নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেট থেকে
দেশের প্রায় ১ কোটি ফেসবুকার জেনে গেছেন মরিয়ম মান্নান এবং কথিত মায়ের অপহরন কাহিনী । একটা পচে যাওয়া লাশকে নিজের মায়ের বলে প্রতিপক্ষকে প্রায় ফাসিয়ে দিয়েছিল যদিনা পুলিশ আধুনিক প্রকৌশল দ্বারা মরিয়মের মায়ের সঠিক অবস্থান জানতে না পারত । মরিয়মের মাকে ফরিদপুরের একটি গ্রাম থেকে উদ্ধার করেছে যে তখন আশ্রয়দাতার পরিবারের সাথে খোশ গল্পে মেতে ছিল । আর মরিয়ম পড়ে ছিল ময়মনসিংহ থানায় ডি এন এ টেস্টের অপেক্ষায় । একটি পচে যাওয়া লাশকে নিজের মায়ের লাশ বলে বেশ উপযুক্ত ক্ষেত্র তৈরি করেছিল মা এবং মেয়ে মিলে । আধুনিক প্রুযুক্তি বাঁধা হয়ে গেল তাদের এই ফাঁসানো প্রকল্পটিকে । খুলনার দৌলতপুরের মরিয়ম ও তার মা এখন পুলিশের হেফাজতে । পুলিশ চাইলেই অনেক কিছু করতে পারে তা প্রমান হল এই প্রকল্পের হেলে পড়া গাথুনি দেখে । দেশের আরও অনেক গুম খুনের গল্প মাথা চাড়া দিয়ে উঠবে । জানা যাবে আরও ইতিহাস । ফকরুলকে কেউ বলেন যে এই মেয়ে চলমান বি এন পির আন্দোলনে শীর্ষ নেত্রি হিসাবে ভালই পারফর্ম করবে ।
আল্লাহ ভরসা ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৭
শাহ আজিজ বলেছেন: ডি এন এ টেস্ট কয়েকদিন সময় নেয় । এখন এমনিতেই ফেসে গেছে । শাস্তি হওয়া দরকার এদের ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন:
ছবি কার্টিসি - এইডা কিছু হইলো?
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: হা হা হা , চরম হইসে ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৮
জগতারন বলেছেন:
পুলিশ চাইলেই অনেক কিছু করতে পারে তা প্রমান হল এই প্রকল্পের হেলে পড়া গাথুনি দেখে।
দেশের আরও অনেক গুম খুনের গল্প মাথা চাড়া দিয়ে উঠবে।
জানা যাবে আরও ইতিহাস।
ফকরুলকে কেউ বলেন যে এই মেয়ে চলমান বি এন পির আন্দোলনে শীর্ষ নেত্রি হিসাবে ভালই পারফর্ম করবে।
প্রথম লাইক।
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৩
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জগতারন ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: গাজী ভাই ধন্যবাদ , ভাল থাকবেন ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: @সোনাগাজী
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১২
কামাল৮০ বলেছেন: অবশেষে ধরাখেলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৭
শাহ আজিজ বলেছেন: এরা নিজেদের খুব চালাক মনে করত , শেষে ধরা খেল ।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি বিষয়টা এখনো ক্লিয়ার না। মেয়ে কি জানতো, তার মা পালিয়ে আত্মগোপনে আছে? এমনও তো হতে পারে, মা আত্মগোপনে ছিল, কিন্তু মেয়ে ভেবেছে তার মা গুম হয়েছে। লাশ দেখে আবেগে বলে ফেলেছে ওটাই তার মা। নাকি বাই দিস টাইম নেয়েটা সব সাজানো নাটক - এটা ফাঁস করে দিয়েছে?
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫২
শাহ আজিজ বলেছেন: কাউকে ফাসাতে মায়ের সাথে মেয়েও হাত মিলিয়েছিল বলে পড়েছি পত্রিকায় । তদন্ত শেষে সব জানা যাবে ।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৩
আমি নই বলেছেন: পুলিশকে বেশি ক্রেডিট দিয়ে ফেললেন, মুল ক্রেডিট পাওয়া উচিৎ যে বাড়ীতে গিয়ে উঠেছিল ঐ বাড়ীর জামাই আর ভাগনে। তারাই মায়ের ছবি ফেসবুকে দেখে স্থানীয় মেম্বারের মাধমে খুলনার ঐ এলাকার কাউন্সিলরকে জানায় এবং ঐ কাউন্সিলর পুলিশকে জানায়। পরে স্থানীয় মেম্বারের সহযোগীতায় তাকে আটক করা হয়।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০১
শাহ আজিজ বলেছেন: আমি অবশ্য এটা জানতাম না , ধন্যবাদ ।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১
আমি ব্লগার হইছি! বলেছেন: এই মেয়ের তো আসলেই বিএনপিতে বড় পদ পাওয়ার সম্ভাবনা ছিলো।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০১
শাহ আজিজ বলেছেন:
হিসাব ঠিক আছে না ??
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৩
শেরজা তপন বলেছেন: দেখলাম গতকাল- ডি এন এ টেস্টেই তো ফেঁসে যেত