নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। মেট্রো রেল আবার চালু হল

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২



সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা Muhammad Fouzul Kabir Khan দায়িত্ব নেয়ার পর এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে মেট্রো রেল চালু করিয়ে ফেললেন।
আর আজ সকালে খোদ তিনিই যাতায়াত করছেন মেট্রোতে, দাঁড়িয়ে!মেট্রো রেলের যা ক্ষতি হয়েছে তাতে পরদিনই চালু করা যেত কিন্তু সবাই এটাকে ইস্যু করে গেম খেলেছে । খান সাহেব সেই গেম শেষ টেনে আজ মেট্রো রেল চালু করলেন । কোটা বিপ্লব থেকে আমরা অনেক কিছু শিখেছি । তৃতীয় পক্ষ কারা যারা ৭,৬২ বুলেট দিয়ে মানুষ খুন করেছে। উপদেষ্টারা খুব দ্রুত প্রসঙ্গ বদলে শাখাওয়াত সাহেবকে মন্ত্রনালয় বদলে দিল । এটার তদন্ত হওয়া দরকার । সমস্যা সমাধানে ফউজুল কবিরকে দরকার সবসময় । ধন্যবাদ ওকে ।

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৪

মোস্তফা সোহেল বলেছেন: নতুন বাংলাদেশে সব কিছু ভাল হোক।

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৬

শাহ আজিজ বলেছেন: তাই হোক----------------------

২| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৮

শেরজা তপন বলেছেন: ~ মাত্র অয়দিন আগে ইনিও এভাবে মেট্রোতে দাঁড়িয়ে অফিস করে অনেক দুর্নীতিবাজ বদমায়েশের ভীড়ে নতুন একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন। সবকিছু চোখের পলকে কিভাবে সব পাল্টে যায়!! !

২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৩

শাহ আজিজ বলেছেন: এবার আওয়ামি লীগ ধ্বজভঙ্গে ভুগছিল , তাই তেমন জুত করতে না পেরে ইন্দিয়ায় পালিয়েছে । মাইরের চোটে মানিকের বিচি আউট আর হাসু না পালালে ওর মেনোপজ ত্রিপুরার বাধের মত অটো চালু হয়ে যেত , কি জ্বালা------------------------- :(( :#)

৩| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৬

অস্বাধীন মানুষ বলেছেন: জয় বাংলা বাংলার লোকেরা বলেছিলেন এটা চালু করতে ৬ মাস এক বছর সাথে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা।

২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৭

শাহ আজিজ বলেছেন: সাথে সংসার খরচ কনডম , প্যাড সব কিছুর দাম ধরা আছে । =p~ =p~

৪| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: চলুক ট্রেন জনগণের জন্য।
মিথ্যেবাদীদের কথা সব মিথ্যেতে পরিণত হলো

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: যারা রাষ্ট্রের টাকা চুরি করে তারা মানুষ নয় পশু ।

৫| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৬| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩৭

এম এ কাশেম বলেছেন: ৭, ৬২ বুলেট দিয়ে ৩য় পক্ষ নয়, বরং ২ পক্ষ - ছাত্র লীগ আর ভারত থেকে আনা আপনাদের মাম্মার বিশেষ কিলার বাহিনী ছাত্র জনতাকে খুন করেছে ।
লজ্জা করে না মিথ্যার বেসাতি দালালী করতে?
আর কত মিথ্যাচার করবেন।
দালালী আর কুটনামি ছাড়েন। ভাল হয়ে যান।

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫১

শাহ আজিজ বলেছেন: জবাব দিলেন না আমাকে গালাগাল করলেন ?

৭| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২১

কামাল১৮ বলেছেন: মেট্রোরেল ছিলে বাজে উন্নয়ন।টাকাপয়সার অপচয়।শুনতে শুনতে কান ঝালাপালা।একি কথা শুনি আজ মন্থরার মুখে।

৮| ২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২০

বিষন্ন পথিক বলেছেন: সব স্টেশন কি চালু হয়েছে? মেট্রো করা ভেঙেছিল আপনার অভিমত?

৯| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:০২

এম এ কাশেম বলেছেন: "৭.৬২ বুলেট দিয়ে ৩য় পক্ষ নয়, বরং ২ পক্ষ - ছাত্র লীগ আর ভারত থেকে আনা আপনাদের মাম্মার বিশেষ কিলার বাহিনী ছাত্র জনতাকে খুন করেছে ।" - এটা একটি জবাব।
কিন্ত ফ্যাসিস্টরা এখন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টায় মরিয়া হয়ে উঠছে।
এ যেন - " ঠাকুর ঘরে কেরে, মা আমি কলা খাচ্ছি না " টাইপের ফ্যাসিস্টদের আত্নরক্ষার হীনচেষ্টা।

দল করেন ঠিক আছে; কিন্তু বিবেককে একজন মানুষ হিসাবে ব্যবহার করলে তাকে মানুষ বলে
অন্যথায় সে অমানুষ।

১০| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৪

রাসেল বলেছেন: ভাল খবর। বিনষ্ট /ক্ষতিগ্রস্থ সব স্টেশন কি চালু হয়েছে?

২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৮

শাহ আজিজ বলেছেন: মিরপুর ১০ আর কাজিপাড়া বাদ দিয়ে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.