নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কেন ভুমিকম্পের খবর ছাপেনি পত্রিকাগুলো ??

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৫

আজ অপেক্ষা করেও কোন পত্রিকায় ভুমিকম্প সংক্রান্ত খবর পাইনি ?



আপনারা জানেন কেন এরকম হল ??





মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৯

মোগল সম্রাট বলেছেন:

:) ;) :) ;)

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১১

শাহ আজিজ বলেছেন: :(

২| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা শোক দিবসের শোকে শোকাহত ছিলো।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১২

শাহ আজিজ বলেছেন: আহা , তাই ?

৩| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৪

জগতারন বলেছেন:
কেন ভুমিকম্পের খবর ছাপেনি পত্রিকাগুলো !

কেনা ?
সাহ সাহেব জানতে চাহেন।
আপনি, আমি, আওমরা কি জানতে চাহি ?

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১৩

শাহ আজিজ বলেছেন: হ্যা চাই ।

৪| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৬

জগতারন বলেছেন:
আওমরা =আমরা।

৫| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভূমিকম্প যে হইয়া গেছে, তা বাসায় আসার পর জানতে পারি। আমি পথে হাঁটিতেছিলাম।

মিডিয়া খুবই ভালো কাম করছে এ খবর না ছেপে। ছাপলে অর্ধেক মানুষ বা তারও বেশি ধরে নিত - ঐ কারণেই ভূমিকম্প হইছে :) মানুষের ফেইক বিশ্বাসকে পাকাপোক্ত করতে দেয় নি মিডিয়াওয়ালারা :)

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১১

শাহ আজিজ বলেছেন: দুঃখিত সোনা ।

৬| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: পত্রিকাগুলো ভূমিকম্পকে থোড়াই কেয়ার করে। ওসব তারা কত্ত দেখেছে। এ আর এমন কি?

১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:০০

শাহ আজিজ বলেছেন: আমরা চিড়ে চ্যাপ্টা হয়ে গেছি , প্রমানিত ।

৭| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার এ পোষ্ট আলোচিত পাতায় গেলে আশা করি সুন্দর আলোচনা হবে।

১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:০১

শাহ আজিজ বলেছেন: কর্তার ইচ্ছাই কর্ম ।

৮| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১:৪০

কামাল১৮ বলেছেন: পত্রিকা অফিসে হয়তো অন্য কম্পনের জন্য ভুমিকম্প টের পায় নাই।তারা এখন আছে কাপাকাপির মধ্যে।

১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৩০

শাহ আজিজ বলেছেন: অন্য কম্পন কি এতই তীব্র ছিল যে এই কম্পন তাদের মিটারে ধরা পড়েনি ??

সরকার কার্যত অন্য কম্পনকে প্রাধান্য দিলেন ।

৯| ১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিবার ছাপতে ছাপতে এবার ভুলে গেছে হা হা হা.....আসল কারণ জানিনা।

১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: আজ প্রথম আলো ভুমিকম্পের ইতিহাস ছেপেছে ।

১০| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ভূমিকম্পে চেয়ে আসল খবর ১৫ আগষ্ট।
শেখ মুজিবকে নিয়ে পত্রিকার প্রতি পাতায় ছবি ও লেখা না থাকলে পত্রকার সার্কুলেশন বাতিল করে দেওয়া হবে। তাই ভূমিকম্পের খবর এর চেয়ে ১৫ আগস্ট বড়।

১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৮

শাহ আজিজ বলেছেন: হুম , তাই ?

১১| ১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪১

কিরকুট বলেছেন: ভুমিকম্পের খবরের থেকে ছাগলের বিচি কম্পের খবর বেশি গুরুত্ব পাইছে । ভুমিকম্পে মানুষ মরলে সমস্যা নাই কিন্তু ছাগলের বিচিতে কম্প হলে খবর হতে বাধ্য ।

১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:১১

শাহ আজিজ বলেছেন: হা হা হা , যা বলেছেন ------ :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.