নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেট
অন্তর্বাস বা ব্রা না পরার কারণে’ এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে মন্তব্য করে এ নিয়ম চালু করেছে পিআইএ কর্তৃপক্ষ। বিমানবালা বা কেবিন ক্রুদের ‘ঠিকঠাক’ পোশাক পরার এক অদ্ভুত নির্দেশনা দিয়েছে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্স (পিআইএ), যেখানে অন্তর্বাস পরা করা হয়েছে ‘বাধ্যতামূলক’। অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, “খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু কেবিন ক্রু ভ্রমণের সময়, হোটেলে থাকা এবং বিভিন্ন জায়গায় যাওয়ার সময় ক্যাজুয়ালি পোশাক পরছেন। এভাবে পোশাক পরার কারণে কেবল তাদের ওপর নয়, এয়ারলাইন্সের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। গোটা সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।” হা হা হা । নির্দেশনায় বলা হয়েছে যে, “নারী এবং পুরুষ উভয়েরই দেশের সংস্কৃতি এবং জাতীয় নৈতিকতার মানদণ্ড অনুযায়ী পোশাক পরা বাঞ্ছনীয়।”
পাকিরা ঠিক কিভাবে চেক করবে তা কিন্তু বলেনি একদম ।
বিডি নিউজ ২৪ ডট কম
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০১
শাহ আজিজ বলেছেন: হয়ত দারোয়ানরা হাতাইয়া গ্রিন সিগন্যাল দিব হা হা হা ।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৯
কামাল৮০ বলেছেন: পেন্টির কথা কিছু বলেনাই।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০২
শাহ আজিজ বলেছেন: অপেক্ষা করুন প্রসেস হচ্ছে ।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার মনে হয় এখানেও আলাদা কোন কর্তৃপক্ষ থাকবে এইসব দেখবার ।
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৩
শাহ আজিজ বলেছেন: পাকিরা যে বদের বদ , চেক করতে গিয়া শাকিব খান না হইয়া যায়
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ওখানে তো খানের অভাব নেই । হলেও হতে পারে !!!
৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৫
শাহ আজিজ বলেছেন: হা হা হা , পাকিস্তান রেপের জায়গা ।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৪
শেরজা তপন বলেছেন: আপনি পারেন বটে! ওগুলো ছাড়া কম্ফোর্ট ফিল করলে পরার দরকার কি- এখন তো সবার চোখ ঘুরে ফিরে ওইদিকে যাবে
০১ লা অক্টোবর, ২০২২ সকাল ৯:১১
শাহ আজিজ বলেছেন: পাকি জেনারেশন কমফোরট ফিল করে না ওগুলো ছাড়া ।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবারই অন্তর্বাস পরা উচিত। আমি লুঙ্গি ও টি-শার্ট বা পোলো শার্টে অন্তর্বাস পরি না, তবে, ট্রাউজার, পায়জামা, শার্ট পাঞ্জাবির সাথে পরি। বিমান বালারা কেন এত ক্যাজুয়াল হলো?
স্ক্যানারের ভিতর দিয়ে তাদেরকে ক্রস করাইলেই হবে
০১ লা অক্টোবর, ২০২২ সকাল ৯:১২
শাহ আজিজ বলেছেন: স্ক্যানারে ব্রা বোঝা যায় না ।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
এই সব নিয়ে আইন করার দরকারটা কি তাই বুঝি না!!
০১ লা অক্টোবর, ২০২২ সকাল ৯:১৩
শাহ আজিজ বলেছেন: পাইলটরা অস্বস্তিতে ভোগে তাই ।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আর কদিন পর কিছুই পড়বে না।
০১ লা অক্টোবর, ২০২২ সকাল ৯:১৪
শাহ আজিজ বলেছেন: ছিঃ তাই কি হয় ? আফটার অল ইসলামিক রিপাবলিক ।
৯| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:১০
একলব্য২১ বলেছেন: লেখা আর কমেন্ট পড়ে অনেক হাসলাম । প্রাণ খুলে হাসানো জন্য আপনাকে ধন্যবাদ শাহ আজিজ ভাই। তবে খাইবার পাখটুনখোয়ার পাঠানদের নিয়ে আবার অন্য রকমের গল্প শুনি এরা নাকি সমকামী হয়। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে স্বদেশী আন্দোলনকারীদের পাহারা দিত এই খানরা। তারা নাকি কয়েদিদের রেপ করতো।
০১ লা অক্টোবর, ২০২২ সকাল ৯:১৬
শাহ আজিজ বলেছেন: পাকিস্তানের ট্রাক ড্রাইভাররা সাথে একজন কমফোরট বালক নিয়ে ঘোরে ।
১০| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:১৪
সোহানী বলেছেন: একজন মেয়ে ব্লগারের ও কমেন্ট নাই ...........।
০১ লা অক্টোবর, ২০২২ সকাল ৯:১৭
শাহ আজিজ বলেছেন: হুম তাইতো , তুমি বাদে --------------
১১| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিতে যে ড্রেস দেখাচ্ছে; এমন ড্রেস পরলে তো কিছু বোঝা যাওয়ার কথা না। আলাদাভাবে অন্তর্বাস ব্যবহারের কার্যকারিতা কী?
০১ লা অক্টোবর, ২০২২ সকাল ৯:১৮
শাহ আজিজ বলেছেন: পাকিদের অন্তচক্ষু বড্ড শার্প , এক্কেবারে এক্স রে আই ।
১২| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:২৫
কাছের-মানুষ বলেছেন: পাকিস্তানের মেয়েগুলো সুন্দর হয়।
০১ লা অক্টোবর, ২০২২ সকাল ৯:১৯
শাহ আজিজ বলেছেন: হ্যা তা বটে ।
১৩| ০১ লা অক্টোবর, ২০২২ ভোর ৪:২৬
সংকীর্ণ হৃদয় বলেছেন: ওই দিকে ইরানে চুল না ঢাকার কারণে মেরে ফেলেছে! আচ্ছা পুরুষের অন্ডকোষ ঢেকে রাখার জন্য অন্তর্বাস পরা হয় কিনা, সেটা বোধহয় দেখার কোনো অথরিটি নেই।
০১ লা অক্টোবর, ২০২২ সকাল ৯:২০
শাহ আজিজ বলেছেন: পুরুষদের জন্য সাতখুন মাপ ।
১৪| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৯
একলব্য২১ বলেছেন: পাকিস্তানের মেয়েগুলো সুন্দর হয়।
আমার একজন পাকিস্তানি বন্ধু বলে পাকিস্তানি মেয়েরা সুন্দর বাট ড্রাই। চেহারায় লাবণ্যতা নাই।
০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৬
শাহ আজিজ বলেছেন: আপনার বন্ধু মন্দ বলেননি । এইজন্য পাকি পুরুষ ভারতীয় নারীদের প্রতি বড়ই দুর্বল , কি জানে কি মধু আছে যাতে ভেজা ভাবটা থাকে ।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: হা হা হা। আমি ভাবছিলাম যে এই বিষয়ে একটা পোস্ট দিব। পরে ভাবলাম বিষয়টা একটু সংবেদনশীল। তাই ঐ চিন্তা বাদ দিয়েছিলাম।
অন্তর্বাস ঠিক মত পরে না এটা যেভাবে ওরা বুঝতে পেড়েছে। একই পদ্ধতিতে ঠিকভাবে পড়ছে কি না সেটাও পাকিরা বুঝে যাবে মনে হচ্ছে।
আবার উন্নত কোন প্রযুক্তিও থাকতে পারে এটা ধরার জন্য।