নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। টেনে হিঁচড়ে রাস্তায় নামানো হবে

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২১




জওয়ান মুক্তি পাবার আগে ঝনটু বাবু হুশিয়ারি দিয়েছিলেনঃ
এ বিষয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু জানিয়েছেন, প্রযোজক সমিতির নিয়মে আগামী সপ্তাহে শাহরুখের ‘জওয়ান’সহ অন্য সিনেমা মুক্তি দেয়ার কোনো সুযোগ নেই।
ঝন্টু বলেন, ‘প্রযোজক সমিতির নিয়মে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেয়ার সুযোগ নেই। সে হিসেবে আমি আর পরিচালক মুশফিকুর রহমান গুলজার আবেদন করেছিলাম। তাই আমার “সুজন মাঝি” আর মুশফিকুর রহমান গুলজারের “দুঃসাহসী খোকা” সিনেমা মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর। এই সপ্তাহে আর কোনো সিনেমা আসার সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘এরপরও যদি নিয়মের বাইরে গিয়ে জওয়ান বা তৃতীয় কোনো সিনেমা মুক্তি দেয়া হয়, তাহলে প্রযোজক সমিতির দায়িত্বে যারা আছেন, তাদের টেনেহিঁচড়ে রাস্তায় নামানো হবে।’
এদেশের বিনোদন ব্যাবস্থা কিভাবে মুষ্টিমেয় লোকের হাতে চলে গিয়েছিল এটা তার একটা বড় প্রমান । ইন্ডিয়ান ছবিতে নাখোশ কিন্তু হলিউডি ছবিতে দিলখোশ । স্বাধীনতার পরে আমি হলে বসে ইংলিশ মুভি দেখেছি অনেক । কেউ তখন বাধা দেয়নি । ৯৫ সালে এক সিনেমা হল মালিকের সাথে বসে গল্পের ফাকে একটি টেলিফোন আলাপ শুনে বেশ অবাক হয়ে তাকিয়ে রইলাম । একটি সিনেমা তৈরি হবে । তার জন্য প্রযোজক বা পরিচালক দেশের হল মালিকদের ঐ সিনেমাতে লগ্নি করার আহবান জানাচ্ছে । তারা নায়ক ও নায়িকার নাম বলে লগ্নি ফিক্স করছে । শর্ত ছবির প্রথম প্রিন্ট এদের দিতে হবে । বাংলাদেশের সব হল মালিক এভাবেই ছবিতে লগ্নি করে ব্যাবসা করে । এখন দিনকাল খারাপ যাচ্ছে তাই মনে হয় সবাই সাড়া দিচ্ছেনা এবং নতুন ছবিতে লগ্নি হচ্ছে না । এখন তারা মনে হয় ভারতীয় ছবির জন্য ডিসট্রিবিউটর এর সাথে লগ্নি করবে বা অগ্রিম দিয়ে বুকিং নেবে । কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে একজন পরিচালক কাউকে টেনে হিঁচড়ে রাস্তায় নামাতে চায় । এরকম অনেক ঝনটুঁর জন্য অনেক ক্ষেত্র আটকে আছে অনেক বিষয় ।
সরকারকে ধন্যবাদ যে তারা কালট সিস্টেমকে ভেঙ্গে দিয়েছেন ।

চ্যানেল ২৪ , ফেসবুক

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: ঝন্টু সাহেবের মুভির ট্রেইলার সামনে এসে গেছিলো। ভেবেছিলাম কোন এলাকার পোলাপাইন মনে হয় দুষ্টুমি করে এমন কিছু বানিয়ে ঝন্টু সাহেবের নামে প্রচার করেছে! পরে বুঝলাম যে ঝন্টু সাহেবই বানিয়েছেন ওটা। ওটা যেমন অখাদ্য, তেমন অখাদ্য মার্কা কথা তিনি বলতেই পারেন বলে আমার ধারণা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

শাহ আজিজ বলেছেন: এরা পাগল হয়ে গেছে । মনে করেছিল আমরা এফ ডি সির মাফিয়ারা যা করব তোরা তাই খাইবি । জমানা বদল গিয়া ইয়ার :) :)

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: মাঝে একটা প্রতিবেদন দেখলাম, এফডিসি নাকি মর মর অবস্থায়। বেশ আগে আজিজ সুপার মার্কেটে একজন নামকরা পরিচালকের সাথে পরিচয় হয়েছিলো। তার মুখেও শুনেছিলাম এই সব মাফিয়াদের কারণে তাদের কি কষ্ট হচ্ছে। এদের হাত থেকে সবাই নিস্তার চায়!

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১০

শাহ আজিজ বলেছেন: কেরানিগঞ্জে অথবা অন্য জায়গাতে স্টুডিও ব্যাবস্থা গড়ে তুলতে হবে । কোন সমিতিকে অবারিত ক্ষমতা দেয়া যাবেনা অন্যদের নিয়ন্ত্রনের জন্য ।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ঝন্টু ফন্টু অযথাই চিলাচ্ছে।
পৃথিবীর বহু দেশে হিন্দি সিনেমা চলে। এবং মানুষ তা আনন্দের সঙ্গে গ্রহন করেছে। আমাদের দেশের মানুষ ভারতী ম্নুভি খুবই পছন্দ করে। করাই উচিৎ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

শাহ আজিজ বলেছেন: একটা মুক্ত পরিবেশ চাই , চাই মুক্ত হাওয়া ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

স্প্যানকড বলেছেন: দেহি নাই তয় দেহার খায়েশ আছে। এখন দর্শকের ছবি দেখার দর্শন এবং রুচি দুইটা বদলে গেছে। সেইটা বুঝতে না পারলে ধরতে না পারলে আপনি কি ছবি বানাবেন এ যেমন এক প্রশ্ন তেমনি টাকা দিলেও কি আমাদের কেউ হলিউড বা বলিউড স্টাইল এর ছবি বানাতে পারবে? ভালো থাকবেন খুব।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭

শাহ আজিজ বলেছেন: সিনেমা আর দর্শক তৈরিতে সময় লাগেনা । সেন্সর বোর্ড উঠিয়ে দিতে হবে ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশে চিত্রশিল্পটা গুটিকয়েক লোকের কারণে ধ্বংস হয়ে গেলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৫

শাহ আজিজ বলেছেন: এখনো সময় আছে রাশ টেনে ধরার ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫২

সোনাগাজী বলেছেন:




আমাদের ব্লগার রাজা ঘটক ১টি মুভি করেছিলেন; সেটার কি হলো?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

শাহ আজিজ বলেছেন: আমি তার সম্পর্কে জানিনা ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪০

কামাল১৮ বলেছেন: টেনে হিচড়ে রাস্তায় নামতে হবে এই কথাটি এখন বহুল প্রচলিত।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: যাই হোক অসভ্য লোকেরা এমন ভাষা ব্যাবহার করে ।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৫৮

শেরজা তপন বলেছেন: দেলোয়ার জাহান ঝন্টু সেইরকম একটা মাল। বাংলাদেশের অর্ধেক বস্তাপচা ছবি সে নিজে বানিয়েছে।
মামা নিজে নিজে এখন বুদ্ধিজীবী সেজেছে :)

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: উপরের পোস্টারে কি লেখা খেয়াল করেননি " দেলোয়ার জওয়ান ঝনটুঁ" =p~ !:#P

এখন এদের বিশ্রাম নেবার পালা । নতুন উদ্যমী যুবকরা বানাবে নতুন ছবি যা বছর ভরে চলবে ।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০২

ধুলো মেঘ বলেছেন: ছবিটি আমি দেখেছি। এই ছবিতে অনেক মেসেজ দেবার চেষ্টা করা হয়েছে। যাদেরকে দেয়া হয়েছে, তারা কেবল এগুলোকে বিনোদনমূলক বার্তা হিসেবেই নেবে - সমাজকে পরিবর্তনের কোন চেষ্টা করবে বলে মনে হয়না।

এমনিতে এই সিনেমায় শাহরুখ খানের চেহারা ছাড়া আর কিছু দেখার নেই।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৮

শাহ আজিজ বলেছেন: আমি শাহরুখরে দুই চক্ষে দেখতে পারিনা । ছবির নির্মাণ , কারিগরি বিষয়ে নতুনত্ব আছে তাই দলেবলে গেলাম । মাঝখানে এসে বিরক্তি ধরে গিয়েছিল ।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৩

ধুলো মেঘ বলেছেন: একদম একমত। এইরকম চেহারার একজন সারা বিশ্বে এত পল্পুলার হয়েছে - এটা ভেবে মাথা গরম হয়ে যায়। ইন্ডিয়াতে কত ট্যালেন্টেড অভিনেতা আছে - আর সবাই হুমড়ি খেয়ে পড়ে এই প্রতিবন্ধির অভিনয় দেখতে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশকে নষ্ট করার পেছনের অনেক কারনের এই একটা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.