নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুখের ছবি না দিয়ে শুধু আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) ভিত্তিতে পর্দানশীন নারীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে মহিলা আনজুমান দরবার শরীফ রাজারবাগ। এন আই ডি একটু গুরুত্বপূর্ণ টুলস যা প্রায় সব নিরাপত্তা জনিত দাপ্তরিক কাজে ব্যাবহার হয় । হাতের ছাপ সব ক্ষেত্রে প্রযোজ্য নয় । কিন্ত ঠিক কি কারনে এই আপাদ মস্তক ঢাকা উদ্ভট পোষাকে তারা সরকারি কাজ করমে অপরাধ চাগিয়ে দেবার উৎসাহ জুগিয়ে যাচ্ছেন । বুরখায় ঢাকা অপরাধি চক্র বিবিধ সময় ধরা পড়েছে । না কি তারা জঙ্গিদের পারাপারে একটা নিরাপদ ব্যাবস্থার সন্ধানে আছে , অস্ত্র পাচার তো আছেই । সময় ভাল যাচ্ছে না । আমরা দেশের নাগরিকরা প্রতিবাদ জানাই এ ধরনের সম্ভাব্য পদক্ষেপে ।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৩৮
শাহ আজিজ বলেছেন: নিরাপত্তার খাতিরে এদের দমন করা উচিত ।
২| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৩৫
ইসিয়াক বলেছেন: অবশ্যই প্রতিবাদ জানাই। তীব্র প্রতিবাদ জানাই।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৩৮
শাহ আজিজ বলেছেন: সহমত ।
৩| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৩৭
কামাল১৮ বলেছেন: এই দাবি যারা করছে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে থলের বিড়াল বের হয়ে আসবে।কাদের প্ররোচনায় তারা এসব দাবি করছে।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৪০
শাহ আজিজ বলেছেন: যারা বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাতে চায় এটা তাদের ষড়যন্ত্র ।
৪| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৪৩
জ্যাক স্মিথ বলেছেন: যাতে আরও বেশি করে জঙ্গি তৈরী হতে পারে সে জন্য? এদের সবকটাকে ধইরা আফগানিস্তানে পাঠিয়ে দেয়া হাউক।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৫০
শাহ আজিজ বলেছেন: এদের ঘরেই আবদ্ধ থাকা উচিত আজীবন ।
৫| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: এই দাবী যদি মেনে নেয়া হয়, তাহলে পুলিশরা সত্যিই বিপদে পড়ে যাবে।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৫১
শাহ আজিজ বলেছেন:
৬| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: লক্ষ লক্ষ মমিন বান্দা এগো ছবিটিতে লাভ কেয়ার লাইক রিএক্ট দিসে।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৫২
শাহ আজিজ বলেছেন: লাভ রিঅ্যাক্ট দিলেই সব সহি ।
৭| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সৎ উদ্দেশ্য হলে এর একটা সলিউশন বের করা সম্ভব। কিন্তু অপরাধীরা এর অপব্যবহার করবে। অবশ্য বর্তমানেও যে অপব্যবহার হচ্ছে না, তা না।
এখনো তো এন আই ডির জন্য হাতের ছাপ নেয়া হচ্ছে। সাথে ছবিও। তারা বোধ হয় ছবিটা বাদ দিতে চাইছেন।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৫৩
শাহ আজিজ বলেছেন: আমেরিকাতে ছবি ছাড়া ঢুকতে পারবে এরা ??
৮| ২৪ শে জুন, ২০২৩ রাত ১১:১১
শার্দূল ২২ বলেছেন: সৎ অসৎএর কথা এখানে আসবেনা, আল্লাহ সয়ং নিজে তার কোরাআনের ড্রেস কোড দিয়েছেন। কেন তারা সেটা ফলো না করে বাড়াবাড়ি করছে? কোন যুক্তিতেই এদের সাপোর্ট করা যাবেনা। দেখুন আবু জেহেল কিন্তু নাস্তিক ছিলেননা। তিনিও ওনার ধারায় ধার্মিক ছিলেন। কাবা শরীফে খুৎবা আবু জেহেল দিতেন, তাকে সবাই আল-হাকাম বা জ্ঞানী বলেই ডাকতো। আবু জেহেল কেন আবু জেহেল হলো কারণ সে আল্লাকে বাদ দিয়ে নবীদের কিচ্চা কাহীনি নিয়ে পড়ে থাকতো। কাবা শরীফে মা দুর্গার মুর্তি ছিলোনা, ছিলো আগের নবীদের মুর্তি যেখানে আবু জেহেলরা পুজা করতো। যারা আল্লাহর প্রদত্ত কোরান ফলো না করে ফতোয়া বা সুন্নতের নামে বাড়াবাড়ি করে তারা এখ প্রকার আবু জেহেল।
ফিংগার প্রিন্ট দিয়ে সনাক্ত প্রতিষ্ঠান গুলো পারবে কিন্তু ব্যক্তি পর্যায়ে আমরা যদি সনাক্ত করি সেটা কিভাবে করবো? সাধারন অফিস যানবাহন তারা কিভাবে সনাক্ত করবে?
২৫ শে জুন, ২০২৩ সকাল ৯:২২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , ভাল লিখেছেন ।
৯| ২৫ শে জুন, ২০২৩ সকাল ৯:৫৪
ধুলো মেঘ বলেছেন: এদের এনআইডির দরকার কি? ঐ কয়টা ভোট না পেলে কার কি এসে যাবে? রাজারবাগীরা ঢাকার দেয়ালগুলো চিকা মেরে নষ্ট করলেও এদের বিরুদ্ধে কখনোই আইনানুগ ব্যবস্থা নেয়া হয়না কেন?
২৫ শে জুন, ২০২৩ সকাল ১০:১২
শাহ আজিজ বলেছেন: হুম , আমারও সেই একই কথা । বাচ্চা পয়দা , ঘর গুছিয়ে রাখা আর ভাতারকে রাতে খুশি করা ছাড়া আর কোন কাজ আছে এদের ? জঙ্গিবাদকে বুরখার নিচে আড়াল করাই আসল উদ্দেশ্য ।
১০| ২৫ শে জুন, ২০২৩ সকাল ১১:১০
আমি সাজিদ বলেছেন: খুবই অদ্ভুত বায়না।
২৫ শে জুন, ২০২৩ সকাল ১১:৩৯
শাহ আজিজ বলেছেন: জঙ্গিদের সাহায্য করার একটি প্রকল্প এই আবদার ।
১১| ২৫ শে জুন, ২০২৩ সকাল ১১:৫৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কারো কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকতেই পারে । সেটা ছোট করে দেখার অবকাশ নাই বলে মনে করি ।
২৫ শে জুন, ২০২৩ দুপুর ১২:০৯
শাহ আজিজ বলেছেন: এখানে সমষ্টিগত চাওয়া অত্যন্ত পরিস্কারভাবে ফুটে উঠেছে । এর পেছনে বদ উদ্দেশ্য অত্যন্ত পরিস্কার ।
১২| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: এরা হজ্বে গেলে কি করবে? পাসপোর্টে তো ছবি লাগবে।
২৫ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৮
শাহ আজিজ বলেছেন: রাজারবাগ পুলিশ লাইন চক্কর দিয়া হজ সারবো ।
১৩| ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:০১
নাহল তরকারি বলেছেন: একটা কাজ করলে কেমন হয়? ওনাদের ছবি জাতীয় পরিচয় পত্রের সার্ভারে থাকবে ঠিক। কিন্তু এনআইডি কার্ডে তাদের ছবি থাকবে না। এতে করে উনাদের ধর্মীয় সমস্যা থাকলো না। যেহেতু আমাদের দেশ, ধর্ম নিরেপেক্ষ দেশ।
২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৫
শাহ আজিজ বলেছেন: সার্ভারে তো অন্য পুরুষ দেখবে তাদের । এটা এমন এক উদ্ভট চাহিদা যা মেটানো সম্ভব না ।
১৪| ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:১১
নাহল তরকারি বলেছেন: মেয়েদের সরকারি সেবার জন্য মেয়ে কর্মচারী থাকবে।
সবার ধর্মীয় স্বাধীনতার জন্য, আরো কিছু গবেষণা করা দরকার।
২৫ শে জুন, ২০২৩ রাত ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: আমরা উন্নত জাতির সিস্টেম অনুসরন করি । এন আই ডির যা কিছু সব বাইরে থেকে এসেছে কাজেই এটা চেঞ্জ করলে কি উপকার বা ক্ষতি হবে তা বিশেষজ্ঞরাই ভাল বলতে পারবেন ।
এদের আফগানিস্তানে পাঠানো দরকার ।
১৫| ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:২০
এইযেদুনিয়া বলেছেন: এনআইডি কার্ডে মুখচ্ছবি থাকা না-থাকা প্রসঙ্গে
২৫ শে জুন, ২০২৩ রাত ৯:৫০
শাহ আজিজ বলেছেন: খুব গুছিয়ে লিখেছেন ।
১৬| ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:২২
নাহল তরকারি বলেছেন: ধর্মের নামে বাড়াবাড়ি আমার অপছন্দ। সেটা যেই করুক। হিন্দু বা মুসলিম।
২৫ শে জুন, ২০২৩ রাত ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: হিন্দুরা , খ্রিস্টানরা বলবে আমাদের সমস্যা নেই , মুস্লিম সামান্য সংখ্যক মহিলা আপত্তি করবেন । ওটা ধোপে টিকবে না । নাগরিক বলেই কার্ড মিলেছে , ধর্মীয় পরিচয় দেবার জন্য নয় ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:২০
এইযেদুনিয়া বলেছেন: সম্পূর্ণ সহমত জানাই।