নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শীত এসে গেল

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০১



কার্ত্তিক মাস প্রায় শেষ , অগ্রহায়ন এসে গেল । উত্তরের গ্রামাঞ্চলে শীত আর কুয়াশা পড়া শুরু হয়ে গেছে । আমি বিকালে হাঁটাহাঁটির সময় দেখি লেপ তোষকওয়ালারা খুব ব্যাস্ত সেলাই নিয়ে । পাশাপাশি পিঠার পসার নিয়ে আরও কিছু খণ্ডকালীন মানুষ ফুটপাতের কিনার দিয়ে বসে গেছে । এবারের চড়া বাজারে পিঠার দাম দ্বিগুণ হয়েছে । বেড়েছে লেপ তোষকের খরচ । পিঠার বেচাকেনা তেমন নেই । দাম বাড়লেও থেমে নেই জীবন । জীবন চলছে সুখে দুঃখে । পল্লবীর পোশাক কারখানা খুলে গেছে । পেট বাচাতে কর্মীরা নিঃশব্দ আপোষ করেছে কাজের সাথে ।

আপনাদের লেপ রোদে দিয়েছেন তো ???

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৩

কামাল১৮ বলেছেন: এমন কোন লোক নাই যে ১০০% মানসিক ভাবে শুস্থ।কম বেশি সমস্যা সবারই আছে।যে কোন মানসিক বিশেষজ্ঞের সাথে আলাপ করে দেখতে পারেন।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১০

শাহ আজিজ বলেছেন: স্লিপ খায়া এইখানে ঢুইকা পড়ছে হে হে হে

২| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

কামাল১৮ বলেছেন: উপরের মন্তব্যটি ভুল যায়গায় পোষ্ট হয়ে গেছে।পরে আবার মন্তব্য করছি।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১১

শাহ আজিজ বলেছেন: পরের মন্তব্য কি অন্য কারো ব্যাগে ঢুকল ?? !:#P

৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২২

ডার্ক ম্যান বলেছেন: এই শীত মৌসুম তো আন্দোলন আর নির্বাচনী আমেজে পার হয়ে যাবে।
আগামী শীত মৌসুম থেকে ব্লগারদের নিয়ে ঘুরে বেড়াতে পারেন।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

শাহ আজিজ বলেছেন: হুম , পাচ বছর পর একেকটি আন্দোলন এসে অনেক কিছু ভণ্ডুল করে দেয় ।

৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

শায়মা বলেছেন: পোস্ট পড়ে ছোটবেলার লেপের কথা মনে পড়ে গেলো।
এখন আমাদের বাসায় আর লেপ ইউজ করা হয় না। যা করা হয় কম্ফোরটার।
এই লেপ আমার ছেলেবেলা। মায়ের বাসা, দাদুর বাসা, নানুর বাসা।

কিন্তু ভাইয়া পোস্টের শেষে এসে স্লিপ খাইয়া কামাল ভাইয়া মন্তব্য এইখানে এসে পড়া দেখে তোমার স্লিপ হজাওয়া মন্তব্য দেখে হাসতে হাসতে মরলাম।

আহমেদ জী এস ভাইয়াকে আমার মনে হয় ছোটবেলায় মহা দুষ্টু ছিলো আর তোমাকেও মনে হয় মহা মহা দুষ্টু.........

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০২

শাহ আজিজ বলেছেন: B-) না আমি দুষ্টু ছিলাম না তবে এখন বন্ধুদের আড্ডায় সবচে খাচ্চর আমি ---------------------------- ।




লেপ না হলে মনে হয় গায়ের উপর কি যেন নেই , কেমুন খালি খালি লাগে :D

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
শুনেছি তেলের ব্যবহার এখন কমে গেছে। সবাই কম্বল ব্যবহার করে। এমনকি দরিদ্রদের মাঝে কম্বল বিতরন হয়। লেপ না।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

শাহ আজিজ বলেছেন: দোকানে লেপ বানানোর ধুম , কম্বল দেখি নাই ।

৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সময়োপযোগী পোস্ট । শীত আসছে । লেপ শীতের প্রতীক গ্রাম বাংলায় এখনো লেপের ক্দর আছে।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

শাহ আজিজ বলেছেন: আমার লেপ না হলে চলে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.