নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিতি হয়ে বর্ণনা করেন তাকে আটকের দিন কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী। বর্ণনা করেন কীভাবে কাটিয়েছেন আয়নাঘরে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি।
তার কয়েকটি দাবির মধ্যে রয়েছে-মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস যেন জনগণের মাঝে তুলে ধরা হয়, জাতীয় সংগীত যেন নতুন করে লেখা হয় এবং দেশের সংবিধান যেন নতুন ভাবে লেখা হয়। যারা দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয়।
১৯৭১ সালের মুক্তিযোদ্ধা নিয়ে ব্রিগেডিয়ার আযমী বলেন, শেখ মুজিবুর রহমান কোনো রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহিদের সংখ্যা প্রকাশ করেন। একটা যুদ্ধে কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক সংখ্যা জাতি এখনো জানে না।
শহিদের সংখ্যা নিয়ে একটি জরিপ হয়েছিল উল্লেখ করে ব্রিগেডিয়ার আযমী বলেন, একটা জরিপ হয়েছিল যেখানে ২লাখ ৮৬ হাজার শহিদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান ৩ লাখ বলতে গিয়ে ৩ মিলিয়ন বলে।
সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আযমী বলেন, ‘বাংলাদেশের জাতীয় সংগীত যেন নতুন করে লেখা হয়। বর্তমানে যে জাতীয় সংগীত চলছে তা করেছিল ভারত। দুই বাংলাকে একত্রিত করারজন্য করা হয়েছিল এই জাতীয় সংগীত। বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই বাংলাদেশের জাতীয় সংগীত নতুনভাবে হওয়া উচিত।’
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আযমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী গত ৬ আগস্ট মুক্ত পান আয়নাঘর থেকে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আযমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী মুক্ত হয়েছেন।
ওকে খামোখাই আয়না ঘরে রাখা হয়নি । সে নিশ্চয়ই সেনাবাহিনিতে এই জাতিয় সঙ্গীত বদল , সংবিধান সংশোধন ইত্যাদি নিয়ে হইচই করেছিল ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৬
শাহ আজিজ বলেছেন: নতুন নেতৃত্বের জামাত তো বেশ ইউনুসের সাথে গাঁটছড়া বেধেছে ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৯
ডার্ক ম্যান বলেছেন: রাজাকারের বাচ্চার রাজাকারি বয়ান। ও আসলেই বন্দী ছিল কিনা সেটা দেখার বিষয়।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৭
শাহ আজিজ বলেছেন:
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিম্পি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের নেতৃত্বহীনতা জামায়াতকে শক্তিশালী করছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫
শাহ আজিজ বলেছেন: দেখে শুনে মনে হচ্ছে জামাত বেশ অগ্রসর হয়েছে । আমির আমার যৌবনের বন্ধু ।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: বীরাংগনা-মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে নানা রকম মত আছে। রাজনৈতিক সরকারগুলো নিজেদের মন মত একেক সময় একেক কথা বলে বলে মনে হয়। এর প্রমাণ হিসাবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহত সরকারী তথ্য ও নিরপেক্ষ তথ্যের দিকে তাকালেই কিছুটা অনুমান করা যায়। এমনকি মুক্তিযোদ্ধা তালিকা তৈরী ও এর সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তনও বিবেচনায় এসে যায়।
এ ব্যাপারে এখনো সঠিক সংখ্যা তথা প্রকৃত শহীদদের তালিকা প্রকাশের সুযোগ আছে। যদি এখন সরকার চায় তবে জনগন হয়তো সঠিক সংখ্যা জানতে পারবে।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সংবিধানের কোন অংশে উনি পরিবর্তন দাবি করেন সেটা জেনে মন্তব্য করার অপেক্ষায় থাকলাম, মুক্তিযোদ্ধা বিষয়ে সঠিক তথ্য সঠিক ইতিহাস আমিও জানতে চাই । উনি পোষ্য কোটা। রাজাকারের সন্তান রাজাকার নাও হতে পারে। প্রপাগান্ডায় আওয়ামীলীগের সমতুল্য আর কেহ নেই। তবে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র । গত ষোলবছর আওয়ামীলীগের অপকর্ম অস্বীকার করার মধ্যে গর্বের কিছু নেই। সত্য প্রকাশিত হওয়া উচিৎ । শেখ হাছিনা মূর্তিপূজা করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হিন্দু ধর্ম গ্রহণ করলে ভালো লাগলে সেটা জনগণ জানলে দোষের কিছু নেই। যার যার ধর্ম সে সে পালন করবে। ইসলাম শান্তির ধর্ম আধুনিক ধর্ম। রসুল সাঃ একমাত্র অনুকরণীয় আদর্শ ব্যক্তি বাকি সব ইয়া নাফসি ইয়া নাফসি ।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৮
রাসেল ০০৭ বলেছেন: আপনাকেও কিছু দিন আয়নাঘরে রাখা উচিৎ
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০
শাহ আজিজ বলেছেন: আপনি লগে থাকলে যামু । তাস , বিড়ি লইয়েন ।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮
আলামিন১০৪ বলেছেন: ৭১ এর হতাহতের সংখ্যার বিষয়ে তার উক্তি সঠিক না হলে তা না হলে আমলীগ কাছা মেরে লিস্ট তৈরী করত। সংবিধানে সমাজতন্ত্র কি গণতণ্ত্রের সাথে যায়? রাজাকারের ট্যাগের ব্যবসা করে আর লাভ করতে পারবেন বলে মনে হয় না।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৩
শাহ আজিজ বলেছেন: জেনারেল মানেকশ'র আত্নজীবনী পড়লে ৭১ এ হতাহতের কিছু ধারনা পাবেন । ধন্যবাদ ।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৭
ঢাবিয়ান বলেছেন: অযথা মানুষকে ট্যগিং করবেন না। ব্রিগেডিয়ার আজমী রাজাকার নন । আগেও জামাতের রাজনীতির সাথে সম্পর্কিত ছিলেন না। ১৯৭১ এর শহীদের সংখ্যার কোন লিস্ট আছে? প্রশ্ন উঠতেই পারে। কারো বক্তব্যের বিরোধিতা করতে চাইলে তথ্য প্রমান সহকারে দিন , আওয়ামীলীগের মত ট্যগিং করে নয়। আপনি তাকে আয়নাঘরে রাখা ঠিক ছিল বলে প্রমান দিলেন যে আপনি একজন চরম স্বৈরাচারী ও মানবতার সীমা লংঘনকারী ব্যক্তি।
জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবী হয়ত সামনেই আসবে। কবি নজরুল আমাদের জাতীয় কবি। তার কবিতা আমাদের এতকাল পড়েও আগুন ধরিয়ে দেয় মুক্তিকামী জনতার রক্তে ।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজাকারের ছানাপোনারা এখন ইতিহাস লিখবে। চলুক তামাশা। কিছু বলা যাবে না। একাত্তর এদের গাত্রদাহের কারণ। ’২৪ দিয়ে একাত্তরের জ্বালা মিটাক।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৮
কামাল১৮ বলেছেন: ‘ সেই সত্য যা রচিতে তুমি,
ঘটে যা তা সব সত্য নহে’ রবি ঠাকুর
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫০
আলচুদুরওয়ালবুদুর বলেছেন: যেখানে জামায়তে ইসলামী তাদের "রাজাকার" ইমেজ থেকে সরে আসার জন্য এত কিছু কার্যক্রম হাতে নিয়েছে সেই সকল প্রচেষ্টা বিফলে যাবে এসব বুদ্ধিহীন বুড়াভামদের জন্য। জামায়তের উচিত তাদের পুরাতন নেতৃত্ব এবং ন্যারেটিভকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করা এবং এসব লোকদের কে দল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা। কারণ এই আযমীর মত রাজাকারের বাচ্চাদের হাজার বাঁশডলা খাওয়ার পরও আক্কেল হবে না। এইসব আজমীর মত লোকজন অতীতে দলের জন্য কিছুই করে নাই, এখনো কিছু করে না, ভবিষ্যতেও কিছু করবে না, এদের খালি সমস্যা সৃষ্টি করা ছাড়া এখন তেমন কাজ নেই। যেমন এই আযমী এখনও ৭১এর গণহত্যা নিয়ে পানি ঘোলা করার চেষ্টায় লিপ্ত। এই কুলাঙ্গারের বাপ "পাক সার যামিন সাদ বাদ" কে জাতীয় সংগীত বানানোর কথা বলে আসছিল সেই ৭৫ থেকেই, এখন বেটা এসে একই কথা বলছে। এখন খালি যোগ করেছে ২০২৪ গণ অভ্যুত্থানের ব্যপারটা। এইসব অর্বাচীনদের কোন ধারনাই নাই জামায়ত ইসলামী আর সেই আগের জামায়ত ইসলামী নেই।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: #ঢাবিয়ান
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫১
সোহানী বলেছেন: আমরা আরেক আফগান চাই না।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: হুম , সত্য কথা।
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৫
মাহফুজ ই এলাহী জামি বলেছেন:
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৯
ডার্ক ম্যান বলেছেন: যারা জামায়াতের মিষ্টি কথায় প্রশংসা করছে এগুলো জামায়াতের আদর্শে বিশ্বাসী।
মুনাফেকের অন্যতম লক্ষণ হচ্ছে এরা খুব মিষ্টভাষী হয়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩০
শাহ আজিজ বলেছেন: কি জানি মাথাডা কেমুন জানি গুরাইতেছে ---------------
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৭
নতুন বলেছেন: শহিদের সংখ্যা নিয়ে একটি জরিপ হয়েছিল উল্লেখ করে ব্রিগেডিয়ার আযমী বলেন, একটা জরিপ হয়েছিল যেখানে ২লাখ ৮৬ হাজার শহিদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান ৩ লাখ বলতে গিয়ে ৩ মিলিয়ন বলে।
যারা ৩ লাখ আর ৩ মিলিওন নিয়ে তেনা পেচায় তারা মুক্তিযুদ্ধকে কতটুকু সন্মান করে?
এই ৩০ লক্ষ নিহতের জন্য টাকা বরাদ্দ দিয়ে কারুর পকেটে ঢুকলে প্রশ্ন করা উচিত ছিলো।
এই রকমের হত্যাকান্ডের পরে কোন জাতীই সঠিক সংখা ঠিক করতে কাজে নামে না, ২য় বিশ্ব যুদ্ধের ৬ মিলিওন নিহতেরও পূনাঙ্গ লিস্ট নাই।
৩০ লক্ষ সংখ্যাটা কম বেশি হতেই পারে, এটা একটা প্রতীকি সংখ্যা। বঙ্গবন্ধু মুজিবুর রহমান বলেছেন, সেটা নিয়ে তারাই তেনা পেচায় যারা মুক্তিযুদ্ধের বিষয়টাকে বির্তকিত করতে চায়।
আর দেশে এখন গোলামআজমের পুত্রের কাছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রিসক্রিপসন দেখতে হচ্চে এটা বেশি হয়ে যাচ্ছে।
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৬
রাসেল ০০৭ বলেছেন: লেখক বলেছেন: আপনি লগে থাকলে যামু । তাস , বিড়ি লইয়েন
বিড়ি খাইনা মুরব্বী । তাস খেলি মাঝে-মধ্যে
০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫১
শাহ আজিজ বলেছেন: চলিবেক।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: জাতীয় সংগীত, শহীদের সং্খ্যা ইত্যাদি নিয়ে তাদের বরাবরই এলার্জি ছিলো বলেই দেশে আওয়ামী সরকার এতো অপকর্ম করার সুযোগ পেয়েছে। এরা জামাত গাং. বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়।
এরা বরাবরই দেশের ক্ষতি করেছে।