নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আদম তমিজি হক

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩



আদম তমিজি হক , হক ইন্ডাস্ট্রির সুত্রে তাকে চিনি । হটাৎ করেই মিডিয়াগুলো বেশ সরব আদমকে নিয়ে । ক্ষমতাসীন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা তিনি । কিছু একটা গোলমাল লেগেছে তার পাসপোর্ট নিয়ে যেটা তিনি পুড়িয়ে ফেলেছেন , আত্মহত্যার হুমকি দেখিয়েছেন , র‍্যাব কেন তার বাড়ি ঘিরে রেখেছিল জানিনা তবে ফি বছর হজ করা আদম নিজেকে খ্রিষ্টান দাবি করছেন এবং বলছেন তিনি ইসরায়েল যেতে চান ।

তিনি হামাসে যোগ দিতে চান কিনা তা বলেননি । তবে ধনীর দুলাল হিসাবে বখে গেছেন এটা প্রমানিত ।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫

নতুন বলেছেন: মাথায় সমস্যা আছে।
তবে ধনীর দুলাল হিসাবে বখে গেছেন এটা প্রমানিত ।

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

শাহ আজিজ বলেছেন: পার্টি থেকে বের করে দিলে মনে হয় এইরাম পাগল হয় । ওকে প্রথম দেখে হোয়াইট মাংকি মনে হচ্ছিল ।

২| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

বাকপ্রবাস বলেছেন: উনি বিয়েশাদি কী বছরে একটা করেন? নাকি মাসে?

আওয়ামি বীজ না হলে সরকার এটারে নিয়ে বহুত মজা করত, এখন সে সরকার নিয়ে মজা করছে

আমরাও বেশ মজা পাচ্ছি

১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: আমার মজা পাওয়ার শুরু কেবল । মনে হচ্ছে তার গুপ্ত অঙ্গে ছ্যাচা দেওয়া হয়েছে তাই এত চিল্লা ফাল্লা ।

৩| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

কাছের-মানুষ বলেছেন: এই লোকের নাম আমি এই প্রথম শুনলাম!

১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

শাহ আজিজ বলেছেন: আপনি মনে হচ্ছে এতদিন হামাসের টানেলে ছিলেন :D

৪| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০১

অহরহ বলেছেন: লেখক বলেছেন: পার্টি থেকে বের করে দিলে মনে হয় এইরাম পাগল হয় । ওকে প্রথম দেখে হোয়াইট মাংকি মনে হচ্ছিল ।

"হোয়াইট মাংকি" .... এটা খুবই racist মন্তব্য। আমি বুঝিনা, আমাদের বাচাল বাঙালিরা মনের অজান্তেই বাজে কথা বলে অভ্যস্ত। এরা আবার আমেরিকান কালো দের দেয় খুব বেশি বিচিলিত। homogeneous সমাজের এই এক সমস্যা, নিজেদের জ্ঞানের স্বল্পতার বুঝে না।

যাই হোক, আমি আদম তমিজির পক্ষে বলছি না। লোকটির সন্ভবত মাথা খারাপ।




১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

শাহ আজিজ বলেছেন: সম্ভবত মাথা খারাপ ! এইটার মাথা পুরাই খারাপ । হোয়াইট মাংকিতে মন খারাপ করেছেন ? কুকি খায়া লন ।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৭

শেরজা তপন বলেছেন: বাপে মিঃ কু্কি বেঁচে এত বেশী টাকা কামাইছে যে, সেই টাকার গরমে কি করবে কোন দিশা পাইতেছে না ব্যাটায় :)
* আপনি জানেন; প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন তার প্রিয় বিস্কুটঃ মিস্টার কুকি । তারপর থেকে ভদ্রলোক বাঙ্গালীরা পাগলের মত মিঃ কুকি খাইতে শুরু করে :)

১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮

শাহ আজিজ বলেছেন: ও এইজন্য কুকির এতো চাহিদা ।

৬| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৩

বিজন রয় বলেছেন: এটা শ্রেফ একটা পাগল, এবং নিন্মমানের পাগল।
অর্থাৎ আমাদের নিন্মমানের সমাজের সে যোগ্য প্রতিনিধি।
শুধু এই দেশেই এমন করা যায়।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩

শাহ আজিজ বলেছেন: আদম সম্পর্কে বেশী কিছু জানিনা । করোনার সময় বেশ দানছত্র খুলেছিল ।

৭| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

হাসান কালবৈশাখী বলেছেন:

এরা বাঙ্গালী না, জাতে মাউরা। বাসায় বাংলায় কথা বলে না। হিন্দি বা উর্দুতে বলে।
মুক্তিযুদ্ধের পর এর বাপে সহ সব অবাংগালী মাউরা ভেগে গেছিল বম্বেতে, পরে দেখলো বাংলাদেশে যত দ্রুত টাকা বানানো যায় অন্য কোথাও সম্ভব না। বঙ্গবন্ধুকে বলেছিল আসলে মেরে ফেলা হবে কি না? বঙ্গবন্ধু অভয় দিয়েছিল।
এর পর এই হক, ওমরসন্স, আজিজ মোহম্মদ ভাই, ভিডিও কানেক্সনের মালিক নামটা ভুলে গেছি। এরা সবাই ফিরে এসে ব্যাবসা সফল হয়।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪

শাহ আজিজ বলেছেন: এদেশের ব্যাঙ্কগুলো এই মাউরাদের বেশ সুযোগ সুবিধা দেয় । তবে ওদের লেন দেন সন্তোষজনক ।

৮| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: হক গ্রুপের এই লোক ঢাকার মেয়র হতে চেয়েছিলেন। অনেক টাকা পয়সা খরচ করেছেন। মেয়র না হতে পেরে পাগল পাগল হয়ে গেছেন।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৬

শাহ আজিজ বলেছেন: এবার কোথায় খাড়াইতে চাইছিল ?

৯| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৬

শায়মা বলেছেন: এটা আবার কে???

চিনিইনা।


তবে শেরজা ভাইয়ার কথা শুনে তো আমি খুশি। মিঃ কুকি প্রেসিডেন্ট জিয়ার কেমন লাগতো জানিনা তবে আমার খুবই মজা লেগেছিলো আমার ছেলেবেলায়। :)


আরেকটা ছিলো কাগজের গাড়ির মধ্যে ওয়েফারস।

১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

শাহ আজিজ বলেছেন: এইটা এক পিস মাল । উল্টাপাল্টা কইরা এখন ধরা ।

১০| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬

স্প্যানকড বলেছেন: বেতমিজ ! আমার কাছে একে এমনই লেগেছে। =p~

১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

শাহ আজিজ বলেছেন: টাকা দিয়ে সব কিনতে চায় ।

১১| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭

কামাল১৮ বলেছেন: এই বিষয়টা মন্তব্যে লিখে বুঝানো যাবে না।এই জন্য পড়তে হবে আভিজিৎ রায়ের বিশ্বাসের ভাইরাস বই খানা।ধর্ম বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে।
হামাস,বোকোহারাম,তালেবান,আইএস ধর্ম বিশ্বাসীরাই হয়, কোন বিজ্ঞান মনস্ক মানুষ হয় না।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: বড্ড উচিত কথা বলেছেন ।

১২| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: কে উনি? কই থেকে এলো? কি চায়?

মধ্যপ্রাচ্চের বাইরে বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের অন্তত ৮০% জনগনই কোন না কোন জঙ্গি গোষ্ঠীর সমর্থক।

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০২

শাহ আজিজ বলেছেন: আদম তমিজি হক হক ইন্ডাস্ট্রির এম ডি । কদিন আগেও সরকারী দলের ঢাকা উত্তরের উচুপদে ছিল এখন বহিষ্কৃত । আছিল খাটি মুসলমান এখন খ্রিষ্টান , ইসরায়েল যাইতে চায় ।

১৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪৫

সোহানী বলেছেন: খবর টবর থেকে একটু দূরে তাই পাগলদের খবরাখবর জানা নাই।

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৪

শাহ আজিজ বলেছেন: দেশে এখন নির্বাচনী হাওয়া , খবর টবর একটু রাখিও ।

১৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ২:২৩

অহরহ বলেছেন: লেখক বলেছেন: সম্ভবত মাথা খারাপ ! এইটার মাথা পুরাই খারাপ । হোয়াইট মাংকিতে মন খারাপ করেছেন ? কুকি খায়া লন ।

ভাইয়া, আপনি আসলে মাথামোটা মানুষ। ঐ যে বল্লাম, নিজের জ্ঞানের স্বল্পতার বুঝে না।

বিষয়টি আদম তমিজি না, Regardless, he is a psychopath, keep him aside. কিন্তু @ "হোয়াইট মাংকি" .... কথাটি প্রচন্ড বর্ণবাদী উক্তি। বুঝেন?

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: মাথা মোটা না হইলে কি সামুতে ব্লগিং করতে আসে কেউ ???

১৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

কামাল১৮ বলেছেন: তার কয়েকটা ভিডিও দেখলাম।সে দেখি চরম বেতমিজ।

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৭

শাহ আজিজ বলেছেন: আমি ভিডিও দেখি নাই ।

১৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬

আহলান বলেছেন: ভাবছিলাম এইখানে হয়তো ব্যপটার পাগলামীর রিয়েল কারণটা জানতে পারবো ... কিন্তু ....

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৮

শাহ আজিজ বলেছেন: অপেক্ষা করুন সব জানতে পারবেন ।

১৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এনারে আমি প্রথমে তাঁরছেড়া ফুটপাথের ব্যবসায়ী ভাবতাম এখন জানলাম আসল কাহিনী।

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

শাহ আজিজ বলেছেন: ধনী পরিবারের সন্তান , বখে গেছে । গেল মেয়র নির্বাচনে খুব হৈচৈ করেছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.