নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ভীষণ বিরক্ত আমি ---------------

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২২



উপরের ছবিটি সম্প্রতি শুরু হওয়া মেট্রো রেলের বগি থেকে তোলা । সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে এই ছবিতে । ছবিটি কঙ্কা ফ্রিজের বিজ্ঞাপন । আমরা খুব পরিচ্ছন্ন একটি রেল চেয়েছিলাম কিন্তু উৎপাদক এবং বিক্রেতারা তা বুঝতে সক্ষম হয়নি । এখন মেট্রো রেল একটি মামলা দায়ের করতে পারেন অপরিচ্ছন্নতার অভিযোগ করে । পোস্টার যারা লাগিয়েছে তারা মেট্রো রেলের লোকেদের নজর এড়ালো কি করে এটাও জানা দরকার ।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৯

শায়মা বলেছেন: হায় হায় কি অবস্থা করেছে!!!

কান ধরে উঠবস করানো উচিৎ!

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: খুইজা পাইলে তো কান পাইব ।

২| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৭

কামাল১৮ বলেছেন: লোকদের রুচির পরিবর্তন আনতে হবে।সবার ঠিকানা এখানে দেয়া আছে।মোটা অংকের একটা ফাইন করে দিলে সমাধান হয়ে যাবে।আইন না থাকলে আইন করতে হবে।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: কিছু তো একটা ঘটেছে তলে তলে , জানা যাবে দু একের মধ্যে ।

৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,



জঘন্য মানসিকতার লোকজন।
বিরক্ত তো লাগছেই সাথে শায়মা আর কামাল১৮ এদের সাথে মিলিয়ে বলতে হয় - কঙ্কা ফ্রিজওয়ালাদের কান ধরে উঠবস করিয়ে মোটা অংকের একটা ফাইন করে দেয়া উচিৎ।

আমাদের দেশে অরুচিশীল মানসিকতার লোকজনে পূর্ণ। কবে যে এদের মানসিকতার পরিবর্তন হবে!!!!!!!!!!!!!

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন: বিরক্ত তো লাগছেই সাথে শায়মা আর কামাল১৮ এদের সাথে মিলিয়ে বলতে হয় - কঙ্কা ফ্রিজওয়ালাদের কান ধরে উঠবস করিয়ে মোটা অংকের একটা ফাইন করে দেয়া উচিৎ।

এই কান ধরা একটা ষ্টেশনে করলে সবাই লাইভ দেখতে পাবে :D

৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৮

শিশির খান ১৪ বলেছেন: এটা তো দেইখা ওরিজিনাল পিকচার মনে হইতাছে না মনে হয় এডিট করা। এ আই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ) ব্যবহার করে এই ছবি এডিট করা হয়েছে। যাক আপনারা শেয়ার কইরা কমেন্ট কইরা বিজ্ঞাপনে সহযোগিতা করতাছেন দেইখা ভালো লাগলো।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৪

শাহ আজিজ বলেছেন: এটা তো ভেবে দেখিনি :( :( :||

৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ছোটলোকদের ছোটলোকিপনা কি আর সহজে যাবে? একটা সুন্দর জিনিসকে কিভাবে নোংরা করতে হয় তা বাঙালীদের চেয়ে আর ভালো কেউ জানে বলে আমার মনে হয় না। বাংলাদেশে নষ্ট লোকের সংখ্যাই এখন বেশী।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৪

শাহ আজিজ বলেছেন: সহমত ।

এখন পানের পিক ফেলা বাকি ।

৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫১

শেরজা তপন বলেছেন: @ শিশিরের সাথে একমত - এটা সম্ভবত নেগেটিভ বিজ্ঞাপন। এত বড় দুঃসাহস ওই কোম্পানির হবে না। প্রতিটি বগিতে সিসি ক্যামেরা আছে।

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩২

শাহ আজিজ বলেছেন: কিছুতো একটা ঘটেছে , জানা যাবে আজ কালের মধ্যে ।

৭| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৮

মিঃ হাসান বলেছেন: এ, আই ব্যবহার করে করা হতে পারে । ঢাকায় ঠিকানার গ্যাঁড়াকলে মেট্রোরেলে চড়ার সু্যোগ হয়ে ওঠেনি এখনো । তবে যথাযথ নজরদারি না থাকলে বাস্তবিকই এমন ভাবে বগিগুলো পোস্টারে ছেয়ে যেতে খুব বেশিদিন লাগবে না । বাংলাদেশিদের মতন এমন আত্ম-বিদ্ধংসী এবং সৌন্দর্য-বোধহীন জাতি হয় বলে আমার জানা নেই ।

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: এ আই সম্পর্কে আমার পূর্ণ ধারনা নেই ।

৮| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫০

মৃতের সহিত কথোপকথন বলেছেন: ভাবছি এবার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: দেখান , ভাল করে দেখান ।

৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: এখন পানের পিক ফেলা বাকি ।

বাঙালীরা আমেরিকার রাস্তা-ঘাটে পানের পিক ফেলে যদি নোংরা করতে পারে তবে বাংলাদেশের মেট্রোতেও সেটা হবে। শুধু ধৈর্য্য রাখুন। বাংলাদেশীদের কাছে মেট্রো রেল ঘরে থাকা সদ্য বিবাহিত তরুণী স্ত্রীর মতো, দু'দিন পরেও সে মোহ বা ঘোরও তাদের কেটে যাবে। ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: আমাদের একটু কঠিন হতে হবে , এই আর কি । পোস্টার পানের পিক যাত্রীদের দায়িত্বে তুলে দিতে হবে , মাইরের উপর উপ্রে ওষুধ নাই হা হা হা ।

১০| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মেট্রো ট্রেনে বসিয়া বিড়ি খাইতে মন চাইছে!

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: পিঠে বস্তা বান্ধিয়া যাইয়েন --------------------

১১| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

সপ্তম৮৪ বলেছেন: গু জব কিভাবে ছড়ায় বোঝা গেল আরকি।
বলগিং করতে করতে বুড়া হয়ে গেলেন ,
সত্য মিথ্যা যাচাই না করেই পকাৎ করে বিরক্তি প্রকাশ করে ফেললেন
বাহ্

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: আপনি প্রমান করুন যে এটা মিথ্যা । বুড়া বলে গাল দেবেন না ।

১২| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: পোষ্টার অনুমতি নিয়েই লাগানো হয়েছে। এজন্য মেট্রোরেল অনেক টাকা পেয়েছে।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০

শাহ আজিজ বলেছেন: হুম এটাই চাইছিলাম । ভাল , প্রডাক্ট প্রচারে মেট্রো রেল ভাল ভুমিকা রাখবে ।

১৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

স্প্যানকড বলেছেন: রাজার পোষ্টার নাই ! উহা লাগানো দরকার। দেশী প্রোডাক্ট মাইর খায় এ জন্য। হা হা হা... =p~ কয়দিন পর অবাক হবেন না দেখলে যে, পানের পিক ফেলানো দৃশ্য । আমরা তো আবার সেই লেবেলের নাকি !

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৮

শাহ আজিজ বলেছেন: ১২ নাম্বার মন্তব্য দেখ ।


রাজার লাগালে মায়ারও লাগাতে হবে ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯

স্প্যানকড বলেছেন: সেই ! হা হা হা... =p~

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮

শাহ আজিজ বলেছেন: :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.