নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৪১
শাহ আজিজ বলেছেন: খেয়েছি মাগার কামে দিতাছে না ।
২| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: চায়ে একটু আদা দিয়েন, আশা করি ভালো ফল পাবেন। যারা দেশ চালান তাঁদেরকে অনেক হিসাব মিলাতে হয়।
১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৪২
শাহ আজিজ বলেছেন: আদার অনেক দাম দাদা -------------------------
৩| ১৯ শে অক্টোবর, ২০২২ ভোর ৫:৪০
কবিতা ক্থ্য বলেছেন: আপনি কি বাংলাদেশে বাস করেন?
১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৪
শাহ আজিজ বলেছেন: আপনার কথা শুনে বাইরে গিয়ে চেক করলাম , হ্যা আমি দেশেই আছি --------
৪| ১৯ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:১৭
সোহানী বলেছেন: কি চমৎকার দেখা গেল!!!!!!!
১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৫
শাহ আজিজ বলেছেন: যা কিছু দেখতাছি তাইই মচতকার লাগতেছে
৫| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৬
বাংলার এয়ানা বলেছেন: বাকহীন কেন? প্রধান মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এই বাড়ি নির্মান হচ্ছে যাতে উচ্চ ফনলশীন চাষাবাদ করা যায়, যেমান সুইমিং পুলে মাছ চাষ ও ছাদে ছাদ বাগান।
১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৬
শাহ আজিজ বলেছেন: বাহ বাহ কি আইডিয়া , কই যাই
৬| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:১১
মোগল বলেছেন: চলেন নৌকায় ভোট দেই
১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৮
শাহ আজিজ বলেছেন: ৭০ সাল থেকে নৌকায় ভোট দিতে দিতে টায়ার্ড , জিরাইতে চাই
৭| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: হিংসা নেন কে উন্নয়ত হচ্ছে না---------
১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০২
শাহ আজিজ বলেছেন: আমরা তো অস্বীকার করছি না
৮| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১১
জুল ভার্ন বলেছেন: "মারিত গণ্ডার, লুটিতো ভাণ্ডার"
"ওলোট পালোট করে দে মা, লুটেপুটে খাই"- প্রবাদ দুটোর স্বার্থক রুপায়ণ!
১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৩
শাহ আজিজ বলেছেন: আমলাদের খুশি রাখা অতি প্রয়োজনীয় বিষয় ।
৯| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাংলাদেশের অবক্ষয় শুরু হয়েছিলো, সরকারী কর্মচারিদের বেতন ১০০% বাড়ানোর মধ্যে দিয়ে । বেতন ১০০% বাড়ানোর পেছনে যুক্তি ছিলো তাতে ঘুষ বন্ধ হয়ে যাবে । কিন্তু ফল হয়েছে উল্টো । এখন ঘুষ ছাড়া আর কিছু হয় না । ঘুষের টাকায় আমলারা বেশ্যা পাড়ার মতো বেগম পাড়া গড়ে তুলেছে । জনগন রুক্ষে না দাড়ালে কোন পরিবর্তন সংশোধন হবে না ।
১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৪
শাহ আজিজ বলেছেন: আমি নির্বাক
১০| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৩
কবিতা ক্থ্য বলেছেন: বাংলাদেশে থাকতে হলে ইহাকেই স্বাভাবিক মনে করে থাকতে হবে।
চোখ, কান এবং মুখ বন্ধ রাখতে হবে।
অন্যথায়, আপনার অবস্হান ১,৪৪,০০০ বর্গকিলোমিটারের বাইরেনিয়ে যেতে হবে।
পছন্দ আপনার।
১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৬
শাহ আজিজ বলেছেন: এক লাখ চুয়াল্ল্লিশ হাজার ?? কমানো যায় না ---------------------------?????
১১| ২০ শে অক্টোবর, ২০২২ ভোর ৪:২৮
কবিতা ক্থ্য বলেছেন: না।
কোনো ভাবেই সম্ভব না।
২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০৩
শাহ আজিজ বলেছেন: গাঁটটি বোচকা বাইন্ধা নাস্তা খাইয়া লই
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৯
সোনাগাজী বলেছেন:
চা খান, কথা বলতে পারবেন।