নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাপেরে একটু কামুড় দিয়া খেলাই
এক বনে এক সিংহ আর সিংহি বাস করত ।
তাদের শাবক সিংহটি খেলাচ্ছলে বাপ সিংহএর লেজে কামড় দিল ।
কামড়টা একটু বেশিই হয়ে গেছিল । বাপ সিংহ ক্ষেপে গিয়ে বাচ্চাটাকে মৃদু ধোলাই দিল ।
আর যাবে কোথায় , মা সিংহি বকে দিল ভীষণভাবে বাবাকে । শাবক সিংহ তাই দেখল অবাক চোখে ।
আর হোলা তরে আইজ খাইছি --------------
মা আ আ আ আ ------- বাপে আরে মাইত্তেআছে ----------------------
আম্নের মাতা খ্রাপ হইছে নি ? হোলাডারে খামাখাই মাইত্তেআছেন কিল্লাই , ছোড হোলা আর , ফারদার মাইল্লে আই বাইচ্চা কাইচ্চা লই আম্রিকা চলি যাইতাম ।
মা আর বাপেরে আর ঠাপ দিয়েন না , হেথে আন্নেরে ডরায় -----------------বিষণ
ছবিঃ amateυr photographer Jeппifer Lockridge.Moluy.com
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৩
শাহ আজিজ বলেছেন: কোন পরিকল্পনা ছাড়াই ছবি তুলেছে জেনিফার ।
২| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি, সাথে সুন্দর গল্প।
ঝামেলাবিহীন।
০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৬
শাহ আজিজ বলেছেন: ছবি পেলাম , গল্প বানিয়ে দিলাম ।
৩| ০২ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
কামাল১৮ বলেছেন: আমেরিকায় যে বাচ্চাদের গুলি করে মেরে ফেলে এই খবর কি তার কাছে নাই।কয়দিন আগেও বাচ্চাদের স্কুলে গুলি হলো।
০২ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯
শাহ আজিজ বলেছেন: ওতো নিউজ দেখে না পড়েও না ।
৪| ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১১:১৯
শায়মা বলেছেন: হা হা ভাইয়া.....
একদম পারফেক্ট গল্প হয়েছে।
০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: আমার খুব ভাল লাগলো বলে ডায়ালগ তৈরি করে দিলাম হে হে ----
৫| ০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১২:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: সিংহর মত সাহসী না বলে এখন থেকে বলতে হবে সিংহীর মত সাহসী।
আমাদের কলেজের অধ্যক্ষকে আমরা যমের মত ভয় পেতাম। অনেক পড়ে জানতে পারি যে অধ্যক্ষ স্যার ওনার বউয়ের কথা মত ওঠে আর বসে।
০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: বাংলাদেশে অনেক স্ত্রৈণ পুরুষ আছে যারা বেশ সুখে আছে ।
৬| ০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ৮:১১
সোহানী বলেছেন: হাহাহাহাহা.............
০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: হুম বেশ হাসির বটে ।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৭
শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ চমৎকার!
দুর্দান্ত ফটোগ্রাফি 'জেনিফার লক্রিচ'!