নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ পরিমনি একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছে । বি ডি ২৪ এই খবর ছাপিয়েছে ।
করোনার সময়ে একটি ক্লাবে পরিমনি বনাম ক্লাব মেম্বারদের ঝগড়া ঝাটির সময়ে আমি পরিমনিকে চিনি । তার নাম জানতাম না এবং তার অভিনীত কোন সিনেমা দেখা হয় নাই । প্রতিদিন নিউজ হতে হতে আমি লক্ষ্য করলাম পরিমনি এতই সুন্দরী যে তার কাছাকাছি কোন নায়িকা ইন্ডাস্ট্রিতে নেই । আমি শিল্পী মানুষ সুন্দরকে সুন্দর বলি । এরপর বিয়ে , গর্ভ ধারন , এবং অপেক্ষা । আজ ১০ আগস্ট পরি শিশুসন্তানের মা হয়েছে । প্রথম সন্তানের টেনশন বেশি থাকে । যাহোক অনেক ঝড়ঝাপটার মধ্যেও পরির সন্তান হয়েছে এটা সুখবর । অভিনন্দন পরি এবং রাজকে ।
১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৮
শাহ আজিজ বলেছেন: আমি কোন ক্লাব মেম্বর না এবং ঢাকাতে কোন ক্লাবে যাইনা ।
২| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: ওকে অসভ্য বেয়াদবরা অনেক গালি দেয় নায়িকা হওয়ার অপরাধে।
১১ ই আগস্ট, ২০২২ রাত ১২:১২
শাহ আজিজ বলেছেন: দেবেই তো , এই অনেক কোন কামের না ।
৩| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১২:৫৪
স্প্যানকড বলেছেন: নব জাতকের জন্য দোয়া রইল। ভালো থাকবেন।
১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১৩
শাহ আজিজ বলেছেন: আমাদের সবার দোয়ায় শিশু রাজ বেড়ে উঠুক , ভাল থাকুক ।
৪| ১১ ই আগস্ট, ২০২২ রাত ৩:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পরীমনিকে ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
পরীমনির 'মহুয়া সুন্দরী' টিভিতে দেখেছিলাম। এখানে তার অভিনয় এবং সার্বিক ভাবে ছবিটি ছিল মোটামুটি মানের। তবে তাঁর 'স্বপ্নজাল' ছবিতে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। খুব ন্যাচারাল অভিনয়। দেখতেও সুন্দরী। 'বিশ্বসুন্দরী' সিনেমাও টিভিতে দেখেছি। উদ্ভট, গল্পে গোঁজামিল সর্বস্ব ছবি। পরীমনি এই ছবিতে মোটামুটি ভালো। তবে, আলোচনা, সমালোচনা, জনপ্রিয়তা, অভিনয়, সবকিছু মিলিয়ে পরীমনি বর্তমানে বাংলাদেশ সিনেমিডিয়ায় লিস্ট টপে আছেন। ফেইসবুকে সেলিব্রেটিদের জনপ্রিয়তা - ফিমেইল এপিসোড
পরীমনির এই জামাই কি অভিনেতা নাকি? পরীমনির জামাইকে চিনি না বলে স্ত্রীর কাছে কিছুদিন আগে ভর্ৎসৃত হয়েছি
১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১১
শাহ আজিজ বলেছেন: আমিও চিনতাম না , হটাত করেই ইন এবং জায়গা জুড়ে বসা । খোদ পরিমনিকেই চিনেছি ক্লাবে গোলযোগের পর ।
যাক ভালই চলছে ওদের জীবন । ভাল থাকুক ওরা ।
৫| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শিল্পীর চোখে সৌন্দর্য যতটা ধরা পরে অন্যরা সেভাবে ধরতে পারেনা।
১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: হুম , সহমত ।
৬| ১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৬
মোগল বলেছেন: আপনি একজন বয়ষ্ক লুচ
১১ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২২
শাহ আজিজ বলেছেন: আবে তর মায়েরে জিগাইস
৭| ১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৯
অক্পটে বলেছেন: পরিমণি ও রাজের সম্পর্কটা টিকে থাক। এটা আমার চাওয়া। এই লাইনেতো ছাড়া ছাড়ির ছড়াছড়ি।
১১ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৩
শাহ আজিজ বলেছেন: এই সম্পর্কটা মনে হয় টিকবে না ।
৮| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 'স্বপ্নজাল' ছবিতে তাঁর অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। নব জাতকের জন্য দোয়া রইল। পৃথিবীর আলো সমীচীন হোক!
১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৫
শাহ আজিজ বলেছেন: আমি পরির অভিনীত ছবি দেখিনি তাই তার অভিনয় গুন নিয়ে বলতে পারব না , বলতে পারব গভীর রাতে বারে গিয়ে নখড়া কি করে করতে হয় । বাচ্চার ছবি দেখলাম মিডিয়াতে ।
৯| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪০
রায়হান চৌঃ বলেছেন: বাজি ধরে বলতে পারি, পরিমনির ডিমে ভ্রুন হতে শুরু করে ভুমিষ্ট হওয়া পর্যত এ বাচ্ছা যতবার নিউজ কাভারেজ পেয়েছে, মনে হয় না দুনিযার আর কোন নিউজ এতা টা কাভারেজে আসতে পেরেছে.............
মন্তব্য: তবে কি সাংবাদিক মানে ই চটি লিখক ?
১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৭
শাহ আজিজ বলেছেন: হ্যা , গোটা মিডিয়াকে নাড়া দেওয়া মেয়ে পরিমনি ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫০
কামাল৮০ বলেছেন: আপনিও ছিলেন ঐ মেম্বারদের দলে।