে পড়লাতো , ওতেই হবে । তাছাড়া তুমি তো ক্যান্ডিডেট না :P

৭| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:১৮

শেরজা তপন বলেছেন: ~আপনার বয়স আর শিক্ষাগত যোগ্যতাটা একটু বেশি হয়ে যাচ্ছে :`>

০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:২৮

শাহ আজিজ বলেছেন: আমি এসব নিয়ে ভাবি না এখন ।

৮| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:৩২

শেরজা তপন বলেছেন: রাগ করলেন না-তো? মজা করলাম

মন্তব্যটা করে আমি খানিকটা বিব্রতবোধ করছিলাম। #:-S

০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:৪১

শাহ আজিজ বলেছেন: মজাই পাইছি , রাগ হব কেন ? :-B

৯| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:৩৫

জ্যাকেল বলেছেন: যাক, আপনের মনে খায়েশ কম বেশি আছে যা লুকোতে চাইতেছেন। হাঃ হাঃ হাঃ =p~

অপ্রাসংগিক মন্তব্যঃ(দুখিতঃ)
গালি দেওয়া ভালো না তবে খাঃ পোঃ বলার ইচ্ছাটা বড় কষ্টে সংবরণ করলাম কতিপয় অমানুষের কান্ড দেখে। যেকোন ছুতোয় এরা ইসলাম ও মুসলমানদের টেনে এনে নিজেদের এলার্জির পরিচয় দেয়। এদের জন্য লানত!!

০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:৪৪

শাহ আজিজ বলেছেন: :P আমি দেখতেছি ব্লগাররা কি বলে ।



অঙ্গ হেলে গেছে , বিশ্রাম নিচ্ছে ।

১০| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটা ব্যতিক্রমি নিউজ চোখে পড়ল। সমাজ মনে হয় চেঞ্জ হচ্ছে আগের তুলনায়।

০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:০১

শাহ আজিজ বলেছেন: সমাজ অনেক চেঞ্জ হয়ে গেছে যা আমরা জানিনা । যাই হোক ভদ্রমহিলা সঙ্গী নিয়ে বাচতে চাওয়ায় আমি কোন অপরাধ দেখিনা , এটা তার রাইট ।

১১| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অঙ্গ যখন হেলে গেছে তখন এসব দেখে লাভ কি? :D তারচেয়ে ভালো বিশ্রাম করুন।

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৪

শাহ আজিজ বলেছেন: হেলে গেলেই দেখতে ভাল লাগে , মনে হয় কি যেন হারিয়েছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.