নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ইন্ডিয়া ভারসাস অস্ট্রেলিয়া - অস্ট্রেলিয়া জিতেছে

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩২

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে অজিরা।

আমি খেলা শুরুর কিছুক্ষন বাদে সিদ্ধান্ত পালটিয়ে অসিদের সাথে এলাম ।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪০

জ্যাক স্মিথ বলেছেন: ভারতের এই হারে খুবই মর্মাহত হলাম!! সত্যিই অনেক কষ্ট পেয়েছি!! :((

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: ভারতের আগের খেলাগুলো খুব দুর্দান্ত ছিল , কাল কেন নেতিয়ে গেল কে জানে ।

২| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভারত হতাশ করছে। ফাইনাল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা হলে জমজমাট হতো।

বিরাট কোহলির জন্য খারাপ লাগছে। নরেন্দ্র মোদী হালায় কুফা।এটারে একদম ভালো লাগে না।। এর নামে স্টেডিয়ামে তাই কুফা লাগছে।


তবে অনেস্টলি অস্ট্রেলিয়ার বোলিং দুর্দান্ত ছিল। টস জিতে বোলিং এর সিদ্ধান্ত চমৎকার। অস্ট্রেলিয়ার ৪২/২ যখন ছিল তখনও ম্যাচ ভারতের হাতে ছিল। ৪ নাম্বার জুটির ও সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে জিতিয়েছে।


অভিনন্দন অস্ট্রেলিয়া।

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: নরেন্দ্র মোদী হালায় কুফা।এটারে একদম ভালো লাগে না।। এর নামে স্টেডিয়ামে তাই কুফা লাগছে।

আমিও মনে মনে এটাই ভাবছিলাম হা হা হা । তবে ভারত কাল খারাপ খেলেছে ।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেবু হোমপেযে পাকি সাপোর্টার দের যেন আজ ঈদ।

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: তাই নাকি ?? আমি হোপায় নাস্তা খেয়ে পি সিতে বসলাম ।

৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অস্ট্রেলিয়া যোগ্যতর দল হিসেবেই জিতেছে!

তবে, দারুণ একটি ফাইট আশা করেছিলাম।

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪১

শাহ আজিজ বলেছেন: কাল ভাবছিলাম ৪০০ র একটা ফাইট হবে । নাহ অসিরা বীর দর্পে সব চুরমার করে দিল ।

৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০২

মিরোরডডল বলেছেন:




congratulations sweetheart :)

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪২

শাহ আজিজ বলেছেন: তোমার খুশি ভরপুর , ডিয়ার ।

৬| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৩:৫৯

কামাল১৮ বলেছেন: ভারত জিতলে ভালো লাগতো।

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: ভারত খারাপ খেলেছে কাল ।

৭| ২০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:৪১

স্প্যানকড বলেছেন: মুন্নি বদনাম হুয়া ডারলিং অস্ট্রেলিয়া কে লিয়ে :) হা হা হা :) এরকমটা আশা করছিলাম।

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: ভাল খেলে অসিরা জিতেছে । ওদের মারনাস্ত্র ছক্কা মাইর ------------------ ।

৮| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০১

জুন বলেছেন: আমি অনেক খুশি। জন্ম ইস্তক অস্ট্রেলিয়ার পক্ষে।

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

শাহ আজিজ বলেছেন: হুম , তাই ? শুভেচ্ছা জুন ।

৯| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: ভারত জিতলে আমি খুব খুশি হতাম।

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩

শাহ আজিজ বলেছেন: চাইপা যাও মিয়া ।

১০| ০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৪

টবগমৃুাপৃসত বলেছেন: I vividly remember watching this thrilling match. Despite initially supporting the hosts, I found myself drawn to the performance of the Australian team. https://fnfgo.org

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.