নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। বাকি ব্লগাররা কোথায়

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৪



১২,৩২ বাজে । বাকি ব্লগাররা কি ইজতেমায় গেছে ??

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আছে অনেকেই, আমিও আছি লগইন বাদে

এই মুহুর্তে লগইন বাদে
১১১৭ জন ভিজিটর
১০৭৯ জন মোবাইল থেকে

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২২

শাহ আজিজ বলেছেন: খুব ভালো হাসান । আমি পোস্ট করার সময় ৩০০+ছিল ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আশা করছি বাকি ব্লগাররা ভালো আছেন।

আমি বোর্‌ড

:-& :-& :-&

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩

শাহ আজিজ বলেছেন: কেন বোরড কেন ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫০

শেরজা তপন বলেছেন: শুক্রবার বাজার সদাই ঘরের কাজ দাওয়াত জুমার নামাজ নিয়ে ব্যস্ত সময় কাটায় সবাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৯

শাহ আজিজ বলেছেন: হুম , ঘরের কাজে ব্যাস্ত সবাই , সপ্তাহে একদিন ব্যস্ত সবাই ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১

শেরজা তপন বলেছেন: আমি জানিই না আমি লগ ইন আছি :)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০০

শাহ আজিজ বলেছেন: এরকম ভুলোমনা ব্লগার চাই ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০১

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ দুপুর মুরুব্বি...

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫

শাহ আজিজ বলেছেন: শুভ দুপুর ।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৮

মিরোরডডল বলেছেন:





উইকেন্ডে আরও বেশি ক্রাউড হবার কথা, কিন্তু ইদানিং দেখছি এই দিনেই সামু একদম নীরব থাকে।


০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬

শাহ আজিজ বলেছেন: এইদিনে বেজ্ঞুনে থইলা লইয়া বাজারে যায় কুচা চিংড়ি কিনবার ;)

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: ইন্টারেস্ট হারাচ্ছেন পাঠক ও ব্লগারগ্ণ। ১ম পাতায় ঠিক কোন পোস্টটি পড়ার মতো?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭

শাহ আজিজ বলেছেন: ঠিক কইরা দাও কোনটি পড়বে ??

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪২

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: এইদিনে বেজ্ঞুনে থইলা লইয়া বাজারে যায় কুচা চিংড়ি কিনবার ;)

শুধু চিংড়ি না, সাথে লাউ অথবা কচুর লতি।
দারুণ মজা কিন্তু খেতে :)

কিন্তু এই বেলায় রান্না খাওয়া সবই শেষ হবার কথা, তখন কি করে :)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০

শাহ আজিজ বলেছেন: আমার চিংড়ি খাওয়া নিষেধ তবে কচুর লতি মারভেলাস ।


মশা মাছি মারে :D

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

শেরজা তপন বলেছেন: @মিরোরডডল বলেছেন 'কিন্তু এই বেলায় রান্না খাওয়া সবই শেষ হবার কথা, তখন কি করে' :)

আপনি না হয় এই বেলা একটা খাওয়া দাওয়া নিয়ে পোস্ট দেন আমরা একটু ভার্চুয়াল রসনা তৃপ্তিতে মেতে থাকি

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

শাহ আজিজ বলেছেন: হুম তাই হোক তবে ।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৪

বাউন্ডেলে বলেছেন: আমি লগইন ছিলাম। কিন্তু লিস্টে নাম নাই । ঘটনাটা কি ? বয়ান করা হোক।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২

শাহ আজিজ বলেছেন: আপনি গায়েব লিস্টে আছেন =p~ =p~

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ব্লগাররা সাধারনত ইজতেমায় যায় না। আর যদি যায়ও সাড়ে চুয়াত্তর যেতে পারেন।

আমি ব্যস্ত ছিলাম এক বিয়ের অনূষ্ঠানে। সারারাত আড্ডা দিয়েছি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮

শাহ আজিজ বলেছেন: সারারাত আড্ডা দিছ এখন ঘুমাও ।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭

চারাগাছ বলেছেন:
@রাজীব নুর কে বলেছে ব্লগাররা সাধারণত ইজতেমায় যায় না? শুধু ইজতেমায় না উমরাতেও যায়। জানা গেছে আপনার এক কাছের ব্লগার উমরাতে গেছিলো। আপনার জন্য খেজুর টুপি আনে নাই?

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪

রানার ব্লগ বলেছেন: ইজতেমা কবে ?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

শাহ আজিজ বলেছেন: আইজকা শুরু হইছে ।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩

কামাল১৮ বলেছেন: বই মেলা বানিজ্য মেলা অনেক কিছু নিয়ে ব্যস্ত।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: যার যা ধান্ধা ।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৭

সোনাগাজী বলেছেন:



আমি তখন ঘুমে ছিলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১

শাহ আজিজ বলেছেন: এইতো পাওয়া গেছে ঘুমন্ত ব্লগার B-)

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

আলামিন১০৪ বলেছেন: শের শায়রী ভাই কে ব্যক্তিগত কেউ চিনেন? Is he alright? তিন বছরের উপর হতে চলল তিনি blog এ আসেন না। তাঁর প্রকাশিত কোন বই কি আছে?

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

কালো যাদুকর বলেছেন: হাজিরা দিতে আসলাম।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫০

মিরোরডডল বলেছেন:




আলামিন১০৪ বলেছেন: শের শায়রী ভাই কে ব্যক্তিগত কেউ চিনেন? Is he alright? তিন বছরের উপর হতে চলল তিনি blog এ আসেন না। তাঁর প্রকাশিত কোন বই কি আছে?

ব্লগার নীলাকাশের সাথে ফেইসবুকে কানেক্টেড আছে।
নীল বলেছে শায়রী ভালো আছে।

আমিও শায়রীকে মিস করি।

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: শের শায়েরিকে আহবান জানাচ্ছি ব্লগে ফিরে আসার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.