নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আরাভ খান

২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৫






আরাভ খান নামে এই বালক গত দুদিন মিডিয়াকে ভেজে পুড়ে খাচ্ছে । এখনকার খবর হচ্ছে ইন্টারপোল আরাভ খানের নামে রেড অ্যালারট জারি করেছে । যদি ভুল না করে থাকি একজন বাংলাদেশী ক্রিমিনালের নামে এই প্রথম ইন্টারপোল কোন ব্যাবস্থা নিতে যাচ্ছে । আমরা বেশ কৌতুহলী হয়ে অপেক্ষা করছি বালকের বিস্তারিত জানতে মানে তার অপকর্মের বিস্তারিত । সে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল । পুলিশ এ যাবত হাতের কাছে পেয়েও বালকের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারেনি , কোন খুঁটির জোরে ??

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজ এ বালকের ব্যাপারে অনেক খবরই পড়লুম। সবচাইতে ইন্টারেস্টিং খবরটি ছিল - আরাভ ওরফে রবিউল নামে কাউকে চিনি না। জনগণ কমেন্টে লিখেছেন - ঠাকুর ঘরে কে রে? :)

অধ্যাপক আসিফ নজরুল গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেছেন, ‘দেশে দিনের পর দিন ভিক্ষুকের সংখ্যা বাড়ছে। আর দিনমজুরের ছেলে সোনা দিয়ে লোগো বানায়। তা–ও মাত্র ৪-৫ বছরে। কী পরিমাণ টাকা লুটপাট। এটা কি তাঁর টাকা? আমরা পুলিশের সাবেক একজন বড় কর্মকর্তার নাম শুনি। তাঁর নাম আমরা নিতে পারছি না। সবাই জানি আমরা। পুলিশের নাম, কিন্তু আমরা নিতে পারি না—এই বাক্‌স্বাধীনতা আমাদের সংবিধানে বলা আছে?’

তার নামে নাকি ১২টা মামলার গ্রেফতারি পরোয়ানা আছে। সে নাকি দুই বার দেশে এসে আমাদের নাকের ডগা দিয়ে ঘোরাঘুরি করে চলেও গেছে?

তার বাবা নাকি ভাঙ্গারির ব্যবসা করতেন। ছেলে হলো দুবাইয়ে বিশাল জুয়েলার্সের ব্যবসায়ী!!

নিশ্চয়ই কেউ তাকে ব্যাকাপ দিচ্ছে। নইলে তার মতো বালকের এত বড়ো ব্যবসায়ী হওয়ার সুযোগ নাই।

বিদেশের মাটিতে এত ইনভেস্টমেন্ট বৈধভাবে করার কোনো অনুমতি নেই বলে নিউজ পড়ে জানতে পারলাম।

তবে, এ বালক ক্রিকেট দুনিয়ার অনেক সেলিব্রেটিকে হাত করে নিয়েছে বলে মালুম হ্যায়। দেখুন এ লিংক।

২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

শাহ আজিজ বলেছেন: সোনা , তোমার মন্তব্যে অনেক কিছুই জানলাম । অবশ্য ইতিমধ্যেই অনেক কাহিনী চাউর হয়েছে ।


অরে নিয়া একখান সিনেমা বানানো যায় :D

২| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২২

ঢাবিয়ান বলেছেন: স্বরাস্ট্রমন্ত্রী জানান, এরইমধ্যে আরাভ খানকে ধরতে ইন্টারপোলের সহযোগীতা চাওয়া হয়েছে। তবে আরাভ যেহেতু ভারতীয় পার্সপোটধারী সেক্ষেত্রে কোন আইনে ইন্টারপোল আরাকভে বাংলাদেশের কাছে ফেরত দেবে? সে প্রশ্নের কোনো জবাব দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।সুত্র ঃ গনমাধ্যম

কত বড় খুটির জোড় থাকলে ভারতীয় পাসপোর্ট পাওয়া যায় তাই ভাবছি।

২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

শাহ আজিজ বলেছেন: হুম , পোলা বেশ স্মার্ট । ভারতীয় পাসপোর্ট পাওয়া বেশ সময় সাপেক্ষ ব্যাপার ।

কোন পাসপোর্টে তাকে ধরবে ? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ।

৩| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫১

কামাল১৮ বলেছেন: এতে আশ্চর্য হবার কিছু নাই।আরাব খানের থেকে বেশি খারাপ বেশি টাকা ওয়ালা লোক বাংলাদেশে মন্ত্রি এমপি ছিলো,এবং আছে।এটাই তো ক্যাপিটালিজেমের মাহাত্ম্য।আজ গরিব কাল কোটিপতি।লাগ ভেলকি লাগ জনগনের চোখে মুকে লাগ।

২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: কিছু ঘটলেই আপনার ভেতর ক্যাপিটালিজম বিদ্বেষ জেগে ওঠে কেন ?

৪| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: এবার আর রক্ষা পাবে বলে মনে হয় না! হারামজাদা অহেতুক সো অফ করতে গিয়ে ধরা খাইছে! এই সবের দরকার ছিলো না!

২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

শাহ আজিজ বলেছেন: জানলাম ওর বাড়ি কোটালিপাড়া , গোপালগঞ্জ । এজন্যেই শো অফ একটু বেশি ।

৫| ২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার দোকানের কী অবস্থা? প্রবাসীদের বয়কট করা উচিত...

২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

শাহ আজিজ বলেছেন: দুবাইএর সোনা ব্যাবসায়ি প্রায় সবাই খারাপ কাজে জড়িত ।

৬| ২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:




চোরডাকাতদের ম্যানেজার

২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:০০

শাহ আজিজ বলেছেন: এত ছোট করে দেখবেননা , বলুন জেনারেল ম্যানেজার =p~

৭| ২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

জগতারন বলেছেন:
শাহ আজিজ সাহেব আরাব খাঁনকে আপনার মতো একজন বয়ো বৃদ্ধ লোক-এর বলা ঠিক হলো কিঃ
"সে (আরাব খাঁন) একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল
বড়জোড় আপনি বলেপারেন তাহার বিরুদ্ধে অভিজোগ আছে যে
'সে একজন পুলিশ কর্মকর্তকে হত্যা করেছিল'
যথা সম্ভব তারাতাড়ি আপনার বিবৃতি সংশোধন করুন,
নইলে আপনার খবর আয়াছে।
আরাব খাঁন এই জন্যেই বলে যে, বাংলাদেশের ৯৫% সাংবাদিক অতি মেয়াদ-এর গাজা খোর ও ঘুষখোর। সে আরও বলে ঐ শালারা টাকা খেয়ে রাতকে দিন আর দিনকে রাত বানাতে পারে। সাংবাদিক শালা কি দেখেছে যে, আমি কোন পুলিশ কর্মকর্তাকে খুন করেছি ? ঐ সাংবাদিক শালা ভারিজোড় বলতে পারে, আমার বিরুদ্ধে অভিযোগ আছে।
আমি সাংবাদিককে দেওয়া আরাবের একাধিক ইন্টারভিউ শুনেছি, আমার মনে হয়েছে সে একটি মেধাবী যুবক।

২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

শাহ আজিজ বলেছেন: মেধাবী না হলে কি সোনার চোরাচালানি , ক্রিকেট জুয়া খেলা যায় ??

৮| ২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

নাহল তরকারি বলেছেন: কিছু ব্যারিস্টার এটা প্রমাণ করার জন্য ব্যাস্ত হবে যে উনি “আরাব খান” না উনি “শারুখ খান”।

২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: ভাল বলেছেন , শা রুখ খান ।

৯| ২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৫

বাকপ্রবাস বলেছেন: লেখাপড়ায় হিরো আলম থেকে একটু বেশী তায় টকশোতে এসে সব স্বীকারও করে দিচ্ছে।

২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৮

শাহ আজিজ বলেছেন: টক শো !! কোথায় হচ্ছে ?

১০| ২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: দুবাই মনে হয় মাফিয়াদের স্বর্গ রাজ্য।

২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: ট্যাক্স ফ্রি হেভেন । ওখান থেকে কত টন সোনা আনতে চান , আনতে পারবেন । কত বিলিয়ন ডলার ঢোকাতে চান , পারবেন ।

১১| ২০ শে মার্চ, ২০২৩ রাত ১১:৩০

কামাল১৮ বলেছেন: একজন কমিউনিষ্টকে আপনি যদি বলেন পুজিবাদের বিরুদ্ধে কেন বলেন,তা হলে কেমনে কি।এক জন নাস্তিককে নামাজ পড়তে বলার মতো।

২১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩২

শাহ আজিজ বলেছেন: কমিউনিস্ট বলে কিছু আছে বা কমিউনিজম কখনো চালু ছিল ? সব সিস্টেম মানুষকে নিবিড়ভাবে নির্যাতন , ডাণ্ডাবেড়ি আর শোষণ করার জন্য । কিন্তু আপনি কানাডায় কেন ? উত্তর কোরিয়ায় চলে যান ।

১২| ২১ শে মার্চ, ২০২৩ রাত ২:১৫

জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় ও দোকানের জাস্ট একজন কর্মচারী, ওর পিছনে বড় কয়েকটা রাঘব বোয়াল আছে, যারা পর্দার আড়ালেই রয়েছে।

২১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আমি যতদুর জেনেছি ও বাংলাদেশে সোনা পাচারকারিদের অন্যতম একজন । ওর সোনার ব্যাবসা আছে , দোকান আছে ।

১৩| ২১ শে মার্চ, ২০২৩ রাত ২:২৪

জ্যাক স্মিথ বলেছেন: কামাল১৮# আপনি যে একজন কমিউনিষ্ট সেটা মানুষ কি করে বুঝবে? আপনি তো কমিউনিষ্ট বা নিজের চিন্তা ধারা নিয়ে কোন পোস্টই করেন নি। শুধুমাত্র কমেন্টের উপর বেইজ করে কিন্তু ব্লগার চেনা যায় না।
ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: ;)

১৪| ২১ শে মার্চ, ২০২৩ ভোর ৫:১৯

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের সব চোর ছ‍্যাচ্ছোড় টোকাই আর ভাঙ্গারীপুত্র দেশ থেকে দুবাইয়ে টাকা পাচার বা কুলিগিরি করে ১৪ পুরুষে প্রথম ধনী হয়েছে।
এরা নিজেদের একেকটা আরব শেখ ভাবে। যদিও তাদের সম্পদের তুলনায় ভিক্ষুক ছাড়া কিছু না। কিন্তু টাকা হলেও এদের আচরণ রাস্তার টোকাইয়ের মতো। ব্লগেও এরকম একটা আছে।
১ লাইন লিখতে পারে না কিন্তু শুধু নোংরামি আর মন্তব্য করে নিজেকে বিরাট কিছু ভাবে।

২১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

১৫| ২১ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুলিশ নাকি মাত্র ব্যপারটা জেনেছে !!! অথচ সে দেশে আসে , যায় আবার লাইভ ও করে।

২১ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৪৮

শাহ আজিজ বলেছেন: পুলিশদের ব্যাপার স্যাপারই আলাদা ।

১৬| ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ।
এই চ্যাংড়া পোলা যদি আমাদের দেশের কোনো এমপি বা মন্ত্রীও হয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু নেই। আমাদের দেশে সব সম্ভব।

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৩

শাহ আজিজ বলেছেন: হুম , সত্যি কথা বটে ।

১৭| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনার ছেলে সোনার দোকান দিচ্ছে সাকিব সেখানে কেমন করে না গিয়ে থাকতে পারে?

২১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

শাহ আজিজ বলেছেন: হা হা হা , ভাল বলেছেন । ;)

১৮| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৯

অক্পটে বলেছেন: আমাদের দেশের ইঞ্জিনই খারাপ।

২১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

শাহ আজিজ বলেছেন: ইঞ্জিন নাই ।

১৯| ২১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

প্রামানিক বলেছেন: ঘটনা মন্দ নয়

২১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: কি খবর প্রামানিক ? কাটা ছেড়া শেষ ? ভাল আছেন তো ?



এবারের ট্রিপ নিয়ে পোস্ট চাই ।

২০| ২১ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫৮

দারাশিকো বলেছেন: ধরা পড়লে আরাভ খানই পড়বে। যাদের হয়ে সে সামনে দাঁড়িয়েছে তাদের নাম সামনে আসবে বলে বিশ্বাস করি না।

২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:০৭

শাহ আজিজ বলেছেন: পুলিশের কাছে তার সব তথ্যই আছে । খুঁটির খবর পাওয়া যাবে না ।

২১| ২২ শে মার্চ, ২০২৩ রাত ১২:০৮

কামাল১৮ বলেছেন: ঠিকই বলেছেন।পৃথিবী কোথায় কমিইউনিজম নাই।থাকা সম্ভব না।এই ব্যব্স্থা আসতে পারে একদেড় হাজার বছর পর।কিন্তু ব্যবস্থা টি বড় চমৎকার।নরওয়েত্ গেলে কিছুটা ধারনা পাওয়া যাবে।যদিও নরওয়ে কোন কমিউনিষ্ট রাষ্ট না।কিন্তু কমিউনিষ্ট ধারনার অনেক কিছু বর্তমান।

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৫১

শাহ আজিজ বলেছেন: একজন কমিউনিস্ট নেতা আমায় বলেছিলেন যেখানে পর্যাপ্ত ফসল হয় সেখানে কমিউনিজম কাজ করে না । আমার যাবতীয় ধ্যান ধারনা ভেঙ্গে গেলো সেদিন । ডঃ ফেই শিয়াও থোং হচ্ছেন সেই নেতা যিনি ৯০ সালে পার্টির পলিটব্যুরো মেম্বার । ঠিক একারনেই ফসল সমৃদ্ধ বাংলাদেশে আমি কমিইউনিজম বা সোশ্যালিজম নিয়ে ভাবি না । মুশকিল হচ্ছে আমাদের কমিউনিস্ট নেতারা তাদের রুট চেঞ্জ করে ধর্মীয় ভাবধারায় এসে তাদের অনুসারিদের বিভ্রান্ত করে যা অশুভ বটে ।

২২| ২২ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৭

কামাল১৮ বলেছেন: ইউরোপের অনেক দেশ ঐ পথেই হাটছে।মানুষে মানুষে ভেদাভেদ তীব্র না। শোষণের পরিমান অনেক কম।চিকিৎসা ফ্রি,বয়স্কদের জন্য ঔষধ ফ্রি।বাংলাদেশে থাকলে আমার ঔষধই লাগতো মাসে ২৬ হাজার টাকা।ডাক্তার,আর টেস্ট বাদে।এই গুলি সব কমিউনিজমের ধারনা। সরকারকে মানতে বাধ্য করছে জনগন।এইযে আমরা সম অধিকারের কথা বলি এটাও কমিইনিষ্টদের ধারনা। পৃথিবীর কোন ধর্মে কি সম অধিকারের কথা বলা আছে।

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪১

শাহ আজিজ বলেছেন: সমঅধিকার আরবরা খুব মেনে চলে শুধু আরবিয়দের ক্ষেত্রে । চীনাদের সেই একই অবস্থা । কার্যত সমঅধিকার বলে কিছুই নেই । ইউরোপের ঐ কয়েকটা রাষ্ট্র ব্যাবস্থা আমায় খুব টানে । কেন আমরা ঐ মডেল অনুসরন করিনা । সুইস বন্ধু জোসেফ আমায় বলেছিল একবার এসো সুইজারল্যান্ডে , দেখে যেও আমাদের সামাজিক ব্যাবস্থা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.