নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চান্দী জ্যায়সা রঙ্গ হ্যায় তেরা
সোনে জ্যায়সে বাল
এক তূ হী ধনবান হ্যায় গোরী
বাকী সব কাঙ্গাল
৭০ দশকের শেষে পঙ্কজ উদাসের এই গান শুনতে শুনতে হাতুড়ি বাটালের মূর্ছনা এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করত । সেই যৌবন জাগিয়ে তোলা পঙ্কজ উদাস মহাকালের পথে হাঁটছেন এখন । বিদায় বন্ধু ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
শাহ আজিজ বলেছেন: প্রার্থনা ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
সোনাগাজী বলেছেন:
কম বয়সেই চলে গেলেন
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
শাহ আজিজ বলেছেন: ৭২ চলছিল ----------
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
শেরজা তপন বলেছেন: বিদায় নিবেন একদিন জানতাম- কিন্তু মেনে নিতে বড় কষ্ট হয়
শারাব চিজ এয়েহী এয়েসী না ছোড়ি যায়ে- এ মেরে ইয়ার কি য্যায়সী হ্যায়
চিট্টহি আয়ি হ্যায় আয়ি হ্যায় চিট্টহি আহি হ্যায়
কত শত গানের সাথে স্মৃতি জড়িয়ে আছে - আহা!
বিদায় পঙ্কজ উধাস- অনেক ধন্যবাদ তোমায় আমাদের কৈশর যৌবনের স্মৃতিকে বহুগুনে রাঙ্গিয়ে দেবার জন্য।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
শাহ আজিজ বলেছেন: যখন পিকিং যাই সেই ৮২ সালে সাথে পঙ্কজ উদাসের ক্যাসেট নিতে ভুলিনি । প্লে গ্রাউন্দের বেঞ্চে বসে পঙ্কজ আর হাতে বিয়ার নিয়ে মধুময় সময় এখনও স্মরণ করি ।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১
মিরোরডডল বলেছেন:
ঝরে গেলো আরও একটি নক্ষত্র।
কত নির্ঘুম রাত কেটেছে তার এই গজলটি সাথে নিয়ে।
আজ রাতটাও হয়তো সেরকম একটি রাত!!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
শাহ আজিজ বলেছেন: হুম , আমরা সবাই আক্রান্ত-----------------------------
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
শেরজা তপন বলেছেন: @মিরোরডডল
লিঙ্ক আসেনি
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২১
শাহ আজিজ বলেছেন: দিয়েছে , শুনছি --------------------------
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
মিরোরডডল বলেছেন:
তাই? আবার দিলাম এখানে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ডল ।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
নজসু বলেছেন:
কত স্বপ্ন দেখেছি কত ছবি একেছি,কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
পঙ্কজ উদাসের এই গানটি আবার জীবনে সর্বাধিক শোনা একটি গান।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ নজসু , পঙ্কজের বাংলা গান আমি শুনিনি , এখন শুনছি , ওর নতুন ঘরানার গজল ভাল ছিল ।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিদায় হে মহান পঙ্কজ উদাস
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সোনা --------------------------------------
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ নজসু , পঙ্কজের বাংলা গান আমি শুনিনি , এখন শুনছি ,
একটা বাংলা গানও দিয়ে গেলাম।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
শাহ আজিজ বলেছেন: যখন বাংলা গান বেরুলো , শুনে মনে হল হিন্দিতেই পারফেক্ট ও ------------------------- এ কারনে আর বাংলা শোনা হয়নি ।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৩
কামাল১৮ বলেছেন: গজলকে তিনি অক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।সাধারনের মাঝে জনপ্রিয় করেছেন গজলকে।যা আগে ছিল বিশেষ এক শ্রেনীর।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৫
শাহ আজিজ বলেছেন: অতীব সত্য কথা ।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৩
ঢাবিয়ান বলেছেন: ৯০ দশকে খুবই জনপ্রিয় ছিলেন
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৪
শাহ আজিজ বলেছেন: সত্যি কথা ।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪
ঢাবিয়ান বলেছেন: মিউজিক ভিডিও
আমাদের তারুন্যে পঙ্কজের এই মিউজিক ভিডিওটা তৈরী হয়েছিল । খুব জনপ্রিয় হয়েছিল সেসময়। অস্ট্রেলিয়ার পটভুমিতে এক ইন্ডিয়ান ও এক অস্ট্রেলিয়ান যুবকের প্রেম কাহিনী ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান , সময় করে দেখব ।
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার প্রিয় একজন গায়ক চলে গেলেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
শাহ আজিজ বলেছেন: দুঃখিত আমরা ভক্তরা সবাই।
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: পঙ্কজ একজন ভালো গায়ক।
আচ্ছা, পঙ্কজ কি কখনও বাংলাদেশে এসেছিলেন? গান গেয়েছেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
শাহ আজিজ বলেছেন: আমার থাকার সময়ে শুনিনি তার আসার কথা ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯
শায়মা বলেছেন: কি যে সুন্দর সব গান গেয়েছে এই গায়ক পঙ্কজ উদাস!!!
শ্রদ্ধা আর প্রার্থনা তার জন্য!