নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

রানীর শবযাত্রা ছবির এ্যালবাম

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১২




ব্রিটিশ রাজ পরিবারের তিনটি ইভেন্ট দেখার সৌভাগ্য হয়েছে । ৭৭ সালে চার্লস আর ডায়নার বিয়ের শোভাযাত্রা , দীর্ঘ সময় নিয়ে , বালিশ এনে টিভির সামনে কার্পেটে শুয়ে দেখেছি । এরপর ডায়নার হটাত মৃত্যু এবং তা নিয়েও লম্বা মিছিল রাজপুরুষদের । সবশেষ ব্রিটেনের রানীর মৃত্যু । গত কয়েকদিন ধরেই টি ভি আর পিসিতে বসে দেখছি কি হয় রাজা রানীর মৃত্যু হলে । তো দেখুন ছোট এ্যালবাম । আপনারা কেউ ছবি পোস্ট করতে চাইলে তা করতে পারেন ।









































ছবিঃদি ডেইলি মেইল এবং ইত্তেফাক

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: অর্থ আর ক্ষমতার কি ভয়ঙ্কর অপচয়!!!!
যদি এমন হোত মঙ্গল টোঙ্গোলে নিয়ে গিয়ে রাণীর কবর দিলে ডাইরেক্ট স্বর্গ-বাসী হইবেন, তাহতে তা-ই করা হোত।

তবে আপনার ছবি পোস্ট নিয়ে কোন কথা নাই :

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৪

শাহ আজিজ বলেছেন: ব্যাপক ব্যায়বহুল । লুট করা অর্থ খরচ তো করতেই হবে ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৫

কামাল৮০ বলেছেন: দাঁড়ানো থেকে একজনের পড়ে যাওয়া দেখলাম।আপনিতো ফলো করেন শেষে কি হলো।সেটাই ছিলো দেখার মতো ছবি।আমি পুরা অনুষ্ঠান দেখি নাই।যারা রাজন্ত্রের ভক্ত তাদের জন্য দেখার মতো অনুষ্ঠান।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২২

শাহ আজিজ বলেছেন: পড়ে যাওয়াটা আমিও দেখেছি কিন্তু তার কোন খবর আর পাই নাই । পত্রিকাগুলো এটাকে মানে ভিজিল সিস্টেমকে নিষ্ঠুর বলেছে । আর এক পত্রিকা তাকে রানীর ভাইপো বলেছে । আর জানিনা কিছু । আমি রাজভক্ত নই তবে খুব আগ্রহী ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা দেখি নি। বিভিন্ন সময়ে চ্যানেল স্ক্যানিঙের সময় যতটুকু দেখেছি আর কী। ডায়ানারটা পুরা দেখেছিলাম। এই খরচ কে দেয়?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৪

শাহ আজিজ বলেছেন: রানীর সঞ্চয় থেকে এবং জনগনের দেওয়া কর থেকে ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৯

জগতারন বলেছেন:

চাঁদ গাজী ও রাজিব নূর
ছাড়া এই "সামু" ব্লক আর আমার আগের মতো লাগে না ।
তাহারা আবার এইখানেই আসিলে খুব ভালো হইতো ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১১

শাহ আজিজ বলেছেন: :P

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:২৩

সোহানী বলেছেন: হুম একটা উপকার হইছে আমার, একদিন সরকারি ছুটি পাইছি....... :P

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: =p~ মাত্র একদিন , আমি ভাবছিলাম কয়েকটা দিন দিবে , আফটার অল কানাডা ইংল্যান্ডের শাসনে ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.