নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেডারেল শাট ডাউন কার্যকর হতে যাচ্ছে আজ রাতে । আবার কাল রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি নিউইয়র্ক শাট ডাউন করে দিয়েছে । আমি একটু আগে লাইভ দেখলাম টি ভি তে । ভয়ঙ্কর অবস্থা বন্যার পানিতে । আমাদের কিছু ব্লগার নিউইয়র্ক থাকেন --------- কেমন আছেন আপনারা ভাই , আপা ।
আপডেটঃসোনাগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি ভালো আছি, আমাদের এলাকায় ( ব্রকলীনে ) পানি জমেনি; পানি জমেছিলো ম্যানহfন ও কুইন্সে। কুইন্সে থাকেন ইফতেখার ভুঁইয়া, কালবৈশাখী, রাবেয়া রাহিম, পাভেল, জাহিদ, বোমক্যাস বাবু ও রাফা। কলাবাগান১ এখন নিউইয়র্কে নেই, মনে হয়।
--------------------------------------------------
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি বর্তমানে নিউইয়র্ক থাকি না।
তবে যাওয়া আসা করি। বর্তমানে ডালাসে আছি।
---------------------------------------------------
হাসান কালবৈশাখী বলেছেন:
ব্রেকিং নিউজ।
ব্রেকিং নিউজ
গভর্মেন্ট শাট-ডাউন হচ্ছে না। ৪৫ দিনের জন্য আপাতত রেহাই দিছে। কংরেস।
------------------------------------------------------
ইফতেখার ভূইয়া বলেছেন: আমাদের এখানে অনেক বৃষ্টি হলেও আমার আশে-পাশের কোথাও পানি জমতে দেখিনি। তবে পত্রিকা দেখে মনে হয়েছে ব্রুকলিনে বেশ কিছু জায়গায় পানি জমেছে। ভারী বৃষ্টিতেও দু'বার বাড়ি থেকে বের হয়েছিলাম অবস্থা বোঝার জন্য। এরকম বৃষ্টি এর আগে হারিকেন আইডার সময় দেখেছি তবে তখন বৃষ্টি আরো বেশী হয়েছে বলে মনে হচ্ছে। মানে হারিকেনে অল্প সময়ে বেশী পানি ঝরেছে আর এবার দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে কম বৃষ্টি ঝরেছে। স্বাভাবিকভাবেই আইডার সময় বাতাসের গতিবেগ বেশী ছিলো, এবার ততটা ছিলো না। দেরীতে হলেও আপনার পোস্টে জন্য ধন্যবাদ
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২০
শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো জেনে যে আপনি ভাল আছেন । আশা করি অন্যরাও ভাল আছেন ।
টেক কেয়ার ।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি বর্তমানে নিউইয়র্ক থাকি না।
তবে যাওয়া আসা করি। বর্তমানে ডালাসে আছি।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮
শাহ আজিজ বলেছেন: বেশ ভাল লাগলো জেনে ।
৩| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১:০৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ব্রেকিং নিউজ।
ব্রেকিং নিউজ
গভর্মেন্ট শাট-ডাউন হচ্ছে না। ৪৫ দিনের জন্য আপাতত রেহাই দিছে। কংরেস।
০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১:২৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৪| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১:৩০
কামাল১৮ বলেছেন: এতো উন্নয়নের পরে পানিতে ডুবে কেমনে।
০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৯
শাহ আজিজ বলেছেন: এবার গোটা পৃথিবীটাই উত্তাল ------------------
৫| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আমাদের এখানে অনেক বৃষ্টি হলেও আমার আশে-পাশের কোথাও পানি জমতে দেখিনি। তবে পত্রিকা দেখে মনে হয়েছে ব্রুকলিনে বেশ কিছু জায়গায় পানি জমেছে। ভারী বৃষ্টিতেও দু'বার বাড়ি থেকে বের হয়েছিলাম অবস্থা বোঝার জন্য। এরকম বৃষ্টি এর আগে হারিকেন আইডার সময় দেখেছি তবে তখন বৃষ্টি আরো বেশী হয়েছে বলে মনে হচ্ছে। মানে হারিকেনে অল্প সময়ে বেশী পানি ঝরেছে আর এবার দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে কম বৃষ্টি ঝরেছে। স্বাভাবিকভাবেই আইডার সময় বাতাসের গতিবেগ বেশী ছিলো, এবার ততটা ছিলো না। দেরীতে হলেও আপনার পোস্টে জন্য ধন্যবাদ।
০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৩
শাহ আজিজ বলেছেন: যাক আপনারা ভাল আছেন জেনে খুব ভাল লাগছে । ধন্যবাদ সাড়া দেবার জন্য ।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি ভালো আছি, আমাদের এলাকায় ( ব্রকলীনে ) পানি জমেনি; পানি জমেছিলো ম্যানহfন ও কুইন্সে। কুইন্সে থাকেন ইফতেখার ভুঁইয়া, কালবৈশাখী, রাবেয়া রাহিম, পাভেল, জাহিদ, বোমক্যাস বাবু ও রাফা। কলাবাগান১ এখন নিউইয়র্কে নেই, মনে হয়।