নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৯





নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাসপূর্তি উপলক্ষে ‘শহীদী মার্চ’ করবে সংগঠনটি।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তিনি জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে এ কর্মসূচি।

সারজিস আলম আরও জানান, মার্চ কর্মসূচি রাজু ভাস্কর্য থেকে শুরু হবে। পরে নীলক্ষেত, সাইন্সল্যাব, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ ও পুনরায় রাজু ভাস্কর্যে হয়ে শহীদ মিনারে এসে শেষ হবে।

সংবাদ সম্মেলন থেকে গেলো জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২

এম ডি মুসা বলেছেন: সুন্দর। দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিত চাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩২

শাহ আজিজ বলেছেন: আমরাও তাই চাই ।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

ঢাবিয়ান বলেছেন: এদের কথাবার্তা পছন্দ না হলে আয়নাঘরে পাঠানোর আবেদন কইরেন। মানবতার সীমা লঙ্ঘন করা আয়নাঘরকেতো আপনারা বৈ্ধতা দিয়েই দিয়েছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: আপনিতো দেখছি খুব জটিল মাল । সময় আছে ছাইড়া দ্যান ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

আদিত্য ০১ বলেছেন: সবকিছুই পরিবর্তন করা হোক, দেশের নাম বাংলাদেশের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধিদেশ করা হোক, ঢাকা পরিবর্তন করে সারজিশনগর রাখা হোক, রাজশাহিকে পরিবর্তন করে নাহিদশাহি রাখা হোক, রংপুরকে পরিবর্তন সাইদ নগর রাখা হোক, এভাবে সব বিভাগ ও জেলার নাম হবে ছাত্রদের নামে। জাতীয় সংগীত বাদ দিয়ে পাকিস্তানের জাতীয় সংগীত রাখা হোক, ১৯৭১-এ দেশ স্বাধীন হয় নি, মুক্তিযোদ্ধারা সব দালাল, পাকিস্তানের সাথে তারা অন্যায়ভাবে দেশ ভাগ করেছে, এই দেশের নাম আবার পূর্বপাকিস্তান নয়ত বৈষম্যবিরোধিদেশ নাম রাখা হোক, ১৯৭১-এ যারা পাকিস্তানে পক্ষে ছিলো তারা দেশপ্রেমী ও মুক্তিযোদ্ধা।
জাতীয় ফুল পরিবর্তন করে গোলাপ রাখা হোক নয়ত হাসনা হেনা (আরবি নাম), জাতীয় পশুর নাম গরু রাখা হোক

এই দেশ বৈষম্যবিরোধী ছাত্রদের দেশ, এই দেশ তারা স্বাধীন করেছে, তাদের কথা অনুযায়ী সবকিছু চলবে, বাকি সবাই তাদের আদশে চললে চলবেন নয়ত ভারতে চলে যান আর আপনারা ভারতের দালাল, এই দেশ বৈষম্যবিরোধী ছাত্রদের - আপনি ভাড়ায় থাকতেছেন এইটাও ভাবতে পারেন। আপনি বৈষম্যবিরোধী ছাত্রদের কথা না শুনলে ভারত চলে যান বা অন্য দেশে চলে যান

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: ঘুরিয়ে পেচিয়ে না বলে বলেন আপনারা পাকি মাল --------পাক ষাঁড় জমিন-----

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৯

কামাল১৮ বলেছেন: ব্লগে কি আপনি এদের প্রতিনিধি হয়ে সবাইকে জানাচ্ছেন।পরে আবার পেছন দিকে দৌড় দিবেন নাতো।
দিন দিন এদের আসল চেহারা কিন্তু বের হয়ে আসছে।আপনি বুড় মানুষ,এদের সাথে দৌড়ে পারবেন।যেমন আওয়ামী নেতারা পারে নাই শেখ হাসিনার সাথে পালাতে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: আমি দলকানা লোক নই ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০২

নতুন বলেছেন: দেশের আফসোসলীগ কবে বুঝতে পারবে তাদের একটু বিশ্রাম নেওয়া উচিত ;)

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আগামীকাল শহীদ মিনার এলাকায় যাওয়ার ইচ্ছে আছে। "শহীদী মার্চ" বিষয়টি আমার কাছে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৪৪

শাহিন-৯৯ বলেছেন: লেখক বলেছেন: আমি দলকানা লোক নই ।

এটাই গাধা আর মানুষের পার্থক্য করার মত কথা। যারা দলকানা তারা গাধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.