নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্লস কিনব বলে লাজে যাচ্ছি । স্টুডিওর সামনে সিংহের ওপর চড়ে বসলো বিলাই । দুর্দান্ত সিকোয়েন্স , অতএব ক্লিক অ্যান্ড ক্লিক । বিলাইটা আমায় স্থির হয়ে মডেল দিলো । ফেরত আসার সময় দেখি নেই , ভেগে গেছে বা কেউ ভাগিয়ে দিয়েছে , নাহলে বিলাইকে কিছু খাওয়ার প্রস্তাব দিতাম , আহা বেচারা ।
রূপনগর , মিরপুর ৭
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০২
শাহ আজিজ বলেছেন: হুম, ব্যাপারটা বেশ মজার ছিল ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আরো কয়েকটা ছবি তুলতে পারতেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৩
শাহ আজিজ বলেছেন: এই কয়েকটা তুল্লাম আর কি ।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৩
মিরোরডডল বলেছেন:
কিউট ।
বিল্লুটা ভরসা পেয়েছে ওখানে বসে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪০
শাহ আজিজ বলেছেন: চারিদিকে বর্ষার পানি , ভেজা , তাই সিংহের পিঠেই যত সুখ ।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অই কিউট বিলাই
আয় তরে ধইরা কিলাই
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪১
শাহ আজিজ বলেছেন: কিলানোর আগেই গায়েব ।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৪৯
কামাল৮০ বলেছেন: আমার বাসার পাশেই একটা বিরাট বড় মাঠ। মাঠের চার দিকে গোল করে হাঁটার রাস্তা।অনেকে কুকুর নিয়ে গাছে।কোন কোঁত কুকুর বিরাট বড় আবার কোন কোনটা বিড়ালের থেকে ছোট।ছোট কুকুর গুলো বড় কুকুর দেখলে এই মারে তো সেই মারে ।মালিক কোন রকমে ধরে রাখে।ছোট কুকুরটা এমন আচরন কেন করে।আর এই বিড়ল দিব্যি সিংহের পিঠে চড়ে বসে আছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১০
শাহ আজিজ বলেছেন: ছোট কুকুরগুলো বড় কুকুরের সামনে হাক ডাক দিয়ে নিজের সাহস জোগায় । এই বিড়ালটা বেশ শান্ত হয়ে বসেছিল । শত চেষ্টা করলেও এই সিকোয়েন্স আমি পারতাম না তৈরি করতে । অতএব ক্লিক ।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৫৩
কামাল৮০ বলেছেন: আসে লিখলে গাছে হয় এই প্রথম দেখলাম।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫০
অপ্সরা বলেছেন: বিড়ালের পিঠে ইঁদুর উঠলে কেমন হত ভাবছি!
১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৩
শাহ আজিজ বলেছেন: ঐ কাম ইদুর কক্ষনো করবে না ।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৮
অঙ্গনা বলেছেন: শেড ছিল তাই না ?
এম্নিতেই বেড়াল পানি পছন্দ করে না। সব সময় কিন্তু এরা নিজেদের সুবিধা খুঁজেই নেয় ।
ব্যাপারটা অনেক ইঞ্জয় করি ওদের ফলো করে।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৫
শাহ আজিজ বলেছেন: হ্যা শেড আছে । আমি লক্ষ্য করলাম নিচে ফুটপাথ ভেজা কিন্তু সিংহের ওপরটা শুকনা । বেশ আরামেই বসেছিল , কে ভাগালো জানিনা ।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৪
সোনালি কাবিন বলেছেন: কিউট ছবি ।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
বড় প্রানীর উপরে ছোট প্রানী উঠলে দেখতে ভালো লাগে।