নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটা ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পলক বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।’
ওরে এখন নিহত ছাত্রদের বাবা মা'র হাতে প্রকাশ্যে দোররা মারা উচিত ।
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:০৭
শাহ আজিজ বলেছেন: বুঝলাম না কিছুইরে পাগলী ।
২| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২০
নব অভিযান বলেছেন: ড্রামা, চলবেনা চলবেনা। ২৫০+ মানুষের জীবন ফিরিয়ে দে।
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:০৮
শাহ আজিজ বলেছেন: তাই কি ফেরানো যায় ? আজীবন জেল হোক শাস্তি ।
৩| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পলক ভাইকে ভালো লাগে, বাচ্চা মানুষ, হাসি-খুশি থাকেন, কাজ করার চেষ্টা করেন। তিনি তো তবু ক্ষমা চাইলেন, যদিও মূল অপরাধটা স্বীকার করেন নি। কিন্তু যে-দুইজনের কারণে স্বাধীন বাংলায় সবচাইতে নারকীয় হত্যাযজ্ঞ ঘটে গেল, তাদের কী হবে?
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:১০
শাহ আজিজ বলেছেন: পলককে আরবিয় কায়দায় কল্লা কেটে শাস্তি দেওয়া হোক ।
৪| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: এদিকে ক্ষমা চাচ্ছে অন্যদিকে গণহারে ছাত্রদের গ্রেপ্তার করছে। আবার মুবাইল ডেটা অফ করছে। ক্ষমা না চেয়ে উনি যদি হাসিনাকে দাবী মেনে দেশকে শান্ত করার অনুরোধ করতেন খুশি হতাম।
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৫
শাহ আজিজ বলেছেন: ও একটা চরম ফাজিল । অবশ্য নেত্রী যা বলেছে বান্দা তাই করেছে ।
৫| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২৩
কাঁউটাল বলেছেন:
৬| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২৪
রানার ব্লগ বলেছেন: লক্ষন ভালো না!! পলক দিয়ে সম্ভাবত শুরু।
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩১
শাহ আজিজ বলেছেন: ২ ডজন মন্ত্রী এম পি দেশের বাইরে । বাকিদের টিকেট কাটা আছে ।
৭| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২৮
কাঁউটাল বলেছেন:
৮| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: ড্রামা এবং আই ওয়াশ।
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩২
শাহ আজিজ বলেছেন: রিয়াল ড্রামা ------------------
৯| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৩২
কামাল১৮ বলেছেন: ভালো লক্ষণ।
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৪
শাহ আজিজ বলেছেন: কেন ভাল , বলুন দেখি ?
১০| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৪৩
অক্পটে বলেছেন: জাতি দেখেছে উনি পলকে পলকে রঙ বদলিয়েছেন। রাতে খুন করে সকালে এসে জানাজায় শরিক হওয়া আর নাকি কান্না একমাত্র এই খুনী লীগের পক্ষেই সম্ভব। সব অভিনয় ওদের। হাসিনার অভিনয়তো জবাব ছারা।
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: কি বলা যায় আপনার মন্তব্যে ?
১১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৪৪
আমি সাজিদ বলেছেন: পদত্যাগ করবেন না কেন? কারও ডিসিশনের জন্য কেন বসে আছেন উনি?
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: ওনার গড মাদার কে ?
১২| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৪৫
আমি সাজিদ বলেছেন: সোনাবীজ ভাইয়ের প্রিয়পাত্র হতে হলে কি বাচ্চার মতো হাসিখুশি থাকতে হবে সবসময়?
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: তাইতো মনে হচ্ছে ।
১৩| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৫৪
অক্পটে বলেছেন: ইন্টারনেট বন্ধ করা কোন ছোটখাট বিষয় নয়। ইন্টারনেট অফ করে ওরা সীমাহীন জেনোসাইড চালিয়েছে। ময়না তদন্ত ছাড়াই বহু লাশ ওরা গণকবর দিয়েছে।
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: আপনি সত্য বলেছেন ।
১৪| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:১৫
কাঁউটাল বলেছেন:
১৫| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:১৮
কাঁউটাল বলেছেন:
তোর কোটা তুই নে
আমার ভাই ফিরিয়ে দে
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: চরম হয়েছে ।
১৬| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২২
সাহাদাত উদরাজী বলেছেন: তবে এখনো জাতির মুল সুর বুঝতে পারছে না এরা!
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৪১
শাহ আজিজ বলেছেন: এই বাঁদরটা গ্রামে গেলে নিজের আপন লোকেরা সব সত্যি আর কি হতে পারে বলার পর শ্লার হুশ ফিরেছে ।
১৭| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৫
মেঠোপথ২৩ বলেছেন: দোটানায় পড়ে গেছে। বুঝতে পারতেসে না কোণদিকে যাবে!
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: পিস্তল ঠেকিয়ে দিক --------------
১৮| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৬
বিষাদ সময় বলেছেন: পলকের ক্ষমা প্রার্থনাকে কেন নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে, বাংলদেশের কনটেক্সট এ একটু বুঝিয়ে বলবেন কি?
০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৪২
শাহ আজিজ বলেছেন: এত মানুষ হত্যার পর আর কি পজিটিভ থাকে ওর জন্য ।
১৯| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২০
বিষাদ সময় বলেছেন: আপনার কাছে বিনয়ের সাথে কতগুলো প্রশ্ন---
১) পলক কি এই সরকারের খুব প্রভাবশালী কোন মন্ত্রী?
২) পলকের মন্ত্রালয়ের নেট বন্ধ রাখার কারণে মৃত্যু বেড়েছে না কমেছে?
৩) পলক কি স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রলয়ের দায়িত্বে নিয়োজিত?
৪) পলক কি শিক্ষার্থীদের অবমাননাকর কথা বলে উত্তেজিক করেছেন?
৫) তিনি কি সন্ত্রাসী পালন করেন?
৭) তার কথা বার্তা বা আচার আচরণ কি খারাপ?
৬) ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের কয়জন মন্ত্রী তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন?
৭) কিছু মন্ত্রী, যাদের দায়ীত্ব জ্ঞানহীন মন্তব্য এবং কাজে এ রকম দুঃখজনক ঘটনার সূত্রপাত হলো তারা কি ক্ষমা চেয়েছে?
হতে পারে এক্ষেত্রে তার ক্ষমা চাওয়াটা যথেষ্ট না কিন্তু সেটাকে কোন ক্রমেই নতিবাচক ভাবে দেখার অবকাশ নাই....আমাদের এ রকম আচরণের কারণেই ক্ষমতাবানরা আরোও অনমনীয় হবে এবং তাদের ডু আর ডাই চিন্তা উৎসাহিত হবে ।
ধন্যবাদ।
২০| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৩৪
ইফতেখার ভূইয়া বলেছেন: শত শত মা-বোনের কোল খালি করার মূল্য/অভিশাপ ভয়ানক হওয়ার কথা। দুঃখজনক হলেও সত্য, এর থেকে সহসাই মুক্তি মিলবে না।
২১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৩৮
আমি সাজিদ বলেছেন: মন্ত্রী একপ্রসঙ্গে বলেছেন, দেশে হামিদ কারজাই মার্কা সরকার চায় না তারা।
তাহলে কি,
পুতিন, শি , কিম মার্কা সরকার চায় উনারা ?
২২| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮
শায়মা বলেছেন: view this link
বলছিলাম জেন জি এর সাথে পুরান স্টাইলে কথা বললে চলবে না। সাবধানে কথা বলতে হয়।
২৩| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৫২
কামাল১৮ বলেছেন: সে তার ভুল বুঝতে পেরেছে।
২৪| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৫৪
রিফাত হোসেন বলেছেন: Lol এটাতো ক্ষমা হিসেবে কেন দেখছেন? পত্রিকায় পড়লাম উনি কি বলেছে। এটা একটি চতুরতার বাক্য। যদি কোন ভুল করে থাকেন, অনলাইনে গুজব থামাতে ব্যর্থ হয়েছেন ইত্যাদি কি যেন বলেছেন। এই ক্ষমা চাওয়া কি জন্য তা পরিষ্কার বুঝা গেলেও সেটা কোন কোর্ট থেকে চাল দিয়েছেন সেটা বুঝা দুষ্কর। আশা করি বুঝতে পারছেন!
২৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেখা যাক আর কয়টা পাঠা এই লাইনে আসে।
২৬| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৮:০৯
আলচুদুরওয়ালবুদুর বলেছেন: বোকাচোদা হালা এমনই বোকাচোদা হালার বিন্দুমাত্র আইডিয়া নাই সামনে কি আসতাছে। ওসব মাফ টাফ চাইয়া লাভ নাই। হালায় অহনো বুঝতাছে না দিন শ্যাষ। পাগলের দুনিয়া।
২৭| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৮
ধুলো মেঘ বলেছেন: আমি ঐখানে থাকলে বলতাম, ক্ষমা চাইলে তো হবেনা! যে ভোগান্তি আপনি দিয়েছেন, আপনার শাস্তি একশ' বার কানে ধরে ওঠাবসা করা। তারপর ক্ষমা করা যাবে কিনা বিবেচনা করবো।
২৮| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৬
মিরোরডডল বলেছেন:
পলক বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে
যদি শব্দ ব্যবহার করার মানে কি?
তার মানে কি পলক তার ভুল সম্পর্কে এখনো সিওর না?
ইন্টারনেট বন্ধ করে রাখা মানে দেশকে পঙ্গু করে রাখা, কমিউনিকেশনস এবং দেশের অর্থনীতিকে প্যারালাইজড করে রাখা।
তারপরও যদি বলে 'যদি ভুল করে থাকি', তাহলে এই লোক দেখানো ক্ষমা চাওয়ার মানে হয়না।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:১৯
শায়মা বলেছেন: জেন জি দের সম্পর্কে ট্রেইনিং লাগবে আগেই বলেছিলাম।