নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি।। আমি পদত্যাগ করিনি , ডাইনী করেছে

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪০

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, আসলেই তিনি (হাসু'নি) পদত্যাগ করেননি, পদত্যাগ করেছেন ডাইনি X((

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৩

শাহ আজিজ বলেছেন: কত বড় আহাম্মক মহিলা । মাথার ঘিলু হীন। এই ই কিনা আমাদের ১৫ বছর শাসন করেছে।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: এখন যারা বলবে পদত্যাগ পত্র কই? দেখান! এরপর দেখে বলবে, "এরকম তো যে কেউই বানাতে পারে।"

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৫

শাহ আজিজ বলেছেন: হুম সেরকম হতেই পারে । :D

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৮

গোবিন্দলগোবেচারা বলেছেন: মানবতার মাতা হযরত শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। কিন্তু উনি দেশের দায়িত্ব ছেড়ে মোদির ধুতির তলে কি করেন? ওনার উচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নেওয়ার জন্য দেশে ফিরে আসা । আমরা ওনাকে সাধ্যমত আপ্যায়ন করার জন্য তৈরি আছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪০

শাহ আজিজ বলেছেন: হাতাইতাছে---------------------

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: এইসব ছড়াইয়েন না। আমরা চাই উনি আমাদের মাঝে ফিরে আসুন। এগুলি ছড়ালে উনি নাও আসতে চাইতে পারেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৯

শাহ আজিজ বলেছেন: না আইলে কিসসু হবে না ।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১২

জুল ভার্ন বলেছেন: গণধোলাই এড়াতে পেরেছে তাই পদত্যাগ আইনানুগ হয়নি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৯

শাহ আজিজ বলেছেন: গন ধোলাই হলে ডাইনীর অবস্থা কি হতো ?

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: দোষ স্বীকার করে ইস্তফা দিয়েছেন বলে আমার বিশ্বাস হয় না। এটা অনেকটা ৬৪ ধারার স্বীকারোক্তিমুলক জবানবন্দীর মত মনে হচ্ছে। উনি সজ্ঞানে এটাতে যদি স্বাক্ষর করে থাকনে তাহলে বলতে হবে অত্যধিক চাপে উনি স্বাক্ষর করেছেন। ওনার চরিত্রের সাথে মিলছে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭

শাহ আজিজ বলেছেন: শেষ মুহূর্তে গনভবনের সিকুয়েন্স স্পষ্ট নয় । তবে তিনি ছেলের সাথে ফোনে কথা বলেছেন এটা সত্যি । আর কিছু ভিডিও ফুটেজ প্রমান করেছে তিনি দেশত্যাগ করেছেন । আর্মি জেনারেলরা তাকে সাইন করা বাদে ছাড়েননি তাও সত্যি । হ্যা সাইন করার চাপ ছিল । পাবলিকের মাইরকে সবাই ডরায় ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

হাবিব ইমরান বলেছেন:

আপনি মানবতার মা'কে ডাইনী বললেন?
এখন ডাইনীর রেখে যাওয়া অবৈধ বুদ্ধিপ্রতিবন্ধী আত্মারা কষ্ট পাবে যে। যাদের কাছে মানুষের রক্ত আর বাংলার অর্থ সম্পদ খুবই প্রিয় ছিলো। প্রতি ছোবলেই যারা হাজার কোটি ডলার গিলে ফেলত।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১১

শাহ আজিজ বলেছেন: ডাইনী না বলে উপায় কি বলুন ? আয়না ঘরের কথা মনে আসলেই শিরদাড়া বেয়ে ঠাণ্ডার তরলের ধারা বয়ে যায় ।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

ঢাকার লোক বলেছেন: পদত্যাগ করেছেন কি করেননি, কোনো বিষয় হতে পারে না ! কেউ মারা গেলে যেমন সে পদত্যাগ করেছিল কিনা দেখার দরকার নেই, তেমনি কেউ তার কর্মস্থলে গুরুতর অপরাধ করে কর্মস্থল ছেড়ে পালিয়ে গেলে এবং তার সাথে যোগাযোগ করার কোনো সুস্পষ্ট ঠিকানা বা উপায় না জানিয়ে অনির্দিষ্ট কাল অনুপস্থিত থাকলে, তাকে তার পদ থেকে অব্যাহতি দিতে তার পদত্যাগপত্র আবশ্যক হতে পারে না !
একটা স্বার্থান্বেষী মহল পদত্যাগপত্র ইস্যু নিয়ে খামাখা হৈচৈ করছে !

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০০

কামাল১৮ বলেছেন: আমরা তার থেকেও বড় আহাম্মক।নয়তো এতোদিন শাসন করতে পারতো না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৫

শাহ আজিজ বলেছেন: এই বাক্য আমি টাইপ কতে গিয়েও করিনি । আমরা সবচে বড় ভোদাই ।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: গোবিন্দলগোবেচারা বলেছেন: মানবতার মাতা হযরত শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। কিন্তু উনি দেশের দায়িত্ব ছেড়ে মোদির ধুতির তলে কি করেন? ওনার উচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নেওয়ার জন্য দেশে ফিরে আসা। আমরা ওনাকে সাধ্যমত আপ্যায়ন করার জন্য তৈরি আছি।

শেখ হাসিনার পতনে আমরা বাক-স্বাধীনতা কত প্রকার ও কী কী উদাহরণসহ দেখতে পাচ্ছি।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০০

প্রহররাজা বলেছেন: মেদাবীদের কাচা হাতের কাজ। আসল পদত্যাগ পত্র এটা: মেদাবীদের কাচা হাতের কাজ। আসল পদত্যাগ পত্র এটা:

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৫

নূর আলম হিরণ বলেছেন: একটু তো যাচাই বাছাই করে মন্তব্য করবেন। এটা যে ফেইক ক্লাস ৫ এর বাচ্চাও বুঝবে। শুধু ডেইট এর দিকে দেখুন। ৫ই আগষ্ট বাংলা ২১ শ্রাবণ হয়। ফ্রন্ট এর কথা আর নাই বললাম।।
তবে এসব পদত্যাগ পত্রের প্রজনীয়তা নেই। উনাকে বিদায় করা হয়েছে তার জায়গায় আরেকজন আসবে এটাই স্বাভাবিক।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওয়েলকাম ব্যাক আমরাও আপনার অপেক্ষায় আছি। আপনার সাথে আমাদের হিসেব নিকেশ আছে । আসলে বিষয়টি হচ্ছে এতদিন ক্ষমতায় ছিলেন। কত হাস মুরগী কত কি পালছেন সেগুলোর জন্য একটু মায়া কাজ করতাছে। |-)

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫৮

কলমনাই বলেছেন: আবার
আদমজীর সাথে দেখা কইরা আসছেন |-)

আদমজীর সাথে লাঞ্চ কইরা মাথাডো গেছে
উহা কাচা ম্যাদাবীর ফুটা

কপি মারিং কাটিং চলিবেক =p~

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:১১

আজব লিংকন বলেছেন: সেই স্কুল লাইফের কথা মনে পইড়া গেলো। দিনাজপুর হইতে স্কুলের রেজাল্ট কার্ড বানায় আনা হইতো। রেজাল্টের দিনে আমার বন্ধুরা সেই ফেইক রেজাল্ট কার্ড-এ নিজের ইচ্ছা মত নাম্বার বসাইয়া বাসায় লইয়া যাইতো। বাসার গার্ডিয়ান কখনো ধরতে পাইতো না।

আবার,
ক্লাসে রেজাল্ট কার্ড জমা দেওনের দিন অরিজিনাল রেজাল্ট কার্ড-এ একজন বন্ধু আরেকজন বন্ধুর গার্ডিয়ান হইয়া সাইন কইরা দিত। স্যার-ম্যাডাম কখনো ধরতে পাইতো না।।

দুই পক্ষের মাঝে এই আসল সত্য কাহিনী জানা মানুষটা আমি। তখনও চুপচাপ দেখতেছিলাম এখনও চুপচাপ দেখতেছি।।


কনটেক্সট :-
১/ একপক্ষ এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পদত্যাগ পত্র ভাইরাল করছে।
২/ একপক্ষ বর্তমান ভারপ্রাপ্ত অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগ পত্র ভাইরাল করছে।


#তুমি #আমারে #আসল #নকল #চেনাও #আমি #বাল্যাকালে #এইসব #ক্লাস #পাশ #কইড়া #এখন #লুঙ্গি #পিন্দা #ফেলছি

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবই গুজব; গুববে কান দিবেন না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: কান নেই , কেটে নিয়ে গেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.