নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমার বউ নাই, গারমেন্সের পোলার লগে ভাগসে। অথচ, আমি তারে ঢাকাত আনসি।
আমি হারাদিন রিস্কা চালাইতাম হে পোলার লগে প্রেম করত। পরে ভাগসে।
অহন লগে একটা মুরগীর বাচ্চা রাখি। পকেটে লয়া রিস্কা চালাই। ২-৩ টাকার খুদ মুদ খায়, ভেজাল কম।
- রিক্সাওয়ালা মামা।।
--------------------------------------------------------------------------------
এক সমুদ্র ভালোবাসার পরেও যে মানুষটার থাকে অন্যের প্রতি ঝোঁক, সে মানুষটা আমার না হোক।।
ফেসবুক
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: বয়সটা নওজুয়ান , শোনেনা কারো কথা, প্রেম ই সব , প্রেম ই বেহেস্ত ।
২| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৯
কামাল১৮ বলেছেন: প্রত্যেকেই নিজের নিজের প্রয়োজনে ঘর বান্ধে ঘর ভাঙ্গে।এতে অন্য জনে দ্ঃখ পায়।সেটা সাময়িক।কেউ কম সময় দুঃখ পায়,কেউ বেশি সময়।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৬
শাহ আজিজ বলেছেন: জুয়ান , কমবয়সি , এই বয়স বুজেনা কিছু । সারা রাইত বউ বুকে জড়াইয়া ঘুমায় ।
৩| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট লাইনটা কার? ওটা তো অসাধারণ কবিতা হয়ে গেছে। নিশ্চয়ই আপনার! দারুণ।
এজন্যই জাহিদ অনিক লিখিয়াছেন, বউ পালার চাইতে মুরগী পালা ভালো
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৭
শাহ আজিজ বলেছেন: হা হা হা , যা কইছ সোনা
৪| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: বউ এর চেয়ে মুরগী বিশ্বস্ত।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৪
শাহ আজিজ বলেছেন: তা ঠিক আবার মুরগি ডিম দেয় , একটা ফ্যাসিলিটির অভাব আছে ।
৫| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৭
পাজী-পোলা বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট লাইনটা কার? ওটা তো অসাধারণ কবিতা হয়ে গেছে। নিশ্চয়ই আপনার! দারুণ।
এটা অবশ্যই কবিতা, -"কাজী ইশরাক জাহানের কবিতা" "সেই মানুষটা আমার না হোক।"
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২০
শাহ আজিজ বলেছেন: আমিও জানিনা কার কবিতা । টোকাইয়া লইলাম ।
৬| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: একটু আগেই লেখাটা ফেসবুকে পড়ে মনটা খুব খারাপ হয়েছিল। আসলে মেয়েরা নিজেরাও জানে না কীসে সুখ। যার সঙ্গে ভেগে গেছে, সেখানে কি সুখ পাবে মনে হয়?
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৪
শাহ আজিজ বলেছেন: ওই কাহিনি আর জানা যাবে না । ভেগে যাওয়া চরিত্রই খারাপ , এরা কোথায়ও টিকতে পারেনা ।
৭| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪০
জ্যাক স্মিথ বলেছেন: এক সমূদ্র ভালোবাসার পরেও যে মানুষটার থাকে অন্যের প্রতি ঝোঁক, সে মানুষটা আমার না হোক।
০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: কত দুঃখ পেলে মানুষ এমন কথা বলে ।
৮| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ২:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
দাতের ব্যাথায় লোকটা সব ভুলে যাবে কয়েকদিন পর।
০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:২৯
শাহ আজিজ বলেছেন: নাহ এদের ব্যাথা ফ্যাথা কিছুই হয় না ।
৯| ০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১০
রানার ব্লগ বলেছেন: কার ভালোবাসা যে কার দিকে উদিত হয় তা সম্ভাবত ব্যক্তি নিজেই জানে না ।
০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৩
শাহ আজিজ বলেছেন: এই ক্ষেত্রে ঈশ্বর ফেইল করছে যে কি দেইখা আমার মানুষ আরেকজনরে পছন্দ করে !!!
১০| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: রক্ত মাংসের মানুষের চেয়ে পশু পাখি ভালো।
০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫১
শাহ আজিজ বলেছেন: হুম
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪০
শায়মা বলেছেন: বেচারা। মুরগীটা হারায় গেলে তো আরও দুঃখ পাবে।
তাকে বলো কারো জন্য দুঃখ পাবার দরকার নেই।