নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেওয়ার পর রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
মাহফুজ আলমকে এখনও কোনো দপ্তর দেওয়া হয়নি।
নতুন করে তিনজন শপথ নেওয়ার পরে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হলেন ২৪ জন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।
১৬ আগস্ট আরও চারজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন। তখন এ সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হয় ২১ জন।
আরটিভি/ এমএ
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৪
শাহ আজিজ বলেছেন: আমি পাকি গায়কদের গান খুব শুনিনি । শুনি নুসরাত ফতেহ আলি খান আর রেশমার গান ।
২| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: *এসব প্রযোজক ও বিদেশী সংগীত শিল্পী দের নাটক ও সংগীতে আমি ডুবে থাকতাম। তার জন্য গ্রামীণ ভাষার নাটক, বাংলা বাউল ও লোকসংগীত, বাংলা ব্যান্ড সংগীত তেমন শোনা হত না।
৩| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো কিছু হোক।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৫
শাহ আজিজ বলেছেন: তাই হোক । বশির এক উজ্জ্বল তারকা।
৪| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর বাড়ানোর দরকার নাই। ২৪/১৫ জনই থাক। দেখতে চাই তাদের সাফল্য, ফ্যাসিস্টদের প্রত্যাগমন প্রতিরোধে কার্যকর ভূমিকা এবং একটা অবিস্মরণীয় নির্বাচন অনুষ্ঠান।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৬
শাহ আজিজ বলেছেন: কি যে হবে এই ভেবে আমি অস্থির ।
৫| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১২
নান্দাইলের ইউনুছ বলেছেন:
মুরুব্বী উহু উহু!
আপনের নামে এক জন বড় রাজাকার আচিল।
তিনায় আবার পেরধার মন্ত্রীও হৈচিলেন।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৭
শাহ আজিজ বলেছেন: উনি রাজাকার ছিলেন না ।
৬| ১১ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:১২
আহরণ বলেছেন: রঙ্গ রসে ভরপুর...............
৭| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১১
নতুন বলেছেন: ড: ইউনুসকে দায়ীত্ব দেওয়া হয়েছে উনাকে কাজ করতে দিতে হবে।
সবাই মিলে নাক গলালে কোন কাজই ঠিক হয় না।
ফারুকী প্রতিভাবান মানুষ, উনি সঠিক সিন্ধান্ত নেবেন।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬
শাহ আজিজ বলেছেন: ইউনুস একজন সার্থক মানুষ । কাজ কিভাবে করিয়ে নিতে হয় তা তিনি ভাল জানেন । অনেককেই দেখি ইউনুসকে উপদেশ দিতে , আরেহ মিয়া কাজ কইরা দেখাও তারপর কথা কও । আমরা অপেক্ষা করি সবার কাজের নমুনা দেখতে ।
৮| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫
নূর আলম হিরণ বলেছেন: আপনার প্যান্টের ফুটো নিয়ে যখন মানুষ হাসাহাসি করবে তখন আপনার সাথে আরেকজনকে এনে দাঁড় করান যার প্যান্টে দুটো ফুটো তখন মানুষ আপনাকে রেখে তাকে নিয়ে হাসাহাসি করবে।
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২২
শাহ আজিজ বলেছেন: আমি পুরো বুঝে উঠতে পারিনি এই মজার রস ।
৯| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৬
নূর আলম হিরণ বলেছেন: লেখক বলেছেন: আমি পুরো বুঝে উঠতে পারিনি এই মজার রস ।
মানুষ ডক্টর ইউনুস ও আসিফ নজরুলের সমালোচনা খুব জোরে সোরে করে যাচ্ছিল। সেটা থেকে বাঁচতে তারা এমন তিনজনকে উপদেষ্টা বানালেন, এখন তাদেরকে রেখে এই তিন জনের পিছনে মানুষ লেগেছে।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: ২০০৫-০৬ সালে মোস্তফা সরোয়ার ফারুকীর নাটক প্রযোজনা শুরু। জামায়াতে ইসলামীর সিস্টার সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের বড়ো ভাইয়েরা তার নাটকের ভক্ত ছিলেন। তখন থেকে বাংলা নাটকে যৌন সুড়সুড়ি, লুতুপুতু প্রেম দেখানো শুরু হয়। আপনি দেখবেন জুলাই বিপ্লবের পর পাকিস্তানি সিংগার আতিফ আসলাম কে কনসার্টে আনা হয়েছে। ইহা শিবিরের ছোট ভাইদের কাছে অতি জনপ্রিয় সিংগার।সামনে বিপিএলে আবার আতিফ ইসলাম কে আনা হবে। এছাড়া জাল পাকিস্তানের জাল ব্যান্ড শিবিরের ভাই দের খুব প্রিয় ব্যান্ড! শিবিরের এক বড়ো ভাই থেকে আমি জালের এলবামের ক্যাসেট এনে সিডি প্লেয়ারে বাজাতাম। সামনে সংগীত শিল্পী সামি ইউসুফ, আদনান সামী দের আনা হতে পারে। এসব প্রযোজক এবং সংগীত শিল্পী দের কারণে আম