নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। সাগর - রুনির শেষ বেলার গল্প

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৪

রুনি যে ভিডিও প্রতিবেদন করেছিল, সেই ভিডিওতে একটা সুড়ঙ্গ দেখা যায়, সেই সুড়ঙ্গপথ দিয়ে রুনি হেঁটে যাচ্ছে বিশাল একটা পাইল লাইন ধরে। আর সেই পাইপ লাইনটা সামিটের ফার্নেস ওয়েলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবাহের কাজে ব্যবহৃত হতো, বিদ্যুৎ তৈরি হতো তিতাস থেকে পাওয়া গ্যাসে, সামিটকে হাসিনা বিল দিত ফার্নেস ওয়েল থেকে তৈরি বিদ্যুৎ এর মূল্য।
আর সেই ভিডিওর সমচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি ছিল, তাহলো সেই সুড়ঙ্গ পথে সেই সময়ে ভারতের দিকেও পাইপ লাইন ছিল। সেই পাইপ লাইন দিয়ে ভারতেও গ্যাস পাচার করতো, ভারতে আনুষ্ঠানিক ভাবে কাগজে কলমে গ্যাস দেয়ার বহু বছর আগে থেকেই হাসিনা গ্যাস দেয়া শুরু করে।
এই রিপোর্ট টাই মূলত করতে চেয়েছিলেন রুনি। তবে তখন এটিএন বাংলা এর সত্ত্বাধিকারী মাহফুজুর রহমান তাতে বাধা দেয় এবং তোলপাড় শুরু হয় এটিএন নিউজ অফিসের অভ্যন্তরে।
রুনি তার মাছরাঙা টিভিতে কর্মরত তার স্বামী সাগরকে এই ভিডিও দেন তা প্রকাশের জন্য।
এজন্যই মাহফুজুর রহমান 'রঞ্জু' কে ওইদিন রাতেই পাঠায় সাগর-রুনির বাসায়, তার ল্যাপটপ থেকে যেন যেকোনো মূল্যেই এই ভিডিও উদ্ধার করা যায়।
ওইদিন রাতেই সাগর-রুনীর হ*ত্যা হয় এবং পরদিন রঞ্জু গ্রেফতার হয়।
মাহফুজুর রহমান তার প্রভাব খাটিয়ে রঞ্জুকে বের করে এবং সে বিদেশে পালিয়ে যায়।
এর পিছনে হাসিনার চরম স্বার্থ ছিলো।
এজন্যই তাদের এভাবে হ*ত্যা করা হয়।
©️Meh sanul mahim

সংগৃহীত

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: জঘণ্যতম কান্ড।

২২ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

শাহ আজিজ বলেছেন: এতদিন অপেক্ষায় ছিলাম কেন এই হত্যাকাণ্ড । আজ জেনে স্তব্দ হয়ে গেছি ।

২| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী ভয়ঙ্কর ছিল সে

২২ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

শাহ আজিজ বলেছেন: ভয়ঙ্কর নারীদের একজন ।

৩| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৫

মেঠোপথ২৩ বলেছেন: জঘন্য খুনী এটিএন বাংলার মাহফুজুর রহমানের গান বাজনা করে বিনোদনে লিপ্ত রেখেছিল এ দেশের মানুষকে। আর নাটের গুরু সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করে সিঙ্গাপুরে অন্যতম কয়েকজন ধনীদের মাঝে জায়গা করে নিয়েছে। সাংবাদিকদের উচিত এই ভয়ঙ্কর অপরাধীদের সম্পর্কে লেখালেখি করে আইনের মুখোমুখি করা।

২২ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: মাহফুজুর রহমানকে পিটিয়ে হত্যা করা উচিত ।

৪| ২২ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

বাকপ্রবাস বলেছেন: মাফিয়া সরকার এর কাজকারবার

২২ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

শাহ আজিজ বলেছেন: মাফিয়াকেও ছাড়িয়ে গেছে ।

৫| ২২ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫৫

প্রগতি বিশ্বাস বলেছেন: সুড়ঙ্গ যদি থাকতো তাহলে এখন সেটা উন্মোচন হওয়ার কথা ছিলো!

২৩ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

শাহ আজিজ বলেছেন: কিছু একটা ছিল , তবে ভিডিওর ব্যাপারটি সামনে এসেছে আগে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.