নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মাদি

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:২১



বারবার কারাবরনকারি ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি ২০২৩ সালের ঘোষিত শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন । জীবনের ৫১ টি বছরের ৩১ টি বছর জেলে কাটিয়েছেন । মোট ১৩ দফা জেল খেটেছেন । শিরিন এবাদির ঘনিষ্ঠ সহকারি নার্গিস জীবনভর সংগ্রাম করে গেছেন । পেশায় ইঞ্জিনিয়ার এর আগে ২০১৭ সালে আন্দ্রেই শাখারভ পুরস্কার পেয়েছেন ।

ইরানি মিডিয়া কোন প্রতিক্রিয়া দেখায়নি ।


নিউইয়র্ক পোস্ট ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫১

কামাল১৮ বলেছেন: তার সম্পর্কে বিশেষ কিছু জানি না।অভিনন্দন।ইউনুসের মতো না হলেই হলো।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: গুগল করুন ডিটেইল পাবেন ।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৮

শাহ আজিজ বলেছেন: Click This Link

২| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১১

ঢাবিয়ান বলেছেন: view this link3

ইরানের অবস্থা ভয়ঙ্কর

৩| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১২

ঢাবিয়ান বলেছেন: সরি লিংক টা কাজ করছে না

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৯

শাহ আজিজ বলেছেন: কিরকম ভয়ঙ্কর , জানাবেন ।

৪| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:



ইরানের মানুষ অনেক ভালো থাকার কথা, ওদের ডলারে হিজবুল্লাহ থেকে শুরু করে হামাসেরা ভালো আছে।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন: লেবাননে একটা বাহিনী পর্যন্ত গড়ে তুলেছে আয়াতুল্লাহরা ।

৫| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৫

কামাল১৮ বলেছেন: তার জীবন এক সংগ্রামী নারীর ইতিহাস।লিংক দেয়ার জন্য ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৬

শিশির খান ১৪ বলেছেন: ইরানের ধর্মীয় পুলিশ আবার একটা মে কে পিটায়া হাসপাতলে পাঠাইছে, ওই মের মা প্রতিবাদ করছিলো দেইখা মারে পুলিশ হেফাজতে নিছে। ইরান এর শাসকরা পারে খালি দেশের মহিলাদের সাথে মাস্তানি করতে আজব দেশ একটা যাক শান্তিতে নোবেল পুরস্কার এই বার ঠিক জায়গায় দিছে।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০১

শাহ আজিজ বলেছেন: ইরানের ইতিহাস অনেক লম্বা । এই ইতিহাস ধ্বংসে মাঠে নামলো আয়াতুল্লাহরা । মস্কোপন্থিরা সাহায্য করেছিল সেই ইসলামিক বিপ্লবে এবং যথারীতি উৎখাত হয়েছে। যত পোদ্দারি মেয়েদের সাথে , যত্তসব জঞ্জাল ।

৭| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: ফেসবুকে দেখলাম ইতরের দল উনার নোবেল পাওয়া নিয়ে হাসাহাসি করছে। দেশে এখনও কোটি কোটি ইতর বাস করে। এদের কাছে নারীরা মানুষ না।

০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৮

শাহ আজিজ বলেছেন: দেশে মানে এই বাংলাদেশে ?

এদেশে ইতর সবসময় মওজুদ থাকে ।

৮| ০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবি দুইটাই কি ওনারই? দেখতে বিসদৃশ লাগছে।

০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২১

শাহ আজিজ বলেছেন: একটা সাম্প্রতিক , আরেকটা কোন সময়ের উল্লেখ নেই । নিউইয়র্ক পোস্টে রয়টারের দেয়া ছবি ।

৯| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: যোগ্য মানুষ পেয়েছে নোবেল।

কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নোবেল পাবে না? তাহলে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিইয়ে লাভ কি হলো? আসলে মানতার দাম নাই।

০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

শাহ আজিজ বলেছেন: এই সিদ্ধান্ত নোবেল কমিটি নেয় ।

১০| ০৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

বাকপ্রবাস বলেছেন: নট উইআউট মাই ডটার একটা অনুবাদ পড়েছিলাম, সেটা পড়ে বুঝেছিলাম তারা খুবই কঠোর ও নির্মম নারীর অধিকারের ব্যাপারে, তবে সমস্যা হলো নারীরাই এসবে বড় সাপোর্টার তাদেরকে বন্দী করে রাখার

০৯ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৫

শাহ আজিজ বলেছেন: ব্যাপারটা বড্ড গোলমেলে তাই না ? নারীরাই নারীদের অধিকার খর্ব করেছে । তবে ইরানে যা চলছে তা স্বেচ্ছাচারিতা এবং মানবতা বিরোধী । ইরান রাজাদের আমলে অনেক মুক্ত ছিল । ধর্মীয় জঙ্গি আর বাম জঙ্গিরা সেই যে তথাকথিত বিপ্লব করল তাতে গোটা ইরান আবদ্ধ হয়েছে। ইরানে পরিবর্তন আসবে এবং তা শীঘ্রই ।

১১| ০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৪

রানার ব্লগ বলেছেন: ইতরের ও অসভ্যের বাহিনী ফেইসবুক জুড়ে হা হা হি হি তে ব্যাস্ত ।

০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৪

শাহ আজিজ বলেছেন: ওরা চিরকালই হা হা হি হি করে থাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.