নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৩
শাহ আজিজ বলেছেন: অ্যামনেস্টি এক লাইনে তা জানিয়ে দিলো ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩৪
ঢাবিয়ান বলেছেন: সবচেয়ে বড় ভন্ডামি হচ্ছে ধর্মের নাম দিয়ে পর্দাপ্রথা আরোপ । পবিত্র কুরআনে নারীদের শালীন পোষাকের কথা বলা আছে , হিজাব বা বোরখার কথা বলা নাই। বোরখা , হিজাব ইসলামি পোষাক নয়। মধ্যপ্রাচ্যের মহিলারা ইসলাম আসার শত শত বছর আগে থেকেই এই পোষাক পরিধান করত। আবহাওয়া ও প্রাচীন আমলে আইন শৃংখলা সিস্টেম না থাকার কারনে এই ধরনের পোষাকের প্রচলন ছিল। নবীজির মৃত্যূর কয়েক শত বছর পর হাদিস আবিষ্কৃত হয় এবং এই হাদিসের নাম দিয়ে অনেক ধর্মীয় বিধান সমাজের ওপড় চাপানো হয়। ইদানিং হাদিস নিয়ে তাই জোড় বিতর্ক শুরু হয়েছে।
অ্যামনেস্টি যতই বলুক না কেন যে পোষাক নির্বাচন নারীদের নিজস্ব অধিকার , কিন্ত আদতে তা স্রেফ মুখের কথাই থেকে যাবে। কারন নারীদের পোষাক নির্ধারন করে সমাজ এবং পরিবার । নারীরাও মুখে মুখে বলবে যে সে স্বইচ্ছায় এসব পড়ছে। তাই ধর্মীয় বিধান নামের যেসব ভন্ডামি সমাজে চালু আছে তার বিরুদ্ধে সরব হতে হবে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭
শাহ আজিজ বলেছেন: সুবচনের জন্য ধন্যবাদ ঢাবিয়ান । তাকরিম , গাদা ফুল আর মোল্লা নিয়ে ব্যাস্ত আছি । গাদা ফুল তো হিন্দু ফুল , তাই না ?
আমাদের মা বোন কন্যা যা পরে তা যথেষ্ট রুচিশীল । আমি তাদের কখনো নগ্ন করে এমন কিছু পরতে দেখিনি । বাংলার সহজ সরল জীবনটাকে তচনছ করতে চাইছে এই পাকি চোষা মুমিনরা । চলতি সরকারের আমলে তারা ডিক্রি পেয়েছে এক ধাপ । আল্লাহর কসম দেশটাকে আফগানিস্তান বানাইস না মর্দে মুমিনগন ।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৩
কামাল৮০ বলেছেন: ঢাকার রাজপথে প্রকাশ্যে ঘোষণা দেয় বাংলা হবে আফগান আমরা হবো তালেবান,তখন আর বাকি থাকে কি।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২
শাহ আজিজ বলেছেন: অসৎ রাজনিতিকরা এর জন্য দায়ী ।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৩
অপু তানভীর বলেছেন: একজন লোক একটা মেয়েকে থাপ্পড় মেরে চলে যাচ্ছিলো তারপর পাবলিক ধরে তাকে সেই মাইর দিল ! দৌড়েও কুল পেল না ।
টঈটারে এই দৃশ্যটা দেখে সেই ভাল লাগলো !
সমস্যা হচ্ছে আমাদের দেশে এই থাপ্পড় মারার লোকের অভাব নেই কিন্তু প্রতিবাদের পাব্লিক গুলোর অভাব আছে বড় !
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: আমিও দেখেছি , ভাল লেগেছে মাইরের ধরন দেইখা । আমাদের শক্ত হয়ে লড়তে হবে ।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৭
অপ্সরা বলেছেন: একদম ঠিক!
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ অপ্সরা ।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: কে কি পোশাক পড়বে, কোন বিষয়বস্তুর উপর লিখবে তা কেউ ঠিক করে না দিক।