নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ফিরে আসব আমি---------------------------

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৯

মাহমুদুর রহমান সুজন

বিদ্রোহী ভৃগু


মহাজাগতিক চিন্তা

জুন

আহমেদ জী এস

কামাল১৮

রাজীব নুর

সত্যপথিক শাইয়্যান

পদাতিক চৌধুরি

ইফতেখার ভূইয়া

শেরজা তপন

সেতু আমিন

সাড়ে চুয়াত্তর

আমি সাজিদ

কাছের-মানুষ

মিরোরডডল

ঢাকার লোক

ঢাবিয়ান

সোহানী

ইসিয়াক

রানার ব্লগ

মুনাওয়ার সিফাত

জ্যাক স্মিথ

নিবর্হণ নির্ঘোষ

জটিল ভাই

অধীতি

মেহবুবা

আমি ব্লগার হইছি!

ধন্যবাদ আপনাদের । আপনাদের হৃদয় ছুয়ে যাওয়া মন্তব্যগুলো গভীর রাত পর্যন্ত মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে । সিদ্ধান্ত নিলাম আমি আবার লিখব । অনেক কিছু ঘটছে চারপাশে ।

ভালবাসি আপনাদের ।

মন্তব্য ৪৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার লেখা আবার পড়তে পারব জেনে খুব খুশী হলাম। এটা আমাদের জন্য অনেক বড় সুখবর।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ মহাজাগতিক চিন্তা ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৯

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল সিদ্ধান্ত নিয়েছেন । স্বাগতম

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: ভেরি গুড জব। এভাবে প্রিয় মানুষদের চলে যাওয়া মেনে নিতে কষ্ট হয়। আবার ঝলমল করে ব্লগকে প্রাণবন্ত করে তুলুন। ব্লগার জুলভার্ন বা হুমায়ুন কবির ভাইজানও যদি এমন করে ফিরে আসতেন..

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ পদাতিক ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪২

মিরোরডডল বলেছেন:




Man!!! Even at this age, you're a drama king.

ফিরে আসবে জানতাম কিন্তু এত দ্রুত যে আসবে সেটা জানতাম না :)

Anyway, good to see you back.

ব্লগে আমরা ঝগড়া করবো, মারামারি করবো কিন্তু যা করবো এখানে থেকেই করবো, ছেড়ে যাবো না।

ওকে? নো মোর হাংকি পাংকি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: উক্কে উক্কে বেবি-----------------------------------

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানবেন অগ্রজ ! হ্যাপি ব্লগিং !!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , হ্যাপি ব্লগিং ।।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকে আবারও স্বাগত জানাই। ফিরে আসুন, হাত খুলে লিখুন এটাই চাওয়া। ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভুইয়া সাহেব ।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৪

কামাল১৮ বলেছেন: বাজাবো বাশি শুরে শুরে।
তোমাকে আসতেই হবে
যেখানেই থাকো যত দুরে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: হা হা হা , ধন্যবাদ ।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৯

সেতু আমিন বলেছেন: সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:


ফিরে আসায় অভিনন্দন ও ভালবাসা রইল। আশা করি এই উপলক্ষ্যে একটা খানাপিনার ব্যবস্থা হইবে। :D B-)

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: আপাতত যার যার বাসায় আমারে স্মরণ করে খাইয়া নিলে হয় ।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ ,




সুমতি হয়েছে জেনে ভালো লাগলো। শুভেচ্ছা................

মিরোরডডল এর মতোই বলি - " ব্লগে আমরা ঝগড়া করবো, মারামারি করবো কিন্তু যা করবো এখানে থেকেই করবো, ছেড়ে যাবো না।"

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১০

শাহ আজিজ বলেছেন: হা হা হা !:#P ঠিক তাই ।

ধন্যবাদ আহমেদ ।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৫

মিরোরডডল বলেছেন:




কামাল১৮ বলেছেন: বাজাবো বাশি শুরে শুরে।
তোমাকে আসতেই হবে
যেখানেই থাকো যত দুরে।


কামালের মন্তব্যে আমি মুগ্ধ। বাহ!
এটা আমার অনেক প্রিয় একটি গান।


০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৬

শাহ আজিজ বলেছেন: এই কমিউনিস্ট ভাই গানও গায় --------------------------

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৭

আমি সাজিদ বলেছেন: অনেক ধন্যবাদ ফিরে আসার জন্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সাজিদ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

ইসিয়াক বলেছেন: আপনার সিদ্ধান্ত জেনে ভালো লাগলো।
আবারও স্বাগতম।
শুভ হোক সকল সময়।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০২

বিষাদ সময় বলেছেন: Welcome back.....

কেউ ব্লগ ছেড়ে যেতে চাইলে একটা লিরিকস এর কতগুলো লাইন প্রায়ই বলি.....আপনি ফিরে আসার পর বলছি---
...........................
"We are all just prisoners here
Of our own device"
..................................
Last thing I remember, I was
Running for the door
I had to find the passage back
To the place I was before
"Relax, " said the night man
"We are programmed to receive
You can check-out any time you like
But you can never leave!"

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৭

শাহ আজিজ বলেছেন: বাহ , চমৎকার , ধন্যবাদ বিষাদ সময় ।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২২

সাহাদাত উদরাজী বলেছেন: আরে দূর ভাই, কে কি কইল, কি হইলো, সব মাথা থেকে সরিয়ে, আপনার কাজ লেখা লিখুন তো!

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

শাহ আজিজ বলেছেন: হুম , তাই উদরাজী ।

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: ওয়েলকাম ব্যাক! সঠিক সিদ্ধান্ত।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৩

নয়ন বিন বাহার বলেছেন: ওয়েলকাম ব্যাক! কারও কথায় কান না দিয়ে শুধু লিখেন। লেখা একদিন কথা বলবেই!

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

শাহ আজিজ বলেছেন: তাই বলুক নয়ন ।

ধন্যবাদ ।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯

রানার ব্লগ বলেছেন: আসুন !! অপেক্ষায় আছি !!!

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৩

শাহ আজিজ বলেছেন: এসে গেছি ভাই ।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

নতুন বলেছেন: মিরোরডডল এর মতোই বলি - " ব্লগে আমরা ঝগড়া করবো, মারামারি করবো কিন্তু যা করবো এখানে থেকেই করবো, ছেড়ে যাবো না।"

ভাই ব্লগিং করা এখন সকালের নাস্তা করার মতন একটা অভ্যাসে পরিনত হয়েছে।

আমি লিখতে পারিনা কিন্তু মাঝে মাঝে ক্যাচাল করতে খারাপ লাগে না। B-)

কিছু অবুজের কথায় নিজের শান্তি নস্ট করবেন না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮

শাহ আজিজ বলেছেন: হুম শান্তি শান্তি ।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: জনাব, চাঁদগাজী/ সোনাগাজী আপনাকে নিয়ে পোষ্ট দিয়েছেন। যেন আপনি সামু ছেড়ে না যান। অথচ উক্ত পোষ্টে আপনি তাকে স্মরণ করেন নাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮

শাহ আজিজ বলেছেন: উনাকে সবসময় স্মরণ করি ।

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ ফিরে আসার জন্য। আপনি ব্লগে যথেষ্ট জনপ্রিয় এবং ওজনদার একজন ব্লগার এটা ভুলে যান কেন। আপনার পোস্ট থেকে অনেক কিছু জানা যায় আপনার বয়স এবং অভিজ্ঞতার কারণে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সা চু ।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো সিদ্ধান্ত। ওয়েল কাম ব্যাক।

একটা প্রচলিত গল্প আছে - শয়তান কীভাবে মানুষের মধ্যে ঝগড়া বাঁধায়, তার উপর। গল্পটা অনেকেরই জানা। শয়তান একটা দেয়ালে কিছু গুঁড় ফেলে। সেখানে আসে পিঁপড়া। পিঁপড়া খেতে আসে মাছি। মাছি খেতে আসে টিকটিকি। টিকটিকি খেতে আসে এক বিড়াল। সেই বিড়ালকে ধাওয়া করতে আসে অন্য বাড়ির কুত্তা। এরপর বিলাইওয়ালা আর কুত্তাওয়ালাদের মধ্যে ঝগড়া শুরু হয়, লাঠালাঠি হয়, মামলা হয়। শয়তান দূরে দাঁড়িয়ে কিটকিট করে হাসে।

যার উপর আপনার রাগ করার কথা ছিল, কিংবা আরো বেশি রাগ করার কথা ছিল, সেই রাগ কলাতালীয়ভাবে অন্যের উপর গিয়ে পড়েছে :)

শুভ কামনা শাহ আজিজ ভাই। ডায়েরি চলুক।



০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সোনা ।

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৪৬

অধীতি বলেছেন: ভালবাসা জানবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:১০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ অধীতি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.