নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শক্তি , ভক্তি তোমায়

১৩ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪০





শক্তিকে ভক্তি করো
হাঁদারাম পাবলিক
বাচার তরে নাহয় হলে
কিছুটা হিপোক্রাটিক

তেল মর্দনে অস্থির করো
মগজ দেহ ও মনে
ধীরে ধীরে এসে পড়ো
স্বার্থ উদ্ধারের লাইনে

টেন্ডারবাজি না ব্যাবসা করবে
নাকি কয়লার সাপ্লাই দেবে
মাদক হবে দারুন ব্যাপার
দিনকে বানাবে রাতের আঁধার

থাকবে তুমি প্রতিক্ষণে
বাড়তি প্রোটেকশনে
পাঞ্জাবির কোনাটা ঝুলিও
সারারাত ইট বেঁধে

আগে হাঁটতে সোজা হয়ে
এবার ঝুঁকে, ভাব নিয়ে
দুহাত বেশ কায়দা করে
দোলাবে দুই ধারে


হটাত পিছে দেখবে চেয়ে
ক্যাডারের নেই অভাব
সব শালাই চায় শক্তি
নিয়ে ভক্তির কবজ ।।

সেপটেমবর/২০১৩

২০১৩ সালে ছাপানো এই লেখাটি কোন এক সদ্যজাত ব্লগার তার গেমসের অ্যাড দিয়েছে । বেচারাকে বেশ কষ্ট করে দশ বছর আগের লেখা ঘাটাঘাটি করতে হয়েছে , এজন্য ধন্যবাদ ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৪

কাঁউটাল বলেছেন:


বাংগু পোগোতিশীল
পাংগু বোগোতিশীল
চাংগু চোগোতিশীল

১৩ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১২

শাহ আজিজ বলেছেন: সময় নষ্ট ।

২| ১৩ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৪

সোনাগাজী বলেছেন:


এখন শক্তি হচ্ছে জ্ঞান।

১৩ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১১

শাহ আজিজ বলেছেন: জ্ঞান না থাকলে কিছুই নেই ।

৩| ১৩ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শেষের প্যারাগুলোয় অন্তমিল ঠিক নেই।

১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৬

শাহ আজিজ বলেছেন: হুম, তাই দেখছি ।

৪| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০১

মু, আমজাদ হোসেন বলেছেন: ছন্দ আর বানানের বারোটা বাজানো ছড়া । যে বিদ্যায় হাত নেই, সেখানে হাত দিয়েছে ।

১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৫| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৮

কামাল১৮ বলেছেন: জ্ঞানই শক্তি।

১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৭

শাহ আজিজ বলেছেন: সত্যি ।

৬| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৯

স্প্যানকড বলেছেন: জ্ঞ্যান এর লগে তেল থাকলে যাওয়া যায় বহুদূর ।

১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৩

শাহ আজিজ বলেছেন: সবই থাকতে হবে উপযুক্ত পরিমানে ।

৭| ১৪ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা শ্রুতি মধুর।

১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৩

শাহ আজিজ বলেছেন: ৪ নাম্বার মন্তব্য দেখ---------------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.