নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কোথায় বেনজির ????????

০১ লা জুন, ২০২৪ দুপুর ১২:০৫




গত ৪ মে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশে পাড়ি দিয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। সঙ্গে আছেন তার স্ত্রী ও তিন মেয়ে। গত ২৬ মে তার পরিবারের সকল স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে এ পাঁচজনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। চলমান এই পরিস্থিতি তৈরির আগেই পুলিশের এই কর্মকর্তা দেশ ছেড়েছেন বলে জানা গেছে।অনুসন্ধানের শুরুতে বেনজীর পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য উঠে এসেছে। এসব সম্পদের বিষয়ে ওই পরিবারের সদস্যদের আয়কর নথি যাচাই-বাছাই করা হচ্ছে। কীভাবে তারা এসব সম্পদ গড়েছেন, এর ব্যাখ্যা দরকার। সে কারণে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে অনুসন্ধানী দল। আগামী ৬ জুন বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য অনুসন্ধানী দলের সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন অনুমোদন দিয়েছে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২৪ দুপুর ১২:৩৭

আহলান বলেছেন: টম এ্যান্ড জেরি কার্টুন দেখেছেন ? খুব মজা লাগে না? চীত্র নির্মাতা যা দেখান, আমরা তাই দেখে বরাবরের মতো বিনোদিত হতে থাকি।

০১ লা জুন, ২০২৪ দুপুর ১২:৫৭

শাহ আজিজ বলেছেন: বেনজির আগেভাগেই জানত তার ভবিতব্যের কথা । তাই আগেই ভেগে গেল বিদেশে । এ ব্যাপারে তার শতাধিক অনুগামি তাকে সাহায্য করেছে ।

২| ০১ লা জুন, ২০২৪ দুপুর ১:০৪

নতুন বলেছেন: বেনজিনের পছন্দের গান কেনটা?

আছেন আমার মুক্তার আছেন আমার বেরেস্টার, শেষ বিচারের দিনে উনি আমায় করবেন পার ?

০১ লা জুন, ২০২৪ দুপুর ১:১৪

শাহ আজিজ বলেছেন: B-)

চমৎকার ।

৩| ০১ লা জুন, ২০২৪ দুপুর ১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বড়োসড়ো একটা কমেন্ট লিখে ডিলিট করে দিলাম।

০১ লা জুন, ২০২৪ বিকাল ৪:১২

শাহ আজিজ বলেছেন: বেনজির এখন খরচার খাতার বাইরে । দিতেন লম্বা কমেন্টটি , পড়তাম । বাকি গোপাইলারা এখন ভাগা শুরু করছে নিশ্চয়ই ।

৪| ০১ লা জুন, ২০২৪ দুপুর ২:১৮

দীপ্ত একাত্তর বলেছেন: উনার বিদেশে চলে যাওয়ার ঘটনা ইঙ্গিত করে যে, সরকারের সাথে আপস হয়ে গেছে।

০১ লা জুন, ২০২৪ বিকাল ৪:১৪

শাহ আজিজ বলেছেন: এসব গোপন খবর শিঘ্রিই ছাপা হবে । পাবলিক আলু পেয়াজএর দাম রাইখা বেনজির আর আজিজের খবর পড়ব ঝাপাইয়া ।

৫| ০১ লা জুন, ২০২৪ দুপুর ২:২৮

নতুন বলেছেন: সোনা ভাই উনি কার সাথে বেয়াদবী করেছিলেন?
দীপ্ত ভাই ম্যাডাম উনাকে ক্ষমা করে দিয়েছেন?

০১ লা জুন, ২০২৪ বিকাল ৪:১৫

শাহ আজিজ বলেছেন: @সোনা

৬| ০১ লা জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

মেঠোপথ২৩ বলেছেন: কয়েকদিন পর হৈচৈ বন্ধ হয়ে যাবে। এরপর আমার ফিরে আসবেন পুরানো রাজত্বে

০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: এরকমটাই হয়ে থাকে বরাবর ------------

৭| ০১ লা জুন, ২০২৪ রাত ৮:০৮

নাহল তরকারি বলেছেন: আহারে......। মাইন্সের কত কষ্ট।

০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: কেন কষ্ট কিসের ? কত সুখ কত বৈভব-----------------

৮| ০১ লা জুন, ২০২৪ রাত ৮:৫৭

কামাল১৮ বলেছেন: আইনটা এমন ,কিভাবে উপার্জন করলো সেটা আসল কথা না।প্রমান করতে হবে অসত ভাবে উপার্জিত।যা হবার ছিলো তাই হয়েছে।

০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: কারা দিল তাও দেখতে হবে ।

৯| ০১ লা জুন, ২০২৪ রাত ৯:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এগুলি আই ওয়াশ। বেনজির তার বেশী ভাগ সম্পদ বিদেশে আগেই পাচার করে রেখেছে।

০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: বেনজির একজন ধুরন্ধর চতুর পুলিশ । কি করতে হবে তা সে আগেই জানত ।

১০| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:১০

জুন বলেছেন: লাস্টে মনে হয় ঠিক মত কমিশন দেয় নাই উনি /:)

০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: কমিশন নয় ওটা ভাগা ----------------

১১| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা।

০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৫০

শাহ আজিজ বলেছেন: এই কদিন বাদে সব ভুলে যাব আমরা ।

১২| ০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৩৩

সোহানী বলেছেন: হাহাহা....... আবার জিগায় ;)

০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: B-) ভালো থেকো সোহানি ।

১৩| ০২ রা জুন, ২০২৪ সকাল ১১:১৫

রানার ব্লগ বলেছেন: যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো মানিক ও রতন!

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:৫১

শাহ আজিজ বলেছেন: কেন এই মন্তব্য ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.