নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসা থেকে বের হইনি । ভোট ? সেতো দিয়ে দিয়েছে আমার ক্লোন । ১৪ সালের পর আর কেন্দ্র মুখী হইনি । মোহাম্মাদপুর ছেড়ে মিরপুর এসেছি । ভাবছিলাম কাছের কেন্দ্রে যাই দেখি । কিন্তু মাইরের ভয়ে আর যাইনি । টি ভিতে বরং ভাল খবরাখবর দিচ্ছে সচিত্র । কিছুক্ষন পর পর লাইভ দেখছি । রক্তপাত , হত্যা , বোমা , আগুন কিন্তু থেমে নেই । সবার খবর হচ্ছে ভোটারদের হাজিরা কম । হয়তবা তারা ভয়ে ভয়ে আছেন কারন কোন দুর্ঘটনায় পড়লে কেউই দায়িত্ব নেবেনা ।
আপনারা ভোট দিয়েছেন ? কেমন ছিল পরিস্থিতি , বলুন শুনি ।
০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২
শাহ আজিজ বলেছেন: ১৪ সালে আমাদের তিনটি ভোট গায়েব হয়ে গেলো কিভাবে জানতে পারলাম না আর তুমি বলছ কাস্ট হলেই হল । কাস্ট তো হয়েই গেছে , দুঃখ নেই । বিকেল না গেলে বলতে পারছি না কত পারসেন্ট কাস্ট হল ।
আপনার ভোট আপনি দিন, বা আপনার ক্লোন দিন, সেটা মুখ্য না, আপনার নামের ভোটটা কাস্ট হলেই হলো। খামোখা একটা ভোট আনইউসড রাখা কোনো ভালো কথা নয়।
যা বলেছ না । আর বইলো না কাউরে , হাসব
২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: যা বলেছ না । আর বইলো না কাউরে , হাসব
০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪
শাহ আজিজ বলেছেন: এছাড়া কিইবা বলতে পারি ?
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৬
আঁধারের যুবরাজ বলেছেন: @ঠিকই বলেছেন ,ভদ্রভাবে এর চাইতে বেশি আর কি বলবেন !
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
শাহ আজিজ বলেছেন:
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪
বিজন রয় বলেছেন: কত % ভোট পড়বে বলে আপনার বিশ্বাস।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
শাহ আজিজ বলেছেন: এক্ষুনি বলা যাচ্ছে না কারন ভোট গননা চলছে ।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
আঁধারের যুবরাজ বলেছেন: বাংলাদেশ শিশুলীগের শিশুরা, পুলিশলীগের এবং প্রিসাইডিং লীগের অফিসারদের সহায়তায় ভোট দিচ্ছে !
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
শাহ আজিজ বলেছেন: হা হা হা যা বলেছেন ।
৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি দাঁড়ায় ।
৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
কথামৃত বলেছেন: আমাদের পরিবারের ৫ জন ভোটার। কেউই যায় নাই। সকাল থেকে রাস্তার মোড়ে বসে ছিলাম অনেকক্ষন কাউকেই (ভোটার) যেতে দেখিনি। সবে গোফ বেরিয়েছে এইসব পোলাপাইন বিভিন্ন প্রতিকের আইডি কার্ড গলায় ঝুলিয়ে রিক্সায় করে কেন্দ্রে যাচ্ছে আর আসছে। মাঝে মধ্যে বিজিবির গাড়ি যাচ্ছে। এই আমাদের পাড়ার আজকের জাতীয় নির্বাচনের পরিস্থিতি
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
শাহ আজিজ বলেছেন: বিকালে বেরিয়ে দেখলাম খুব কাছেই কেন্দ্র । গননা শেষ কিন্তু আওয়াজ শুনলাম । কেন্দ্রের কাছেই দাড়িয়ে এক লোক চারজন মহিলা ও একজন পুরুষকে এক হাজারের নোট দিলেন , একদম খুললাম খুল্লা । ১০০ ফিট দুরেই কেন্দ্র । এটাই আমার দেখা প্রত্যক্ষ টাকা দিয়ে ভোট কেনার দৃশ্য ।
৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
নয়ন বড়ুয়া বলেছেন: দুঃখের কথা কী আর কমু!
দুইবার ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গেছি, দুইবারই দুর্বৃত্তরা ককটেল ফাটাই দিছে...
পরে, সেই কেন্দ্রই বন্ধ করে দিছে...
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
শাহ আজিজ বলেছেন: যাক আপনি নিরাপদ আছেন ।
৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
জ্যাক স্মিথ বলেছেন: ভোট ভোট খেলা শেষ আগামীকাল নতুন করে সরকার গঠনের পালা।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
শাহ আজিজ বলেছেন: যাহোক আমরা জানতাম লীগ এমনিতেই জিতবে যদি বি এন পি যোগ দিত তাও লীগ জিতত । এখন তাকিয়ে আছি মন্ত্রী পরিষদ কাদের নিয়ে গঠন হয় ।
১০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫
কলাবাগান১ বলেছেন: আপনি ভোট কেন্দ্রে না গিয়ে বাসায় বসে কিভাবে বুঝলেন যে আপনার ভোট 'ক্লোন'এ দিয়ে দিয়েছে???
০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১২
শাহ আজিজ বলেছেন: ১৪ এবং ১৮ তে অন্য কেউ আমার ভোট দিয়ে দিয়েছে , কেন্দ্র তো তাই বলল । ক্ষুব্ধ এবং হতাশ আমি আর কেন্দ্রে যাইনা তবে ভোটটা নৌকায় পড়বে এতেই আমি খুশি ।
১১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: ভোট দিতে যাইনি। হি হি হি
০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯
শাহ আজিজ বলেছেন: আমাদের দল লীগ তো জিতবেই , তাছাড়া আমার ভোট তো সকালে দেওয়া হয়ে যায় তাই খামোকা কষ্ট করে কি লাভ ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুপুরের পর থেকে ভোটারের উপস্থিতি বাড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে। শীতের কারণে আরামপ্রিয় ভোটারগণ একটু বেলা করেই ভোটকেন্দ্রে যাবেন বলে আশা করা যাচ্ছে।
কত পারসেন্ট ভোট কাস্ট হলো, এটা কাল বা পরশুর সংবাদ সম্মেলনে জানা যাবে। তবে, আশা করছি এবার ৬০% বা তারও বেশি পরিমাণে ভোট কাস্টিং হবে।
আপনার ভোট আপনি দিন, বা আপনার ক্লোন দিন, সেটা মুখ্য না, আপনার নামের ভোটটা কাস্ট হলেই হলো। খামোখা একটা ভোট আনইউসড রাখা কোনো ভালো কথা নয়।