নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসরায়েল-হামাস যুদ্ধের পর শেষ পর্যন্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ অভিমত দিয়েছেন।
‘দ্য ইউএস ওন্ট ব্যাক ডাউন ফ্রম দ্য চ্যালেঞ্জ অব পুতিন অ্যান্ড হামাস’ শিরোনামে প্রতিবেদনটি গতকাল শনিবার প্রকাশিত হয়েছে।
নিবন্ধে জো বাইডেন বলেছেন, ‘যেহেতু আমরা শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, গাজা ও পশ্চিম তীরকে একটি একক শাসন-কাঠামোর অধীনে পুনরেকত্রিত হওয়া উচিত, শেষ পর্যন্ত একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে থাকা উচিত। কেননা, আমরা সবাই একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে কাজ করছি।’
খুব চতুর চাল । পি এল ও আর হামাসের আন্তঃ দন্ধ জেনেই এমন প্রস্তাব দিয়েছেন ।
১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২২
শাহ আজিজ বলেছেন: এরাও তো আরব , গোত্র স্বভাব শেষ দিন পর্যন্ত বয়ে বেড়াবে ।
২| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পিএলও’র হাতে শাসনভার ন্যস্ত করা হলে বোধহয় সব ঠিকঠাক চলবে। হামাসকে সমূলে বিনাশ করা উচিত।
১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৫
শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি হয় ।
৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫
বাউন্ডেলে বলেছেন: আপাতদৃষ্টিতে ৭ হাজার শিশুসহ বারো হাজার নিরিহ প্যালেষ্টাইনিই “হামাস”। বর্বর ইসরাইল-মাকিনীরা শিশু হত্যার রেকর্ড গড়েছে, গাজায়। কোন সুস্থ মস্তিস্কের মানুষ নেতানেহাহু বা বাইডেনের সাথে এ ব্যাপারে আপোষ করবে না।
১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৬
শাহ আজিজ বলেছেন: আমরা চলমান ঘটনার দিকে খেয়াল রাখি , অনেক কিছুই ঘটবে ।
৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: হামাসের উচিত ইজরালের কাছে কান ধরে ক্ষমা চাওয়া।
১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৩
শাহ আজিজ বলেছেন: কান থাকলে তো ধরবে
৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুখ খোলায় বাইডেনের মুখে আবার পোকা ঢুকবে না তো?
১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪
শাহ আজিজ বলেছেন: হালার পো ঠিক মত দাত মাজে না ।
৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: ফাইনাল খেলা হচ্ছে আজ, খেলা জমে উঠেছে, খেলা নিয়ে একটি পোস্ট আশা করছি আপনার কাছ থেকে।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১১
শাহ আজিজ বলেছেন: খেলা দেখুম না গাজার স্কুল ধ্বংস দেখুম । ভয়ানক কাণ্ড ঘটছে গাজায় ।
৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫
বিজন রয় বলেছেন: ইরান কইসে ইসরাইলকে হামাস গাজার টানেলে কবর দিবে।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২
শাহ আজিজ বলেছেন: ইরানে বোমা মারা উচিত ।
৮| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮
আমি নই বলেছেন: ৭ অক্টোবর ফেস্টিভালে ইসরাইলি এ্যাপাচি হেলিকপ্টার থেকে হেল ফায়ার চালানো হয়েছিল। পাইলট স্বীকার করেছে বুঝতে পারেনাই কারা হামাস আর কারা সিভিলিয়ান।
খবরের সুত্র হারেৎস Click This Link
নেতানিয়াগু গংরা যে কত বড় জানোয়ার তার আরো কিছু নিউজ প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। কিবুটজে একটা বাড়ীতে ৮ হামাস ২০ জন ইসরাইলিকে হোস্টেজ করে, ইসরাইলিরা ট্যাংক শেল মেরে ৮ শিশু সহ সবাইকে উড়িয়ে দেয় আর সংবাদ মাধ্যমে প্রচার করে হামাস ৮ শিশুকে পুড়িয়ে হত্যা করেছে।
কিবুটজের বাড়ীগুলোর ড্যামেজ আপনি দেখেছিলেন? আপনি মুক্তিযুদ্ধ দেখেছিলেন, আপনার কি মনে এ্যাসল্ট রাইফেল আর গ্রেনেড দিয়ে অত ড্যামেজ করা সম্ভব?
এই আর্টিকেলটা পড়তে পারেন।
https://thegrayzone.com/2023/10/27/israels-military-shelled-burning-tanks-helicopters
আল-শিফায় কিছু না পাওয়ায় ইসরাইলের অভ্যান্তরেই অসন্তোস বাড়তেছে আর তাই নেতানিয়াগু গংরা চাইলেও সত্য গোপন রাখতে পারতেছে না। সত্যা প্রকাশ হবেই।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯
শাহ আজিজ বলেছেন: একটু জিরাইয়া লন ------- পানি খান-------একটুঁ দম লন ---- আপনি অসুস্থ ---- অ্যাম্বুলেন্স ডাকুম ????
৯| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১০
স্প্যানকড বলেছেন: উনি শুধু মুখ খুলে কিন্তু হৃদয় খুললে অনেক যুদ্ধ থেমে যেতো। মুখ খুলেন তাও অন্যের ইচ্ছেমতো ! ভালো থাকবেন সব সময়।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২১
শাহ আজিজ বলেছেন: গাজা ধ্বংস হলে এরা মুখ খুলবে ।
১০| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২০
জ্যাক স্মিথ বলেছেন: বাতাসে খবর পেলাম হামাস নাকি আবার সংগঠিত হচ্ছে এবার নাকি ইসরাইলকে টুকরা টুকরা করে দিবে।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩
শাহ আজিজ বলেছেন: এবার নেতানিয়াহু নিউক না মারে ।
১১| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: নাহ মশা মারতে কামানের দরকার নেই।
গাজার যেসব স্কুল, হাসপাতাল, বাড়ি ঘরের নিচে টানেল রয়েছে এগুলো সব ধ্বংস করে নতুন করে গড়তে হবে। হামাস কত বড় মথা মোটা এক বেকুব তা না হলে কি আর সাধারণ মানুষের স্থাপনাকে মিলিটারী ক্যাম্প বানায়!! ২০২৫ সালের মধ্যে হামাসকে পুরোপুরি নির্মূল করা হবে।
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
শাহ আজিজ বলেছেন: ভাল বলেছেন । টানেল গুলো ধ্বংস করলে হামাস খামোশ হয়ে যাবে ।
১২| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬
জ্যাক স্মিথ বলেছেন: আচ্ছা কিছুদিন আগে সামুতে খবর রটেছিলো হামাস নাকি ইসরাইলের সৃষ্টি কিন্তু এখন তো তাদের আর কোন উচ্চ বাচ্চ দেখি না।
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
শাহ আজিজ বলেছেন: হামাস মিশরীয় মুসলিম ব্রাদারহুড থেকে জন্ম নেওয়া শেখ ইয়াসিনের দল । তবে বিবিধ বিষয়ে শত্রুপক্ষের একটা যোগাযোগ থাকে । এটা কাউনটার ইন্টেলিজেন্স থিওরির ফল ।
১৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮
প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: হাহাহা ডেনের কথা শুনে হাসি পেল। সবার মনোযোগ অন্যদিকে নেয়ার জন্য যত্তসব মিথ্যা বুলি।
ব্যাটা ভালো করেই জানে যে গাজা এখন ইসরাইলের নিয়ন্ত্রণে না থাকলে বেনকে জুতপেটা করে নামানো হবে। এমনি বিচার বিভাগের সংস্কার নিয়ে ইসরাইলিরা বেনের উপর ক্ষেপে আছে। তারপর গাজাকে ফিলিস্তিনিদের হাতে তুলে দিয়ে আসলে বেন চোখে জুতা ছাড়া অন্য কিছু দেখবে না।
বেন বিষয়টা আঁচ করতে পেরে বিবৃতি দিয়েছে অবশ্য। স্বাভাবিকভাবেই বেন জুতাপেটা থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করবে।
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
শাহ আজিজ বলেছেন: ডেন একটা ভবিষ্যৎ পরিকল্পনা থেকেই বলছে এসব ।
১৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭
আমি নই বলেছেন: লেখক বলেছেন: একটু জিরাইয়া লন ------- পানি খান-------একটুঁ দম লন ---- আপনি অসুস্থ ---- অ্যাম্বুলেন্স ডাকুম ????
আহ... ওকে বুঝতে পারলাম, আমার মন্তব্যগুলো আপনার মনমত হচ্ছেনা। কিন্তু কি করবেন, গনহত্যাকারী জল্লাদ ইসরাইলের সময় এখন স্থানীয় সন্ত্রাসী হামাসের চাইতেও খারাপ। আপনি বরং আইডিএফের দেয়া মনের মাধুরি মেশানো, ইতিমধ্যে বিশ্বখ্যাত হওয়া প্রমানগুলো নিয়েই থাকেন। মুদ্রার অপর পিঠ দেখে মন খারাপ করার দরকার নেই।
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: মনে হয় না তাদের পরিকল্পনা কার্যকর করাটা এত সহজ হবে, আর হলেও এতে শান্তি প্রতিষ্ঠিত হবে।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২০
শাহ আজিজ বলেছেন: আমি খুব সন্দিহান ফিলিস্তিনে শান্তি ফেরানোর পদ্ধতিতে ।
১৬| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: ব্রাইডেন অসুস্থ মানুষ। তার জায়গায় বারাক ওবামা থাকলে ইজরাইল ফিলিস্তিন সমস্যার সমাধান হয়ে যেতো। এত মানুষ মারা পড়তো না।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩১
শাহ আজিজ বলেছেন: আসলেই বলা মুশকিল কি হতে পারত ।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০
জ্যাক স্মিথ বলেছেন: গতমাসে ব্লিংকেন যেদিন পি এল এর প্রধানের সাথে সাক্ষাৎ করেছিলেন, সেদিনই আমি বুঝেছিলাম পি এল এ কে দিয়েই হামাসের রাজনৈতিক মৃত্যু ঘটানো হবে। সব মিলিয়ে হামাসের পতন অনিবার্য, অন্তত ফিলিস্তিনে হামাসের কোন অস্তিত্ব থাকবে না।