নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মা সেতুতে বাইক চলবে কি চলবে না তা নিয়ে বেশ টানাপোড়েন চলেছে সরকারের বিভিন্ন সংস্থা গুলোর মধ্যে । প্রথমে ঠিক হল বিশেষ ফেরি দিয়ে ইদকালীন যাত্রা ঠেকা দেবে এ যাত্রায় । হটাত গতকাল ঘোষণা এল পদ্মা সেতুতেই বাইক চলবে কিন্তু কঠোর নিয়মের মধ্য দিয়ে । ঘোষণা এসেছে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে । ব্যাস আজ কাক ডাকা ভোরে বাইকাররা হাজির সেতুর মুখে ।
ছবি গুলো প্রথম আলো থেকে স্নিপ করা ।
আশাকরি নিরাপদ যাত্রায় সবাই বাড়িতে পৌঁছাবে ।
২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৮
শাহ আজিজ বলেছেন: আমিও দেখে একটু আতংকিত । যাক ৬০ কি মিঃ গতি তাতে দুর্ঘটনা হবার সম্ভাবনা নেই বললেই চলে ।
২| ২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটু ভয়ই লাগছে, দিনশেষে আবার কোনো দুর্ঘটনার সংবাদই পেতে হয় কিনা।
সকল বাইকারের ইদ উৎসব মধুর হোক।
২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৯
শাহ আজিজ বলেছেন: সবাই সুস্থ থাকুক এইকামনা ।
৩| ২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১১
ঋণাত্মক শূণ্য বলেছেন: এই পরিমান মটরসাইকেল প্রমান করে যে আমাদের পুরা ট্রান্সপোর্টেশন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের যেমন মটরসাইকেলে বাচ্চাদের দেখে ভয় লাগছে, ঐ বাবা-মায়েদের কিন্তু আরও ভয় লাগছে, এটাই স্বাভাবিক। কিন্তু পরিস্থিতি কত খারাপ হলে তারা এই রিস্কের মধ্যে যাচ্ছে সেটা গুরুত্ব দেওয়া উচিৎ।
২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২১
শাহ আজিজ বলেছেন: ট্রান্সপোর্ট সিস্টেমে ডিসিপ্লিন শিখতে ও শেখাতে হবে । আইন প্রয়োগ কঠোর হলে শৃঙ্খলা ফিরে আসবে ।
৪| ২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: মালোশিয়ার চেয়ে আমাদের দেশে মটরসাইকেল এর সংখ্যা বেশি।
যাইহোক, সবাই মটর সাইকেল চালাক। কিন্তু সাবধানে। একটা দূর্ঘটনাও যেন না হয়।
২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৬
শাহ আজিজ বলেছেন: সেটাই কাম্য ।
৫| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৩
প্রামানিক বলেছেন: যত কষ্টই হোক বাড়ি যেতে হবে
২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৭
শাহ আজিজ বলেছেন: সবার রুট লেভেলের প্রতি ভীষণ টান ।
৬| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৮
অপ্সরা বলেছেন: হায় হায় একি অবস্থা!
২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৮
শাহ আজিজ বলেছেন: অবস্থা ডাইল
৭| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৬
আমি সাজিদ বলেছেন: কত্ত কত্ত রাইডারস!
২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২০
শাহ আজিজ বলেছেন: সবাই আগে যেতে চায় , হে হে হে ।
৮| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৮
কিরকুট বলেছেন: স্বপ্নে পাওয়া কিছু ধরা পরছে পদ্মার ওপারে?
২০ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: এখনো নিউজ হয় নাই , অপেক্ষায় থাকো বাছা ।
৯| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৩
কামাল১৮ বলেছেন: এটা একটা ভালো লক্ষন।কেউ পিছনে পড়ে থাকতে চায় না।চিন্তার ক্ষেত্রে যদি এমন হতো, তবে দেশ অনেক এগিয়ে যেতো।সেখানে সবাই পেছনে থাকতে চায়।পারে তো চৌদ্দশ বছর পেছনে চলে যায়।
২০ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: হা হা হা যা বলেছেন ----
১০| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: পবিত্র ঈদ উপলক্ষে সবার বাড়িমুখী যাত্রা শুভ হোক, পারিবারিক মিলনের আনন্দ সবাই ভাগ করে নিক! তবে রোডস্পেসের তুলনায় বাইকের ভারসাম্যহীন সংখ্যাধিক্য দেখে মনে শঙ্কাও জাগছে।
২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৪
শাহ আজিজ বলেছেন: শংকা আমাদের নিত্য সঙ্গী । তবে ব্রিজে কোন অঘটন ঘটেনি ।
১১| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দিনশেষে খবর ভালো কোন দুর্ঘটনার খবর পাই নাই ।
অন্যদিকে সড়কে বাস ট্রাক এর সংঘর্ষে ১৩ জনের প্রানহানি হয়েছে ।
২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৬
শাহ আজিজ বলেছেন: উৎসবের সময় বেচইন লোকেরা বাস ট্রাক চালায় উন্মাদ হয়ে ।
১২| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:২৬
কিরকুট বলেছেন: আমি তো ভাবলাম বিশিষ্ঠ ঔপোন্যাসিক ঘভেষকের মতো আপনিও কোন প্রমান সহযোগে সচিত্র ঘভেষনাপত্র প্রকাশ করিলেন। জাতি এত্ত নোবেল কই রাখবে।একটা স্টিল আলমারি বানাতে হবে।
২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৭
শাহ আজিজ বলেছেন: ইয়ার্কি হচ্ছে ? দিমু ব্লক মাইরা ?
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৮
নতুন বলেছেন: সবাই হেলমেট ব্যবহার করছে দেখে ভালো লাগলো।
কিন্তু বাচ্চাদের নিয়ে এতো বড় জার্নি করা খুবই রিস্কি...