নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন।’
আজ ভোররাত সোয়া ৪টায় ঢাকার কদমতলী থানার খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে হৃদয় নামে একজন কল করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল মিঠুন সরেন।
কল করে হৃদয় বলেন, 'হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।'
বেচারা বাইচা গেছে তয় ধোলাই কম হয় নাই ।
কেয়া ট্রিক্স হ্যায়
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৭
শাহ আজিজ বলেছেন: চোররা ৯৯৯ ব্যাবহার করলে পাবলিকের জন্য আলাদা নাম্বার দেওয়া হোক ।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০১
অহরহ বলেছেন: সাবাস চোর ভাইয়া। ছিঁছকে চোর মেরে কী হবে? যেখানে কোটি-কোটি টাকা পাচার করে বহাল তবিয়তে আছেন ওনারা।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪২
শাহ আজিজ বলেছেন: ওদের নিশ্চয়ই আলাদা কোন নাম্বার আছে
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০২
সোনাগাজী বলেছেন:
ঢাকার ৪০% লোকজন অসৎভাবে আয় করে থাকে; সঠিক, এদের জন্য আলাদা নম্বর রাখার দরকার।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: এটা এখন সময়ের দাবি ।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৪
কামাল১৮ বলেছেন: চোরকে ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে দিতে হবে।কেউ মারলে তার বিচার হওয়া দরকার।চোরকে মারার ধারনা থেকে বের হয়ে আসতে হবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: আপনি তো কিতাবি আওয়াজ দিলেন । মারতে যে কি সুখ
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৯
শেরজা তপন বলেছেন: বুদ্ধিমান চোর বটে
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩
শাহ আজিজ বলেছেন: হাইলি ইনটেলিজেন্ট । কিছুদিন বাদে বুড়া চোর এরকম ইয়াং চোর খুজবে মেয়ে বিয়ে দেয়ার জন্য ।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১০
শাওন আহমাদ বলেছেন: বাহ! কি উপস্থিত বুদ্ধি!
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫
শাহ আজিজ বলেছেন: একটা বাংলাদেশ চোর দল বা চোর লীগ খুলতে পারে ওদের দাবি দাওয়া মেনে নিতে ।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: সচেতন চোর। আগামীবার চুরি করার পথ খোলা রাখার ব্যবস্থা করে রাখলো আর কি!
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০১
শাহ আজিজ বলেছেন: এরপর থেকে পুলিশের রাতের ডিউটি হবে চোর রক্ষা ডিউটি । একটা থিফ সেল খুললে হয় ।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৬
সোনাগাজী বলেছেন:
বুদ্ধিমান চোর।