নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ঋষি সুনাক - একজন ভারতীয় দাস পুত্র

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৮:১০





অবশেষে একজন ভারতীয় দাসের পুত্র তাদের পূর্বতন পুরুষদের উপর নির্মম শাসনকারি ব্রিটিশদের প্রধানমন্ত্রীর চেয়ার নিতে যাচ্ছে । আজ বাকিংহাম প্যালেসে প্রথা অনুযায়ী রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ঋষি সুনাককে তার মন্ত্রীসভা গঠনের নির্দেশ দেন । এটা বেশ চমকিত করার মত খবর হলেও তার আগের চমক দেখিয়েছেন আরেক দাসী কন্যা কমলা হ্যারিস । মরিশাস হোক বা গায়ানা, আয়ারল্যান্ড হোক বা পর্তুগাল কিংবা ফিজি - ভারতীয় বংশোদ্ভূত নেতাদের একটা দীর্ঘ তালিকা আছে যারা এইসব দেশগুলোর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে থেকেছেন। নিষ্ঠা , যোগ্যতা , দেশপ্রেম সমুহ গুনের জন্য তারা সবাই উচু চেয়ারে বসে ভারতের সুনাম কুড়িয়েছেন । ঋষি করোনার আগ দিয়ে ব্রিটেনের অর্থ মন্ত্রনালয়ের দায়িত্ব নিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন । এক সময় আমরাও ভারতীয় ছিলাম বা আমাদের পিতা মাতা ও আগের বংশবলী দাস গোত্রের লোক ছিল । আমরা স্বাধীন বাংলাদেশ গড়ে সেই নাম মুছে ফেলেছি । ভারতীয়রা এখনও জাতিগত দন্ধে কোটি কোটি দাস পালছে যারা নিন্মবর্ণের হিন্দু সমাজে বাস করে বা দলিত বলা চলে ।

একজন দলিত তার মনোভাব এভাবে ব্যাক্ত করবে "ঋষি আগার রাজাভি বন যায়ে হামকো কৈ ফারাক নেহি পড়েগা" ।

স্বাগতম ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ছবিঃবি বি সি

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয়!
লন্ডনের মেয়র পাকিস্তানী!
টাওয়ার হ্যামলেটসের মেয়র বাংলাদেশী!


............দ্যা এম্পায়ার ইজ ব্যাক!!!

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: হুম , আমরা বেশ এগিয়ে আছি ।

২| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তবে এখানে ব্রিটিশদের উদারতা প্রকাশ পাচ্ছে ! যদিও অতটা উদার তারা নয় ‍‍!!

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১৪

শাহ আজিজ বলেছেন: সাদাগো শাসনে ফেড হইয়া বলিউড ধরছে ।



হ্যারিরে তার বাপ চান্সই দিল না রানীর শেষ কৃত্যে ।

৩| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৮

পুকু বলেছেন: আপনার লেখায় আপনি ঠিক কি বলতে চাইছেন ঠিক মতো বুঝতে পারলাম না ।আপ যো ইতনা মুসকুরারহে হো ,কেয়া গম হ্যায় যো ছুপা রহে হো !!!

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১২

শাহ আজিজ বলেছেন: সব পরিস্কার করেই লেখা আছে , ভাল করে পড়ুন ।


আমার লুকোবার মত কোন দুঃখ নেই ।

৪| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫

আগন্তুক৬৯ বলেছেন: ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলে উপমহাদেশের কি লাভ হতে পারে।

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: আমারও জানা নেই কি লাভ বা ক্ষতি তবে ভারতীয়দের প্রচার ও প্রসার বাড়বে । ইনফোসিস আরও ব্যাবসা বাগাবে ।

৫| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৮

জগতারন বলেছেন:
দুইশত বছর বাংলাদেশ সহ ভারত লুট করেছে ইংরেজরা তা কি ফিরায়ে আনা যাবে কোনভাবে।

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫১

শাহ আজিজ বলেছেন: তাই কি সম্ভব হবে ।

৬| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



সে জন্মগতভাবে বৃটিশ; সে টিকবে কিনা, এখনো বলা সম্ভব নয়; যেই ঝড়ে বরিস ও লিজ উড়ে গেছে, উহাতে সেও উড়ে যেতে পারে।

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ১০:০৬

শাহ আজিজ বলেছেন: আমরা বেশ নিবিষ্ট চিত্তে পর্যবেক্ষণ করব ঋষির উত্থান বা পতন । ঋষি অর্থনীতি সামলে এসেছে , সে ভালই করবে ।

৭| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:


শুরুতে, সে জনতার অর্থনীতির লোক ছিলো না, সে গলাকাটা "হেজ ফান্ডের" মানি-ম্যনেজার ছিলো। অবশ্য পরে, ট্রেজারীতে ছিলো। এখন জনতার অর্থনীতিতে কেমন করে, সেটার উপর সব নির্ভর করছে।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: ঋষি গুণী ছেলে , সে ভাল করবে ।

৮| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১:০৮

কামাল৮০ বলেছেন: আপনি পরাধীন দেশের লোক আর দাস প্রথার দাসের সাথে তাল গোল পাকিয়ে ফেলেছেন।দাসের বেঁচে থাকার অধিকার সম্পুর্ণ মালিকের ইচ্ছার উপর নির্ভর করে।ইসলামে দাস প্রথা বিলুপ্ত করা হয় নাই।আই এস অনেক কে দাস বানিয়ে ছিলো।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: আমি তো গর্ব বোধ করছি যে আমাদেরই স্বজন দাস পুত্র এখন রাজাদের শাসন করবে । আই এস মস্তিস্ক বিকৃত কিছু লোকের সমাবেশ । ওরা ধ্বংস হোক ।

৯| ২৬ শে অক্টোবর, ২০২২ ভোর ৫:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ব্যাপারটা প্রতীকী। বাংলাদেশের কেউ ব্রিটেনের প্রধানমন্ত্রী হলে আমরা গর্বিত হতাম।

ওনার বাবা মা কি দলিত ছিল?

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: ঋষিকে নিয়ে আমিও গর্বিত কারন আমরা এবং ঋষির মা বাবা সবাই ব্রিটিশদের দাস ছিল । আমি জানি না ওরা দলিত ছিল কিনা ।

১০| ২৬ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:০৩

কবিতা ক্থ্য বলেছেন: বৃটিশরা ভারত বর্ষ দখল করেছিলো- লুট করতে।
আর ঋষি কে নিয়োগ দিয়েছে তাদের অর্থনীতি বাঁচাতে- দরকার হলে তাকে সরিয়ে দিতে ২ দিনও লাগবে না;
যেখানে বৃটিশদের সরাতে লেগেছিলো ২০০ বছর।

দাস পুত্রের হাতে শাসন- শুনতে যদিও ভালো লাগে।
২ টা কে কোনো ভাবে ১ কাতারে তুলোনা করা যায়?

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: আমি ঋষিকে দাসপুত্র বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি । অবিভক্ত ভারতে ঋষির বাবা মা তো আমাদেরই স্বজন । আজ ব্রিটিশরা উপায়হীন আর তাই দাস পুত্র দিয়ে রাষ্ট্র চালাবে , আমার যে কি গর্ব হচ্ছে , জয় ভারত মাতা কি জয় ।

১১| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: ঋষি সুনাক - এর সফলতা কামনা করি।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: আমাদেরও সেই কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.