নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। খুলনায় কুকুরের মাংসের বিরিয়ানি

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৬



মানুষের নৈতিকতা বোধের চরম অবক্ষয় হয়েছে । আবারো কুকুরের মাংস বিরিয়ানিতে ব্যাবহারের অভিযোগ পাওয়া গেছে এবং জড়িত চারজন কিশোর ধরা পড়েছে জবাই করা কুকুর সহ । আগে সুলতান ডাইনের ব্যাবসায়ে ধ্বস নামিয়েছিল এক ব্যাক্তি । কিন্তু সুলতানের বিরুদ্ধে অভিযোগ টেকেনি । খুলনাতে কিশোররা স্বীকার করেছে তারা ভ্যানে করে এই বিরিয়ানি বিক্রি করত । এদের কঠিন শাস্তি দিয়ে বাকিদের হুশিয়ার করা উচিত ।



খুলনার কেসে স্থানীয়রা এগিয়ে ওদের ধরিয়ে দিয়েছে । আশা করি অন্য স্থানেও একই পথে প্রতিবেশীরা এধরনের কর্মকাণ্ড বন্ধ করবেন ।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

ডার্ক ম্যান বলেছেন: আমাদের ড্যাশিং ফুড ব্লগাররা এটা ধরতে পারলো না কেন ???

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: তারা হয়তো নালায়েক রয়েই গেছে । =p~

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৮

করুণাধারা বলেছেন: এদের কঠিন শাস্তি দিয়ে বাকিদের হুঁশিয়ার করা উচিত।

একমত।

কিন্তু এদের কোন শাস্তি দেয়া হবে না অজ্ঞাত কারণে।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: আমাদের প্রচলিত আইনে কুকুর বিড়াল খাওয়া নিষিদ্ধ নয় বা কুকুর বিড়ালে সাংঘাতিক ক্ষতিকর কিছু নেই । চীন কোরিয়ায় ব্যাপক হারে কুকুর খাওয়া হয় ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালী মূলত অকর্মণ্য তবে বরাবরই লোভী। লাঠি না হলে এ জাতি কোনদিনও লাইনে আসবে না। হাজার বছর ধরে দুনিয়াতে বসবাস করলেও আমরা এখনো অসভ্য জাতির তলানিতেই রয়ে গেছি।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৩

শাহ আজিজ বলেছেন: সরকার কিছু আগ্রহী খাবার ব্যাবসায়িকে কুকুর খাওয়ার অনুমোদন দিতে পারে । তারা সাইনবোর্ড তানিয়ে কুকুরের ঝাল মসলা , কোরমা , বিরিয়ানি , তেহারি বিপনন করতে পারে । আমি এছাড়া অন্য কোন পথ দেখিনা ।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৬

কামাল১৮ বলেছেন: কোরিয়ান কাস্টমার বেশি মনে হয়।তাদের জন্য এই ব্যবস্থা।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: না , কোরিয়ানরা আমাদের রান্না খাবে না । তবে তারা খায় । চালু করতে পারলে কুকুরের ফার্ম গড়ে উঠত , অর্থনীতিতে আরেকটি সুচক যোগ হতো ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

মিরোরডডল বলেছেন:




কি ভয়াবহ নিউজ!!!!

কঠিন ব্যবস্থা নেয়া উচিত এদের জন্য।
ভাবা যায় কাস্টমার কিভাবে প্রতারিত হচ্ছে, না বুঝে খেয়ে যাচ্ছে :(


১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: যারা না জেনেই খেয়েছে তারা বলেছে ঊ ম ম ম ম কাচ্চির দমটা ভালই হয়েছে , মাংস হেভভি মজা হইছে ।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালী মূলত অকর্মণ্য তবে বরাবরই লোভী। লাঠি না হলে এ জাতি কোনদিনও লাইনে আসবে না। হাজার বছর ধরে দুনিয়াতে বসবাস করলেও আমরা এখনো অসভ্য জাতির তলানিতেই রয়ে গেছি।

এদের সামান্য জরিমানা করা হবে। অথচ আমি যদি শাস্তি দেওয়ার অথোরিটি হতাম তাহলে কুকুরের মাংস গুলো ওদের খাওয়াতাম আর ফেবু লাইভে গিয়ে পুরা বিশ্বকে দেখতাম। লাইভের ক্যাপশনে লেখা থাকতো - "গরু/খাসির মাংসের নামে কুকুরের মাংস খাওয়ানোর অপরাধের শাস্তি, যে এই কাজ করছে তারেই কুকুরের মাংস খেতে বাধ্য করা হচ্ছে "

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১০

শাহ আজিজ বলেছেন: আসলে কুকুরের মাংসের লাইসেন্সধারি রেস্টুরেন্ট , বিক্রেতা দরকার । তাহলে মিথ্যা বলে কুকুর খাওয়াতে পারবে না ।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৯

কাছের-মানুষ বলেছেন: আমি আজ দেখছিলাম নিউজে এই খবর! এদের কঠিন শাস্তি হওয়া দরকার! উপরের ছবিটা কিসের?

যাইহোক, কোরিয়ানদের কুকুর খাওয়ার বদনাম আছে, আমিও তাই ভাবতাম তারা বোধ হয় এখনো খায়! আসলে কোরিয়ানরা কুকুর খায়না এখন, আমি ৫ বছরের কোরিয়ান জীবনে কোন কোরিয়ানকে কুকুর খেতে দেখিনি, এমনকি কোন রেস্টুরেন্টও পাইনি কুকুরের! তবে শুকুরের মাংস ব্যাপক হারে খায়, প্রায় সব খাবারে শুকুর খায়! শুকুরের মাংস কিলো তখন দেখছিলাম ১০ ডলার, আর গরুর ৪০, তাই গরুর মাংস তারা কম খায়, কিনে গ্রাম হিসেবে!

আমার এক কোরিয়ান শিক্ষক বলেছিল, এক সময় কোরিয়া গরীব ছিল, তখন তারা কুকুর খেত! এখন তারা জাতে উঠেছে তাই কুকুরদের পোষ্য হিসেবে রাখে। আমার শিক্ষক বলেছিল কুকুরের মাংসে গন্ধ আছে, সবাই খেতে পারে না, তবে বছরে গরমের দিনে প্রায় তিন এই মাংস খাওয়া হয় শহরের ২-৩ টা রেস্টুরেন্টে, এতে নাকি উপকার হয় [কোরিয়াতে সরকারী রেজিস্টার হিসেবে কয়েক লক্ষ রেস্টুরেন্ট আছে তার মাঝে হাতে গোনা কয়েকটাতে কুকুর খায় বছর তিন, তবে আমি দেখিনি শুনেছি]

দেশে রাস্তায় বিরানি খাওয়া বিপদ জনক!

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১২

শাহ আজিজ বলেছেন: কুকুর কোরিয়াতে খুব দাম আর দুস্প্রাপ্য বলেই খাওয়া হয়না ।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৩

নাইমুল ইসলাম বলেছেন: সুলতান ডাইনের ঘটনাটকে ভুলবোঝাবুঝিই মনে হয়েছিল। এখন বিভ্রান্তিতে পড়েগেলাম। রুচি করে আর হয়তো বাইরে বিরিয়ানি খেতে পারবনা ঘটনাটা না ভুলা পর্যন্ত। শুধু বিরিয়ানি না, হোটেল বা রেস্তোরাঁর গরু মুরগির কিছুই আর রুচিতে আসবেনা। এক সময় সেলসে কাজ করতাম, কত জায়গায় কতই না খেয়েছি বিরিয়ানি। এখন ভাবতেই কেমন লাগে।

হয়তো ভুলে গেছি আগের কোনো ঘটনা, মনে করতে পারি শুধু সুলতাম ডাইন আর এই ঘটনাটা। যদি ভাল ভাবে একটা অভিযান করা যেত সারাদেশে একযোগে তাহলে হয়তো আরো এমন নানান কিছু জানতে পারতাম, আর তাতে যদি বোধ আসত পরবর্তী প্রজন্মের, কারণ এই দেশে কেউ কোন কিছুতে লাভ পেয়ে গেলে আজঅব্দি লোকসান কষতে হয়নি তাদের।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৪

শাহ আজিজ বলেছেন: এলাকায় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুল্লে তারা খবরদারী করতে পারবে ।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৭

রাসেল বলেছেন: এটা শুধু বাংলাদেশেই নয়, সর্বত্রই অপরাধ করার একটা মানবিক প্রবণতা রয়েছে। তাই শিক্ষাব্যবস্থা ও সমাজজীবনে নৈতিকতা শিক্ষার একান্ত প্রয়োজন। বর্তমানে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা এবং পারিবারিক শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার বিষয়টিকে চরমভাবে উপেক্ষা করা হয়। কখনো কখনো দেখা যায় পারিবারিক ভাবে অপরাধ করতে উৎসাহিত করা হয়। বিচার ব্যবস্থা সম্পর্কে বলার কিছু নেই। এখানে এটাও দেখা যায় যে দুষ্ট লোকেরা নীতি-নৈতিকতার কথা বলে, খুবই উদ্বেগজনক। ফলস্বরূপ, যা ঘটার তা-ই ঘটছে (অপরাধ দিন দিন বাড়ছে)।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৫

শাহ আজিজ বলেছেন: ব্যাপক হারে সংস্কার দরকার ।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই আচানক ঘটনা।
আফসোস!

১১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

রানার ব্লগ বলেছেন: একটু স্বাদ করে বিরিয়ানী খাইতাম তার বারোটা বাজিয়ে দিলেন ।

১২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

প্রামানিক বলেছেন: হালিম খাওয়া ছেড়েছি এবার বিরানী খাওয়াও বন্ধ

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: ছিঃ
মানুষ আর মানুষ নাই। অমানূষ হয়ে গেছে।

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৪

বিজন রয় বলেছেন: এটাই হলো এদশের মানুষের লেভেল।

হা হা হা ...... হাসি পায়, হাসি পায়!!

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

শুভ বিজয় দিবস -২০২৩!

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০২

সোহানী বলেছেন: ও মাই গড!!!!!!!!!!!!!!!!

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:০৭

অগ্নিবেশ বলেছেন: জাপানিজরা খাবারে ভেজাল দেয় না, কিন্ত মরার পরে এরা দোজখে যাবে কারন এরা কাফের।
বাংলাদেশীরা খাবারের নামে কুত্তা বিলাই দেয় এরা মরার পর এক সময় ঠিকই বেহস্তে যাবে, কারন এরা মুসলমান।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮

নাহল তরকারি বলেছেন: এরা যদি এমপি, মন্ত্রী হতো........ তাহলে কি হতো?

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সাইন বোর্ড ঝুলিয়ে দিয়ে বিক্রি করতে পারে। যারা কুকুর খেতে চায় তারা খাক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.