নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগত দিনে এই হাসি কি অমলিন থাকবে ??
পুতুলের পরিচিতি সভা হয়ে গেল এই সুযোগে । খুব ভাল ।
--------------------------------------------
ছবিঃ ফোকাস বাংলা
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪
শাহ আজিজ বলেছেন: ক্লোন নাকি
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০
রানার ব্লগ বলেছেন: পুর্ব অভিজ্ঞতা বলে সাদা চামড়াদের আন্তরিক হাসি মোটেও বিশ্বাস যোগ্য নয় ।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫
শাহ আজিজ বলেছেন: কি জানি আমার অভিজ্ঞতা ভাল ।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে বিএনপির কলিজা জ্বলবে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬
শাহ আজিজ বলেছেন: জলুক না একটু ।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯
অক্পটে বলেছেন: সব ঠিক আছে, ফেয়ার ইলেকশনেই যত ডর। এই ডর কেন তৈরী হল। সেকি জনগণকে বিশ্বাস করেনা? কেন সে কথা দিয়েও কথা রাখেনা?
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯
শাহ আজিজ বলেছেন: এই ছবি দেখলে মনে হয়না তারা একে অপরকে গাইলাইছে । এযাবত কোন শাসক আমজনতাকে বিশ্বাস করেনি এটাই পরম সত্য ।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১
অক্পটে বলেছেন: স্মৃতি হাতড়ালে ডিপ্রেশন কমে।
এটা ভাল।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১০
শাহ আজিজ বলেছেন: হুম , কন্যার ইনাগুরেশন হয়ে গেল ।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮
বাকপ্রবাস বলেছেন: পুতুলের বিয়ে কবে হবে?
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪২
শাহ আজিজ বলেছেন: ওর তো স্বামী আছে ।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
স্প্যানকড বলেছেন: সাদা চামড়ার হাসি পরে না জানি হয় ফাঁসি ! ভালো থাকবেন খুব।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৩
শাহ আজিজ বলেছেন: হা হা হা , খুব রসাত্মক মজা ----------------
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন: ক্লোন নাকি
হুম ছবি গুলোও ল্যাবে দিতে হতে পারে । বিজ্ঞানের অগ্রগতি ! ক্যামনে কি ? আল্লাই মালুম !
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৪
শাহ আজিজ বলেছেন: আসলেও তাই ।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: পরে যা হবার হবে। তবে পোষ্ট ভালো হয়েছে। কষ্ট করে কিছুই পড়তে হয়নি।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৫
শাহ আজিজ বলেছেন: এজন্যই নাম দিয়েছি অ্যালবাম ।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
কামাল১৮ বলেছেন: ছবি দেখে মনে হয় খবর ভালো।ভারত সব ম্যানেজ করেছে।নয়তো ভারতেরই বিপদ।
শেখ হাসিনার ছেলে মেয়ে দুটিই ভালো।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৫
শাহ আজিজ বলেছেন: ভাল হলেই ভাল ।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন:
পুতুল তাহলে রাজনীতিতে আসছে!
বাংলাদেশের দুর্ভাগ্য। পুতুল বা তারেকের চেয়ে আগাতে পারেনা
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪১
শাহ আজিজ বলেছেন: ছবি দেখেই আমার মনে হয়েছে পুতুল রাজনীতিতে আসছে । বাইডেন এর হাতে ধরা হাত্ টি ভবিষ্যতে এদেশের কলম ধরবে।
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৯
শাহিন-৯৯ বলেছেন:
তাহলে কি এখন থেকে সেন্ট মার্কিন (সেন্ট-মার্টিন) বলে ডাকতে হবে? শেখ হাসিনা নিজেই তো বলেছে- এই দ্বীপ দিলে এত সমস্যা হতো না?
আমি ভাবতাম ব্লগরা অনেক জ্ঞানী কিছু কমেন্ট পড়ে সেটাই মনে হলো!! বাইডেন আসছে একটা সম্মেলনে যেখানে বিশ্বের তিন মোড়লের দুইজন আসেনি!! সেই সম্মেলন কতটুকু হবে তা বোঝা যাচ্ছেই তাই ব্যাটা সেলফি তুলে সময় পার করছে!!
মূল কথা হলো আমেরিকা আমাদের একজন নির্ভর দেশ হয় নয় তাদের বৈদেশিক নীতি নির্ধারণ হয় অনেক গবেষনা তথ্য উপাত্ত দিয়ে যা একদিনে তৈরি হয় না আবার একদিনে শেষ হয় না।
ইউরোপ আমেরিকার সরকার প্রধানরা রাস্তা ঘাঠে এভাবে শত শত সেলফি তুলে। সেলফি দিয়ে পরাষ্টনীতি হয় না অবশ্য বাংলাদেশে সব সম্ভব।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ছবি ব্লগে যেহেতু একাধিক ছবি থাকে তাই প্রথম ছবি দেয়ার পর কিছু লিখে একটু খালি রাখুন। লাইন ব্রেক দিন বা প্যারাগ্রাফ এর মতো লিখুন। তা না হলে প্রথম পাতায় একাধিক ছবি চলে এসে অন্যের লিখাকে অনেক নিচে ঠেলে দেয়। বিষয়গুলোর প্রতি লেখকের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫
শাহ আজিজ বলেছেন: অনিচ্ছাকৃত ভুল এটা , ধন্যবাদ ভুঁইয়া সাহেব ।
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ছবি নিয়ে আওয়ামীলীগ বাকবাকুম বাকবাকুম করছে অন্যদিকে বিএনপির বুক ধড়াস ধড়াস করছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: যেমন অন্তরঙ্গতা নিয়ে ছবি তাতে বুক ধড়াস ধড়াস করারই কথা । পুতুলরা জিতে গেল । জয়বাংলা ।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: অনিচ্ছাকৃত ভুল এটা , ধন্যবাদ ভুঁইয়া সাহেব ।
আমি সেটা জানতাম। বিষয়টি অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫
শাহ আজিজ বলেছেন:
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬
অরণি বলেছেন: আওয়ামীলীগ বাকবাকুম বাকবাকুম করছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪
শাহ আজিজ বলেছেন: করবেইতো , আমিও করছি --------------------------------
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩
ঢাবিয়ান বলেছেন: দ্বিতীয় ছবিতে বাইডেন পি এম কে বলছেন '' তাহাজ্জুত পইরা আরেক দফা মিডনাইট ইলেকশন আয়োজন করেন , আমি ও আমেরিকা পাশে আছি ''!!!!!!!!
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭
শাহ আজিজ বলেছেন:
কিন্তু পুতুলের হাত ধইরা কি কইল ????????
১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাকপ্রবাস বলেছেন: পুতুলের বিয়ে কবে হবে? পাত্র হাতে আছে না কি? না কি পাত্র আপনি নিজে? যদ্দুর জানি আপনি বিবাহিত, বাচ্চাও আছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮
শাহ আজিজ বলেছেন: যা বলেছেন দাদা
১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: জো বাইডেনের সাথে আমাদের আপা আর ভাগ্নির হাস্যোজ্জল ছবি দেখে গণতন্ত্র উদ্ধারে সরকার পতনে ভাটা পড়ে গেল মনে হয়।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৫
শাহ আজিজ বলেছেন: ফখরুইল্যা দারুন হতাশ ।
২০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬
এমজেডএফ বলেছেন: বাংলাদেশের রাজনীতিকদের কথাবার্তা এবং মিডিয়ায় খবরের শিরোনাম দেখে মনে হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা নির্ধারন করে। এ দেশের কিছু নেতা এবং সাংবাদিকদের অতি বাড়াবাড়িতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এখন নিজেকে বাংলাদেশের একজন সেলিব্রেটি নেতা মনে করেন!
যুক্তরাষ্ট্রের কথাবার্তা ও আচরণ যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তখন শেখ হাসিনা বলেছিলেন, সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে না দেওয়াতে আমেরিকা শেখ হাসিনার ওপর ক্ষেপেছে।"
এখন যখন আমেরিকার হাওয়া শেখ হাসিনার অনুকুলে তখন ফকরুল বললেন, "এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকা বেইস করে এই অঞ্চলে প্রভুত্ব করবে, দেশগুলো দখল করবে, আক্রমণ করবে।"
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৩
শাহ আজিজ বলেছেন: গরিব আর দুর্বল রাষ্ট্রগুলো আমেরিকার ইঙ্গিত ছাড়া চলতে পেরেছে কখনো । যাক এবার কিছু হবে । জি ২০ এদের কপাল খুলে দিয়েছে ।
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
বাকপ্রবাস বলেছেন: ইএইতে পুতুলের স্বামীর অর্থ কেলেংকারী হয়ে শিরোনামে এসেছিলেন, তারপর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়, পরে পুতুল বিয়ে করেছেন কিনা জানিনা, করে থাকলে দাওয়াত পাইনি
১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৫
শাহ আজিজ বলেছেন: সম্ভবত তিনি দুবাই কারাগারে । পুতুল এখনো সিঙ্গেল ।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮
বাউন্ডেলে বলেছেন:
কোর্ট পড়া ভদ্রলোকের হাসিটা কোনক্রমেই কৃত্রিম মনে হচ্ছে না কেন ?